Vantara: বন্যপ্রাণ পালন এবং সংরক্ষণে সম্পূর্ণ বৈধ বনতারা! নিশ্চিত করল জাতিসংঘ, বিশ্বমঞ্চে পেল প্রংশসা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Vantara: জাতিসংঘের ওয়াইল্ডলাইফ ট্রেড বডি বদলে ফেলল আগের সুপারিশ। অনন্ত আম্বানির বনতারার জন্য বিপন্ন বন্য প্রাণী ভারতে আমদানি করতে বাধার নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ।
কলকাতা: জাতিসংঘের ওয়াইল্ডলাইফ ট্রেড বডি বদলে ফেলল আগের সুপারিশ। অনন্ত আম্বানির বনতারার জন্য বিপন্ন বন্য প্রাণী ভারতে আমদানি করতে বাধার নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ। রয়টার্স সূত্রে জানা গিয়েছে, কনভেনশন অন ইন্টারন্যাশানাল ট্রেড ইন এনডেঞ্জারার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা এবং ফ্লোরা (CITES) বদলে দিয়েছে সুপারিশ। ভারত, আমেরিকা এবং ব্রাজিল-সহ কিছু দেশ জানায় খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভারতে অবৈধভাবে পশু আমদানির কোনও প্রমাণও নেই।
রবিবার ছিল CITES-এর ২০তম সম্মেলন (conference of the parties)। এতে অংশগ্রহণকারী CITES-এর অন্তর্গত সদস্য দেশগুলি ভারতের অবস্থানকে জোরালোভাবে সমর্থন করেছে। নিশ্চিত করেছে যে প্রাণী আমদানির বিষয়ে ভারতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার মতো কোনও প্রমাণ বা কারণ নেই।
advertisement
advertisement
ফলে বনতারার আইনসম্মত, স্বচ্ছ এবং বিজ্ঞানভিত্তিক বন্যপ্রাণী সংরক্ষণের মডেলকে উচ্চ প্রশংসার সঙ্গে স্বীকৃতি মিলেছে। আবারও প্রমাণ করেছে যে এটি আন্তর্জাতিক নিয়ম মেনে চলে এবং বিশ্বের সবচেয়ে নৈতিকভাবে পরিচালিত এবং পেশাদারভাবে পরিচালিত বন্যপ্রাণ সংরক্ষণ সেন্টার (wildlife conservation centre)-গুলোর মধ্যে অন্যতম।
CITES-এর Standing Committee-তে ৩০ সেপ্টেম্বর ২০২৫-এ জমা দেওয়া হয়েছে একটি রিপোর্ট। এই রিপোর্টে বনতারাকে বিশ্বমানের, হিতকর উদ্দেশ্যে (welfare-driven) তৈরি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছে। রিপোর্টে এও বলা হয়েছে এই প্রতিষ্ঠানের আধুনিক মানের পরিকাঠামো, উন্নত পশু চিকিৎসার ব্যবস্থা এবং উদ্ধার ও পুনর্বাসন ব্যবস্থা রয়েছে৷ তারা নিশ্চিত করেছে বনতারার কাজ প্রাণী সংরক্ষণকে কেন্দ্র করে এখানে কোনও ধরনের বাণিজ্যিক পশু ব্যবসা হয় না৷ রিপোর্টে CITES-এর পদ্ধতির সঙ্গে বনতারার উন্মুক্ততা, সহযোগিতার প্রশংসা করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন: বন্ধু সহকর্মীর নৃশংস রূপ! বিরতির সময় বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মহিলাকে ধ*র্ষ*ণে অভিযুক্ত পাইলট
রবিবার Standing Committee-তে আলোচনায় বিশাল সংখ্যাগরিষ্ঠতা ভারতের অবস্থানকে সমর্থন করেছে দেশগুলি৷ বিশ্ব সম্প্রদায় কার্যত বনতারার সততা এবং উদ্দেশ্যকে ফের স্বীকৃতি দেওয়া হয়েছে৷ এই ফলাফল ভারসাম্য ফিরিয়ে এনেছে৷ বনতারা সম্পর্কে ভুল ধারণার অবসান হয়েছে৷ এবং স্পষ্টভাবে দেখিয়েছে বনতারা বন্যপ্রাণের সংরক্ষণ, প্রতিপালন এবং যত্নের দিকে সঠিক ভাবে মনোযোগ দেয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2025 7:27 PM IST

