New COVID-19 Cases In India: আরও ১১ জনের কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু! দেশে কোভিডে মৃত মোট ৫,২৪,২০১ জন
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Covid Vaccination in India: ভারতের প্রথম দেশীয় mRNA Covid-19 ভ্যাকসিন প্রযুক্তি তৈরি করল সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি (CCMB)
#Covid-19 in India: গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হলেন ২,৮৫৮ জন। এই নিয়ে মোট করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়ে এখন ৪,৩১,১৯,১১২। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, সক্রিয় সংক্রমণের সংখ্যা কমে ১৮,০৯৬। কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে ১১ জনের। দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে এখন ৫,২৪,২০১। সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.০৪ শতাংশ। COVID-19 কে হারিয়ে সেরে ওঠার হার ৯৮.৭৪ শতাংশ। শুক্রবার দিল্লিতে ৮৯৯ টি নতুন কোভিড সংক্রমণের তথ্য মিলেছে এবং আরও চারটি মৃত্যুর খবও পাওয়া গিয়েছে, যা গত দুই মাসে একদিনে ঘটা মৃত্যুর মধ্যে সর্বোচ্চ। কোভিড পজিটিভিটির হার ৩.৩৪ শতাংশ, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
এরই মধ্যে, ভারতের প্রথম দেশীয় mRNA Covid-19 ভ্যাকসিন প্রযুক্তি তৈরি করল সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি (CCMB)। এই প্রযুক্তি করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে ব্যবহার করা যায় কী না তা পরীক্ষা করা হবে। বর্তমানে প্রাক-ক্লিনিক্যাল বিশ্লেষণ পর্যায়ে রয়েছে এটি। কোভিড-১৯-এর বিরুদ্ধে প্রায় ৯০% কার্যকরী, mRNA Covid-19 ভ্যাকসিন ম্যালেরিয়া, ডেঙ্গু এবং যক্ষ্মা রোগের মোকাবিলা করতেও ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন।
advertisement
advertisement
“CCMB-এর সঙ্গে সংযুক্ত অটল ইনকিউবেশন সেন্টারের দলটি প্রকল্প শুরুর এক বছরের মধ্যেই ভ্যাকসিনের বিকাশে নেতৃত্ব দিয়েছিল,” TOI-কে জানিয়েছেন CCMB-এর ডিরেক্টর ডক্টর বিনয় নান্দিকুরি৷ অন্যদিকে, পুণের ভ্যাকসিন প্রস্তুতকারী জেনোভা বায়োফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে এমআরএনএ ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল বিধি লঙ্ঘনের ঘটনায় অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
advertisement
GEMCOVAC-19 নামে পরিচিত ভ্যাকসিনটি দেশের প্রথম দেশীয় mRNA কোভিড-১৯ ভ্যাকসিন। এটি তাপ স্থিতিশীল এবং স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যতের অনেক কিছুই বদলে দিতে পারে এই ভ্যাকসিন।
মার্চ মাসে জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে জেনোভা তার এমআরএনএ কোভিড ভ্যাকসিনের অন্তর্বর্তীকালীন তথ্য কাছে জমা দেওয়ার সময়, ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) ট্রায়াল প্রোটোকলের অন্তত পাঁচটি পরিবর্তন লক্ষ্য করে যা কোনও অনুমোদন ছাড়াই করা হয়েছিল।
advertisement
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের একজন শীর্ষ আধিকারিক বলেন, “এমনকি বিষয় বিশেষজ্ঞ কমিটির (এসইসি) নজরেও পড়েনি পরিবর্তনগুলি এবং আরও বিশদে জানতে এখন ওই সংস্থার সঙ্গে আলোচনা চলছে। বিধি লঙ্ঘনের বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2022 1:26 PM IST