UGC-NET Paper Leak Case: ভয়ঙ্কর বিহার! UGC-নেট দুর্নীতির তদন্তে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা CBI-এর! আঁতকে উঠল দেশ

Last Updated:

UGC-NET Paper Leak Case: UGC-NET-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার তদন্ত করতে নেমে আক্রান্ত সিবিআই। রবিবার এই ঘটনা ঘটে বিহারের নাবাদা জেলার কাসিয়াদিহ গ্রামে।

বিহারে আক্রান্ত সিবিআই
বিহারে আক্রান্ত সিবিআই
কলকাতা: UGC-NET-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার তদন্ত করতে নেমে আক্রান্ত সিবিআই। রবিবার এই ঘটনা ঘটে বিহারের নাবাদা জেলার কাসিয়াদিহ গ্রামে। অভিযোগ, সিবিআইয়ের গাড়ি গ্রামে ঢোকামাত্র সেই গাড়ি ঘিরে ধরেন গ্রামের বহু মানুষ। ভাঙচুর করা হয় তাঁদের গাড়ি। অভিযোগ, প্রায় ২০০ জন গ্রামবাসী ঘিরে ধরেন সিবিআই আধিকারিকদের।
এদিকে হামলার খবর পেয়ে রাজৌলি থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে চার সিবিআই অফিসারকে উদ্ধার করে। এই ঘটনায় এফআইআর নথিভুক্ত করা হয়। চারজনকে গ্রেফতারও করা হয়। প্রায় ২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। স্থানীয় এসডিপিও জানান, সিবিআই দল একটি বাড়িতে অভিযান চালাতে গিয়েছিল, একটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: টানা ৩ দিন বিদেশের হোটেল-রুম থেকে বেরোননি সারা-সুশান্ত, আজও সুশান্তের জন্য কাঁদেন সারা! কেন?
তারপরই সিবিআইয়ের গাড়ি ঘিরে ধরে লাঠিসোটা নিয়ে আধিকারিকদের উপরে চড়াও হয়। গ্রামবাসীরাও সিবিআইকে আক্রমণ করে। গত মঙ্গলবার বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা এবং গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট হয়। কিন্তু প্রশ্নফাঁসের অভিযোগে বুধবারই পরীক্ষাটি বাতিল করা হয়। আতান্তরে পড়েন পরীক্ষার্থীরা। কেন্দ্র জানিয়ে দেয়, নেট-এ অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআই-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক।
advertisement
advertisement
পরীক্ষার এক দিন পর নেট বাতিল করে দেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন,’পরীক্ষার পরের দিন বিকেল ৩টে নাগাদ আমরা জানতে পারি, ডার্ক নেটে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল পরীক্ষার আগেই। মূল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখা হয় এবং ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে তা মিলে যায়। এর পরেই আমরা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। টেলিগ্রামের মতো অ্যাপগুলির উপর নজরদারি চালানো কঠিন। প্রশ্নফাঁসে সেই ধরনের অ্যাপই ব্যবহৃত হয়েছে। স্বচ্ছতার সঙ্গে আমরা আপস করব না।’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
UGC-NET Paper Leak Case: ভয়ঙ্কর বিহার! UGC-নেট দুর্নীতির তদন্তে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা CBI-এর! আঁতকে উঠল দেশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement