Union Budget 2024 Highlights (ইউনিয়ন বাজেট ২০২৪) : মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। তৃতীয় মোদি সরকারের প্রথম এবং অর্থমন্ত্রী হিসেবে নির্মলার সপ্তম বাজেট এটা। আর্থিক সুরাহার পাশাপাশি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর রূপরেখা থাকবে বলে আশা করা হচ্ছে। দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে পরপর সাতবার বাজেট পেশ করার রেকর্ড গড়লেন নির্মলা সীতারমণ।
২০২৪-২৫ কেন্দ্রীয় বাজেটের লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাবতীয় বিশ্লেষণ সহ CNN-News 18 এবং News 18 টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে বাজেট। এছাড়া ইন্ডিয়া বাজেটের ওয়েবসাইট, সংসদ টিভি এবং দূরদর্শনের টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে বাজেট বক্তৃতার লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে।
কেন্দ্রের বাজেটে বাংলার প্রাপ্তি শূন্য। ফের মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ।
বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা বাকি। কিছুই দিল না কেন্দ্র। বরাদ্দ বঞ্চনায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়।
বন্যা প্রতিরোধে বাজেটে বিশেষ ঘোষণা। বিহারের জন্য এগারো হাজার পাঁচশ কোটি। অসমকেও বিশেষ সাহায্য। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের জন্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷
পূর্বের রাজ্যে নজর বাজেটে। পরিকাঠামো উন্নয়নে জোর।বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গের উন্নয়নে জোর। কলকাতা-অমৃতসর অর্থনৈতিক করিডরের সূচনা।
শরিক নির্ভর তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট। নায়ডু-নীতীশের রাজ্যে ঢালাও ঘোষণা। বিহারে সড়ক, বিদ্যুৎ, বিমানবন্দরে বরাদ্দ কয়েক হাজার কোটি। অন্ধ্রপ্রদেশকে পনেরো হাজার কোটি বাড়তি বরাদ্দ। সরকার বাঁচানোর লক্ষ্যে বাজেট। তোপ বিরোধীদের।
তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট। বাজেটের প্রশংসায় প্রধানমন্ত্রী। তার দাবি, এই বাজেট দেশের সর্বস্তরের মানুষের জন্য। দেশের উন্নয়নের পক্ষে শক্তিশালী ভিত। গরিব থেকে মধ্যবিত্ত। মহিলা থেকে কষক ও তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার বাজেট। মন্তব্য নরেন্দ্র মোদির।
দাম কমল সোনা-রুপোর। দাম কমল মোবাইল ফোন, প্লাটিনাম, সোলার প্যানেলের। তামার দাম কমতে পারে। ক্যানসারের ওষুধের দাম কমছে। দাম বাড়ল প্লাস্টিকজাত দ্রব্য ও পিভিসি ফ্লেক্স।
বাজেটে আবাস যোজনায় জোর অর্থমন্ত্রীর। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি তৈরির ঘোষণা নির্মলা সীতারমণের।
পরিকাঠামো উন্নয়নে জোর কেন্দ্রের। চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে ১১.১১ লক্ষ কোটি টাকা। এই টাকা ভারতের জিডিপি-র ৩.৪ শতাংশ। পরিকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগেও উৎসাহ দেওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী। অন্যান্য দেশের প্রেক্ষিতে দেশের অর্থনীতি মজবুত জায়গায় রয়েছে। দাবি অর্থমন্ত্রীর।
বাংলাকে বঞ্চনার বাজেট। সম্পূর্ণ ব্যর্থ বাজেট। জিরো গ্যারান্টির বাজেট। অন্য রাজ্যে ঢালাও ঘোষণা হলেও বাংলাকে বঞ্চনা করা হল। বাজেট প্রতিক্রিয়া অভিষেকের।
ভারতকে বিশ্বের পর্যটন মানচিত্রে শীর্ষে তুলে ধরার কথা জানালেন অর্থমন্ত্রী। পর্যটন সংক্রান্ত অধিকাংশ প্রকল্পই যেতে চলেছে বিহারে। নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগির এবং নালন্দাকে।
আয়করে কিছুটা ছাড়। নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ল। ৫০ হাজার টাকা থেকে বেড়ে ৭৫ হাজার টাকা ছাড় ঘোষণা অর্থমন্ত্রীর। বার্ষিক ৩ লক্ষ পর্যন্ত আয় করমুক্ত। ৩-৭ লক্ষ আয়ে ৫ শতাংশ করের ঘোষণা। ৭-১০ লক্ষ আয়ে ১০ শতাংশ কর দিতে হবে। তবে পুরনো কর কাঠামো অপরিবর্তিত থাকছে।
নতুন আয়কর কাঠামোয় কী বদল হল-
কমল, মোবাইল ফোন, সোনা,রুপো,প্লাটিনাম,চামড়াজাত দ্রব্য, সোলার প্যানেল অন্যদিকে বাড়ল প্লাস্টিক, PVC ফ্লেক্সের দাম ৷
তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট সম্পূর্ণ ব্যর্থ। বাংলাকে বঞ্চনার বাজেট। সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়।