Union Budget 2024-25: ২৩ জুলাই বাজেট, জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী! জমজমাট অধিবেশনের অপেক্ষায় সংসদ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Union Budget 2024-25: অবশেষে বাজেটের দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র। সরকার গঠন হওয়ার পরেই কবে পরবর্তী বাজেট পেশ হবে তা নিয়ে উৎকণ্ঠা ছিল সাধারণ মানুষের মধ্যে।
নয়াদিল্লি: অবশেষে বাজেটের দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র। সরকার গঠন হওয়ার পরেই কবে পরবর্তী বাজেট পেশ হবে তা নিয়ে উৎকণ্ঠা ছিল সাধারণ মানুষের মধ্যে। শনিবার দেশের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু এক্স হ্যান্ডলে বাজেটের দিনক্ষণ ঘোষণা করেন।
জানা গিয়েছে চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হবে বাজেট অধিবেশন। চলবে ২২ অগস্ট পর্যন্ত। ভারত সরকারের তরফে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছিল। রাষ্ট্রপতি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে। সেই সঙ্গে জানা গিয়েছে ২৩ জুলাই লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
advertisement
advertisement
প্রসঙ্গত, সরকার গঠন হওয়ার পরে এবারই প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী সীতারামন। এর আগে বিজেপি সরকারের আমলে যে ক’টি বাজেট পেশ করা হয়েছে সবক’টিই ক্ষেত্রেই সরকারে একক সংখ্যাগরিষ্ঠ ছিল বিজেপির। এবার শরিকদের সাহায্যেই সরকার গঠন করতে হয়েছে বিজেপিকে। সেই হিসাবে দেখতে গেলে ২০১৪ সাল থেকে এবারই প্রথম এনডিএ জোট সরকারের প্রত়িনিধি হিসাবে বাজেট পড়বেন নির্মলা সীতারামন। কেমন হবে এবারের বাজেট সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। অনেকেরই আশা এবারের বাজেট অন্যান্য বারের তুলনায় জনমোহিনী হতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2024 4:21 PM IST