Uttarakhand Chopper Crash Pilot Last Rites: হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পাইলট স্বামীর! চোখে জল নিয়ে ইউনিফর্ম পরে শেষ শ্রদ্ধা কর্নেল স্ত্রীর
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Uttarakhand Chopper Crash Pilot Last Rites: আজ, মঙ্গলবার সকালে রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয় উত্তরাখণ্ডের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পাইলট লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) শেষকৃত্য।
জয়পুরঃ আজ, মঙ্গলবার সকালে রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয় উত্তরাখণ্ডের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পাইলট লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) শেষকৃত্য। তাঁর শোকাহত স্ত্রী, লেফটেন্যান্ট কর্নেল দীপিকা চৌহান, সেনাবাহিনীর পোশাক পরে তাঁর স্বামীকে বিদায় জানান।
আরও পড়ুনঃ ‘৮০ শতাংশ ক্ষেত্রে আমি…’ খিদিরপুর অগ্নিকান্ড নিয়ে বিধানসভায় বিবৃতি পেশ দমকল মন্ত্রী সুজিত বসুর!
একটি ভিডিওতে দেখা যাচ্ছে কর্নেল দীপিকা চৌহান তাঁর স্বামীর কফিনের পাশে ভারাক্রান্ত হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি তাঁর স্বামীর শেষকৃত্যে হাতে কর্নেল (অবসরপ্রাপ্ত) রাজবীর সিং চৌহানের একটি ছবি নিয়ে হেঁটে যাচ্ছেন।
advertisement
#WATCH | Jaipur, Rajasthan: Lt Colonel Rajveer Singh Chauhan (Retd) was one of the seven people who died in a helicopter crash in Kedarnath, Uttarakhand on June 15.
Visuals from Shastri Nagar as his wife, Lt Colonel Deepika Chauhan, Rajasthan Minister Rajyavardhan Singh Rathore… pic.twitter.com/iudUvCoHhM
— ANI (@ANI) June 17, 2025
advertisement
advertisement
রবিবার কেদারনাথ রুটে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। সকলেরই মৃত্যু হয়েছে। আর্যন কোম্পানির একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটে গৌরিকুণ্ড ও ত্রিজুগিনারায়ণ এলাকার মাঝামাঝি। খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ।
আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটিতে পাইলট-সহ ৭ জন ছিলেন। ভোর ৫টা ১৭ নাগাদ বিমান ওড়ে গুপ্তকাশী থেকে।উত্তরাখণ্ডের এডিজি (আইন ও শৃঙ্খলা) ডঃ ভি মুরুগেশনের দেওয়া তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি দেরাদুন থেকে কেদারনাথ যাচ্ছিল। গৌরিকুণ্ডে পৌঁছে হঠাৎ সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2025 2:32 PM IST