Covid-19 Vaccine|| ৬ মাসে করোনা টিকার ৫ ডোজ নিয়েছেন বিজেপি নেতা! আসল ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড়...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
BJP leader given 5 doses of Covid vaccine: বিজেপি নেতা ইতিমধ্যেই ভ্যাকসিনের ৫টি ডোজ দিয়ে ফেলেছেন। ৬ নম্বর টিকা দেওয়ার জন্যও শিডিউল হয়ে গিয়েছে। সেই টিকা দেওয়ার লম্বা তালিকা প্রতিফলিত হচ্ছে তাঁর ভ্যাকসিন সার্টিফিকেটে (vaccination certificate)।
#লখনউ: দেশের কোটি কোটি মানুষ যখন ভ্যাকসিন পাওয়ার আশায় লম্বা লাইনে রাত কাটাচ্ছেন, কোথাও কোথাও করোনা (coronavirus) ভ্যাকসিনের (coronavirus vaccine) জোগান না থাকায় বন্ধ হয় যাচ্ছে টিকাকরণ প্রক্রিয়া। সেখানে এক বিজেপি নেতা (BJP booth level leader) ইতিমধ্যেই ভ্যাকসিনের ৫টি ডোজ দিয়ে ফেলেছেন। ৬ নম্বর টিকা দেওয়ার জন্যও শিডিউল হয়ে গিয়েছে। সেই টিকা দেওয়ার লম্বা তালিকা প্রতিফলিত হচ্ছে তাঁর ভ্যাকসিন সার্টিফিকেটে (vaccination certificate)। এমনই এক ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের সারধানা এলাকায় (Sardhana area)। কিন্তু, না এরকম কিছু সত্যি সত্যি ঘটেনি।
সারধানা এলাকার ৭৯ নম্বর বুথের বিজেপির সভাপতি রামপাল সিং (Rampal Singh) (৭৩)। তিনি বিজেপির সংগঠন হিন্দু যুব বাহিনীরও সদস্য। জানা গিয়েছে, এ দিন বর্ষীয়ান নেতা রামপাল সিং ভ্যাকসিন সার্টিফিকেট (vaccination certificate) ডাউনলোড (vaccination certificate downloaded) করতেই চোখ কপালে ওঠে তাঁর। তাঁর সার্টিফিকেটে লেখা ছিল তিনি ইতিমধ্যেই টিকার ৫টি ডোজ নিয়ে ফেলেছেন। এই ঘটনায় তিনি রাজ্যের স্বাস্থ্য দফতরকেই (health department) দায়ী করেছেন। এমন গর্হিত অপরাধের জন্য তিনি পুলিশে অভিযোগও দায়ের করেছেন। কীভাবে এমন নজিরবিহীন ঘটনা ঘটল, তার তদন্ত (probe has been launched) শুরু হয়েছে।
advertisement
রামপাল সিং (Rampal Singh) জানিয়েছেন, তিনি ১৬ মার্চ করোনা টিকার (coronavirus vaccine) প্রথম ডোজ নেন। মে মাসের ৮ তারিখে ছিল তাঁর দ্বতীয় ডোজ। কিন্তু যখন তিনি অফিসিয়াল পোর্টাল থেকে সার্টিফিকেট (vaccination certificate) ডাউনলোড করেন, তখন দেখেন সেখানে তাঁর পাঁচটি টিকা নেওয়ার উল্লেখ রয়েছে। পরের টিকাটি ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারি মাসের মধ্যে নেওয়ার জন্য শিডিউল করা রয়েছে। সার্টিফিকেট অনুযায়ী তিনি প্রথম টিকা নিয়েছেন ১৬ মার্চ। দ্বিতীয় টিকা নিয়েছেন ৮ মে, তৃতীয়টি নিয়েছেন ১৫ মে এবং চতুর্থ এবং পঞ্চম টিকাটি নিয়েছেন ১৫ সেপ্টেম্বরে।
advertisement
advertisement
রামপাল সিং জানিয়েছেন, সার্টিফিকেট (vaccination certificate) ডাউনলোড করার পরেই তিনি চিফ মেডিক্যাল অফিসার (Chief Medical Officer) অখিলেশ মোহনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানিয়েছেন, এটাই প্রথম যার সার্টিফিকেটে দু'বারের বেশি টিকা (coronavirus vaccine) নেওয়ার উল্লেখ রয়েছে। জেলার ইমিউনাইজেশন অফিসার প্রবীন গৌতমকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র আছে কিনা, তা দেখা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2021 9:36 AM IST