Cow Urine: "ঘরে গোমূত্র ছিটিয়ে দিলেই কেটে যাবে বাস্তুর দোষ", দাবি উত্তরপ্রদেশের পশুপালন মন্ত্রীর
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
UP animal husbandry Minister Dharampal Singh: শুধু গোমূত্র না গোবর বিষয়েও খানিক একই কথা বলেছেন তিনি। ধরমপালের কথা, লক্ষ্মী গোবরে বাস করেন।
#উত্তরপ্রদেশ: গোমূত্র বিষয়ে কেন্দ্রে ক্ষমতাসীন দলের নেতাদের তরফে নানান মন্তব্য নতুন নয়। উত্তরপ্রদেশের মন্ত্রী ধরমপাল সিং সম্প্রতি ফের গোমূত্র নিয়ে নয়া চর্চার জন্ম দিয়েছেন এক মন্তব্যের মাধ্যমে। শুক্রবার ধরমপাল সিং বলেন, “গোমূত্র ছিটোলে ঘরের বাধা দূর হবে!” এখানেই শেষ নয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পশুপালন মন্ত্রী ধরমপাল বলেন, দেবী গঙ্গা নাকি “গরুর মূত্রেই বাস করেন।” মন্ত্রী বলেন, “ঘরে গোমূত্র ছিটিয়ে দিলে বাস্তুর ত্রুটি বা অন্য কোনও বাধা দূর হয়।” শুধু গোমূত্র না গোবর বিষয়েও খানিক একই কথা বলেছেন তিনি। ধরমপালের কথা, লক্ষ্মী গোবরে বাস করেন।
গবাদি পশুদের জন্য তৈরি করা আশ্রয়কেন্দ্রে গরুর দুর্দশার প্রশ্ন উঠলে পশুপালন মন্ত্রী জানান, তাঁর সরকার গরুর আশ্রয়কেন্দ্রের উন্নয়নে প্রতিনিয়ত সচেষ্ট রয়েছে এবং অচিরেই এই সমস্যার সমাধান করা হবে।
advertisement
বান্দার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মন্ত্রী দলীয় কর্মী এবং বিধায়কদের সঙ্গেও দেখা করেন। পরে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং গরুর আশ্রয় কেন্দ্রের বিষয়ে দিকনির্দেশনা দেন।
advertisement
অন্যদিকে, শুক্রবার যোগী আদিত্যনাথ জানান, সমস্ত ধর্ম মানুষকে আসলে একই গন্তব্যে নিয়ে যায়। সব মানুষকেই ধর্মের পথ অনুসরণ করার আহ্বানও জানান আদিত্যনাথ। বারাণসীতে দু’দিনের সফরে গিয়েছেন যোগী আদিত্যনাথ। বারাণসীর জঙ্গমবাড়ি মঠে আয়োজিত বীর শৈব সম্মেলনে শ্রী কাশী পীঠের ৮৭ তম জগদগুরু হিসাবে ডক্টর মল্লিকার্জুন শিবাচার্য স্বামীর পট্টাভিষেক অনুষ্ঠানে যোগদান করেন যোগী।
advertisement
আদিত্যনাথ সেই অনুষ্ঠানে যোগ দিয়ে জানান, ভারতে বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও জাতি রয়েছে। “এগুলি আসলে একই গন্তব্যে পৌঁছনোর বিভিন্ন রাস্তা। সকলের লক্ষ্য একই ‘বসুধৈব কুটুম্বকম’, যা আমাদের সকলকে সংযুক্ত করতে কাজ করে। আমাদের সকলের সর্বদা ধর্মের পথে চলা উচিত,” বলেন যোগী আদিত্যনাথ। যোগী আরও বলেন, “যখন একটি দেশ শক্তিশালী হয় তখন তার ধর্মও শক্তিশালী হয়।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2022 3:14 PM IST