Ukraine Crisis : ইউক্রেন-রাশিয়া পরিস্থিতিতে ভারতের অবস্থান কী? আজ দুপুরেই মোদির সভাপতিত্বে বৈঠক
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
বিভিন্ন মহল থেকে রাশিয়ার আনুষ্ঠানিক নিন্দা করার জন্য ভারতের উপর চাপ বাড়ছে। ইউক্রেনে (Ukraine Crisis) রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান কী হবে এদিনের বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
#নয়াদিল্লি : ইউক্রেন (Ukraine Crisis) নিয়ে আলোচনা করতে আজ দুপুরে বৈঠকে বসছে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত থাকবেন নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে। এছাড়াও আর্থিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন মহল থেকে রাশিয়ার আনুষ্ঠানিক নিন্দা করার জন্য ভারতের উপর চাপ বাড়ছে। ইউক্রেনে (Ukraine Crisis) রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান কী হবে এদিনের বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। এছাড়াও ইউক্রেনের আটকে পড়া ভারতীয়দের ফেরানো নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
ইউক্রেনের (Ukraine Crisis) নো-ফ্লাই জোন জারি হওয়ার ফলে ভারতীয়দের ফেরানোর কাজ থমকে গিয়েছে। স্লোভাকিয়া রোমানিয়ার মতো দেশগুলির মধ্যো দিয়ে সেখানে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। আজ সকাল দশটা পঁয়তাল্লিশ নাগাদ বুচারেস্ট রওনা হয় ভারতীয় বিমান। এছাড়াও বিকেল ৪.২৫ মিনিটে বুদাপেস্টের উদ্দেশ্যে আরেকটি বিমান রওনা হবে। ইউক্রেনের বহু ভারতীয় পড়ুয়া ইতিমধ্যেই রোমানিয়ায় চলে এসেছেন।
advertisement
advertisement
আজকের বিমানে ইউক্রেন (Ukraine Crisis) থেকে রোমানিয়া হয়ে ফেরানো হবে ৪৭০ জন ভারতীয় পড়ুয়াকে। ইউক্রেনে ভারতীয় দূতাবাসের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে পূর্ব ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের আপাতত ঘরের মধ্যে থাকতে হবে। যে সমস্ত পড়ুয়া আগাম যোগাযোগ না করে প্রতিবেশী দেশগুলির সীমানার দিকে রওনা হচ্ছেন তাদের সীমান্ত পার করানো মুশকিল হবে।
advertisement
প্রতিবেশী দেশগুলির মাধ্যমে ভারতীয়দের ফেরানোর চেষ্টা শুরু হলেও বেশকিছু সীমান্ত চেকপোস্ট স্পর্শকাতর পরিস্থিতি রয়েছে। সেই সমস্ত জায়গাগুলি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে কথা বলছে ভারত সরকার। নির্দেশিকা জারি করে বলা হয়েছে ভারত সরকারের কোনও আধিকারিক অথবা দূতাবাসের সঙ্গে সমন্বয় বা যোগাযোগ না রেখে কেউ যেন ইউক্রেন সীমান্তের দিকে না যান। যে সমস্ত পড়ুয়া ভারতে ফিরতে চান তাদের ভারতীয় দূতাবাস এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
advertisement
RAJIB CHAKRABORTY
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2022 1:07 PM IST