Maharashtra government in crisis: খোঁজ নেই এক মন্ত্রী, এগারো বিধায়কের! মহারাষ্ট্রে হঠাৎ সঙ্কটে উদ্ধব ঠাকরের সরকার

Last Updated:

সোমবার মহারাষ্ট্রে বিধান পরিষদ ভোটে জোরালো ধাক্কা খেয়েছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকার৷

সঙ্কটে উদ্ধব ঠাকরে সরকার৷
সঙ্কটে উদ্ধব ঠাকরে সরকার৷
#মুম্বাই: মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকার কি সঙ্কটে? সেই সম্ভাবনাই প্রবল৷ কারণ মহারাষ্ট্রের নগরোন্নায়ন মন্ত্রী একনাথ শিন্ডে ছাড়াও এগারো জন শিবসেনা বিধায়কের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না বলে খবর৷
সোমবার মহারাষ্ট্রে বিধান পরিষদ ভোটে জোরালো ধাক্কা খেয়েছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকার৷ তার পরেই রাজ্যের মন্ত্রী সহ এগারো জন শিবসেনা বিধায়ক এ ভাবে দলের সঙ্গে যোগাযোগ ছিন্ন করায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ সূত্রের খবর, একনাথ শিন্ডে এবং বাকি বিধায়করা এই মুহূর্তে গুজরাতের সুরাতের একটি নামী পাঁচ তারা হোটেলে ঘাঁটি গেড়েছেন৷ সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ নাকি একটি চার্টার্ড বিমানে তাঁদের সবাইকে গুজরাতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়৷ সবমিলিয়ে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকারের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে৷
advertisement
advertisement
সোমবার মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনের ফল ঘোষণা হয়৷ দেখা যায়, বিধায়ক সংখ্যা কম থাকা সত্ত্বেও পাঁচটি আসন দখল করে বিজেপি৷ সেখানে মাত্র দু'টি করে আসন জিততে সক্ষম হয় শিব সেনা এবং এনসিপি৷ কংগ্রেস জেতে একটি আসনে৷ সংখ্যার নিরিখে কংগ্রেসের চন্দ্রকান্ত হান্ডোরের জয় নিশ্চিত হলেও তিনি হেরে যান৷  এর পরেই শাসক জোটের অন্দরে বিদ্রোহের সম্ভাবনা জোরালো হয়৷
advertisement
মহারাষ্ট্র বিধানসভায় এই মুহূর্তে বিজেপি-র ১০৬ জন বিধায়ক রয়েছেন৷ বিধান পরিষদ নির্বাচনের ফলের বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, কুড়িটি অতিরিক্ত ভোট পেয়েছে বিজেপি৷ এই পরিস্থিতিতে উদ্ধব সরকারের পতন ঘটাতে বিজেপি-র এগারো জন বিধায়কের সমর্থন প্রয়োজন৷ সেই ১১ জন বিধায়কই আপাতত ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ায় শিবসেনা নেতৃত্বের উদ্বেগ বেড়েছে৷
বিস্তারিত আসছে...
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra government in crisis: খোঁজ নেই এক মন্ত্রী, এগারো বিধায়কের! মহারাষ্ট্রে হঠাৎ সঙ্কটে উদ্ধব ঠাকরের সরকার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement