Wish Fulfill Pond: এক ডুবে মনস্কামনা পূরণ হবে, বড়াশির শিবমন্দিরের পাশে আশ্চর্য পুকুরের কথা জানলে গায়ে কাঁটা দেবে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
South 24 Parganas News: এই মন্দিরে বিরাজ করেন বাবা বজুরকিনাথ শিব। এই মন্দিরে মানত করলে মেলে সব সমস্যার সমাধান।
মথুরাপুর: জানেন কি, বড়াশির শিবমন্দিরের পাশে রয়েছে আশ্চর্য এক পুকুর। সেই পুকুরে স্নান করলে নানা মনস্কামনা পূরণ হয়। এমনটাই বিশ্বাস এলাকার মানুষের। না জানলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন মথুরাপুরের বড়াশি থেকে। অলৌকিক এই পুকুরে স্নান সেরে পুজোও দিতে পারেন পাশের মন্দিরে।
এই মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া না গেলেও, মনে করা হয় শশাঙ্কের আমলে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। পরে ইংরেজ আমলে জঙ্গল হাসিলের সময় সুন্দরবনের প্রাচীন এই মন্দির সর্বসমক্ষে আসে। বর্তমানে মন্দিরের সংস্কার করা হয়েছে।
আরও পড়ুনOffbeat Destination: পয়লা নম্বর টুরিস্ট স্পট! গরম পড়ার আগেই কুলপির পয়লা নম্বরে ঘুরে আসুন
এই মন্দিরে বিরাজ করেন বাবা বজুরকিনাথ শিব। স্থানীয়দের দাবি আগে মন্দিরের পাশ দিয়ে বাবা স্বয়ং হেঁটে যেতেন। এই মন্দিরে মানত করলে মেলে সব সমস্যার সমাধান। সমস্যার সমাধান হলে মন্দিরে ধাগা বাঁধার প্রচলন রয়েছে। মন্দিরের গায়ে সর্বত্র বাঁধা রয়েছে মনাস্কামনা করা ধাগা।
advertisement
advertisement
মন্দির সংক্রান্ত আরও একটি জনশ্রুতি এলাকায় প্রচলিত রয়েছে। স্থানীয়রা জানান এই এলাকায় আগে যখন জঙ্গল ছিল, তখন গরুর পাল এই মন্দিরের কাছে চলে আসত। এক রাখাল বালক গরুর খোঁজে মন্দিরের কাছে এসে দেখতে পান, গরুর পাল নিজেরাই দুধ দান করছেন।এরপর এলাকায় ছড়িয়ে পড়ে বাবার মাহাত্ম্যের কথা। শিবরাত্রি সহ বছরের একাধিক দিনে এই মন্দির সংলগ্ন এলাকায় হাজার হাজার পূণ্যার্থী ভিড় করেন। আপনিও অবশ্যই একবার ঘুরে আসুন এই মন্দির থেকে।
advertisement
নবাব মল্লিক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2024 10:06 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Wish Fulfill Pond: এক ডুবে মনস্কামনা পূরণ হবে, বড়াশির শিবমন্দিরের পাশে আশ্চর্য পুকুরের কথা জানলে গায়ে কাঁটা দেবে