Crime News: জঙ্গল থেকে আসছিল অদ্ভূত আওয়াজ, পুলিশি হানায় চোখের সামনে উঠে এল হাড়হীম করা দৃশ্য

Last Updated:

তবে এই অস্ত্র চোরাচালানকারীদের কর্মকাণ্ড শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই৷ কারণ অতীতেও অস্ত্র চোরাচালানকারীরা অনেক অপরাধমূলক ঘটনা ঘটিয়েছে।

ইটা: রাতের অন্ধকারে পুলিশি অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেল পুলিশ৷ অস্ত্র তৈরির কারখানার হদিশ সঙ্গে উদ্ধার প্রচুর অস্ত্র ও অস্ত্র তৈরির মালমশলা৷ উত্তরপ্রদেশের ইটা জেলায় বড় সাফল্য পেয়েছে পুলিশ৷ পুলিশি অভিযানের সময় একটি বেআইনি অস্ত্র কারখানার উদ্ধার হয়েছে৷ ঘটনাস্থল থেকে পুলিশ ৩ জনকে আটক করেছে৷ কারখানা চালাচ্ছিল তিনজন অবৈধ অস্ত্র চোরাকারবারী, পুলিশি অভিযানের সময় তাদেরই আটক করা হয়েছে।
একই স্থান থেকে ১০টি পিস্তল, কার্তুজ ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম মিলেছে৷ সঙ্গে পাওয়া গিয়েছে বাইক যার মাধ্যমে সরবরাহ করা হয় এই বিপুল পরিমাণ অস্ত্র৷ পুরো বিষয়টি ইটা জেলার মালাভান থানা এলাকার তুর্কিপুরার জঙ্গল এলাকার। তিন অস্ত্র চোরাকারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
আরও পড়ুনAnant Ambani-Radhika Merchant: ছোটবেলার বন্ধু থেকে জীবনসঙ্গী, অনন্ত-রাধিকার প্রেম বড়ই মধুর, কোথায় কীভাবে আলাপ দু’জনের? প্রি ওয়েডিং-এর আগে রইল সেই রোম্যান্টিক স্টোরি!
তবে এই অস্ত্র চোরাচালানকারীদের কর্মকাণ্ড শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই৷ কারণ অতীতেও অস্ত্র চোরাচালানকারীরা অনেক অপরাধমূলক ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তরা পুরনো নষ্ট হয়ে যাওয়া পিস্তলও মেরামত করত। এই সব পিস্তল তৈরি করে ইটা ও আশেপাশের জেলায় দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করা হত এবং পিস্তল বিক্রিই ছিল মূল আয়ের উৎস, রোজগারের পথ। এসব অবৈধ অস্ত্র আগামী নির্বাচনে ব্যবহার করার জন্যও তৈরি করা হচ্ছিল বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
advertisement
পুলিশের এই কাজ খুবই খুশি উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা৷ ইতিমধ্যেই তাদের জন্য ২৫হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে৷
এসএসপি রাজেশ কুমার সিং জানিয়েছে যে, ইটা জেলায় মালাভান পুলিশ এবং তাদের সোয়াট টিম খুব ভাল কাজ করেছে। একটি পিস্তল কারখানা বাজেয়াপ্ত করা হয়েছে, যাতে ১০টি তৈরি পিস্তল উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে এর সঙ্গেই উদ্ধার করা হয়েছে পিস্তল তৈরির অনেক সরঞ্জাম। ৩ অপরাধীর বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ রয়েছে৷ তারা বেশ কয়েকবার জেল খেটেছে। এদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: জঙ্গল থেকে আসছিল অদ্ভূত আওয়াজ, পুলিশি হানায় চোখের সামনে উঠে এল হাড়হীম করা দৃশ্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement