Goa Assembly Eelction 2022: বিজেপির টিকিট পেলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে, ডাক কেজরিওয়ালের!

Last Updated:

Goa Assembly Eelction 2022: গোয়ায় বিজেপির প্রার্থীপদে উৎপল পারিক্করের নাম থাকে কিনা তা নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক মহলে কানাঘুষো শুরু হয়েছিল৷ তবে ঠাঁই হল না দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর ছেলের৷

উৎপলকে স্বাগত জানালেন কেজরি
উৎপলকে স্বাগত জানালেন কেজরি
পানাজি: গোয়ায় পরিবারতন্ত্র বজায় রাখল না বিজেপি (BJP)৷ আসন্ন বিধানসভা ভোটের (Goa Assembly Eelction 2022) প্রাক্কালে বৃহস্পতিবার প্রার্থিতালিকা প্রকাশ করল পদ্ম ব্রিগেড, শেষমেষ যেখানে ঠাঁই হল না প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের ছেলে (Manohar Parrikars Son) উৎপল পারিক্করের৷
এদিন গোয়ার ৪০টি আসনের মধ্যে ৩৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়৷ দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে প্রার্থিতালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোড়৷ উৎপলের নাম থাকে কিনা তা নিয়ে  কানাঘুষো চলছিলই৷ তবে ঠাঁই হল না দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর ছেলের৷ এ যেন খোদ দশরথের রাজত্বে রাম-বাদ৷ উৎপলের বাবা মনোহর ২৫ বছর ধরে পানাজি কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে এসেছেন৷ ফলে খুব স্বাভাবিক ভাবেই বাবার আসনের প্রতি টান ছিল ছেলের৷ সে গুড়ে আপাতত বালিই৷
advertisement
সুযোগ একেবারেই হাতছাড়া করেনি বিজেপি বিরোধী দলগুলি৷ তাঁকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ ট্যুইটে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিজেপির ইউস অ্যন্ড থ্রো পলিসির শিকার পারিক্কর পরিবার৷ উৎপল চাইলে আপ থেকে লড়তে পারেন৷ এনসিপি, কংগ্রেসও হাত বাড়িয়েই আছে৷
advertisement
সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই বিজেপি নেতৃত্বের সঙ্গে মনকষাকষি চলছিল উৎপলের৷ যার নেপথ্যে বাবার ছেড়ে যাওয়া পানাজি কেন্দ্রই৷ নিজ অবস্থানে অনড় থাকলেও উৎপলের দাবিকে কার্যত উড়িয়ে দিল গেরুয়া শিবির৷ বিজেপি যে তাঁকে টিকিট দেবে না, তা বোধহয় নিজেও আঁচ করেছিলেন উৎপল৷ দেবেন্দ্র ফড়নবীশের কথায় উৎপল প্রসঙ্গে উপেক্ষার মন্তব্যও এসেছে বারবার৷ পানাজির বর্তমান বিধায়কের জনপ্রিয়তাকে আটকানোই যে ফড়নবিশের উদ্দেশ্য তা তাঁর কথাতেই প্রকাশ পেয়েছে৷ দীর্ঘ ২৫ বছর ধরে যেই পানাজি আসনে তাঁর বাবার জিতেছেন, সেই আসনই হাতছাড়া হওয়ায় ক্ষুব্ধ মনোহরপুত্র৷
advertisement
তাঁকে টিকিট না দিয়ে বাবুশকে টিকিট দিয়েছে ভাজপা৷ এই বাবুশ মনোহরের মৃত্যুর পর ২০১৯-এ কংগ্রেসের টিকিটে জেতেন৷ পরে বিজেপিতে যোগ দেন৷ উৎপলকে বাদ দিয়ে এমন শিথিল প্রার্থী কেন, সে প্রশ্ন তুলতেও ভোলেননি উৎপল৷ প্রার্থী তালিকা প্রকাশের পরেই দেবেন্দ্র ফড়নবীশ জানিয়ে দিয়েছেন, কাজের মান দেখেই টিকিট বণ্টনের বিষয়টি স্থির করা হয়েছে৷ তবে শেষমেষ উৎপল কোন দলে যোগ দেন, সেদিকেই লক্ষ্য থাকবে রাজনৈতিক মহলের৷ ভোটের ঠিক আগে মনোহর-পুত্র দলবদল করলে তা যে বিজেপির পক্ষে বড়সড় ধাক্কা হতে পারে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না৷
advertisement
আরবসাগরের তীরের এই ছোট রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে প্রতি মুহূর্তে৷ শাসকদল বিজেপি এবার একক শক্তিতে লড়ছে৷ এই অবস্থায় উৎপল নিজের অবস্থান স্পষ্ট করলে তারপরে আরও পরিষ্কার হবে চিত্র৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Goa Assembly Eelction 2022: বিজেপির টিকিট পেলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে, ডাক কেজরিওয়ালের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement