ED summons Rahul Gandhi again today: চার দিনে ৪০ ঘণ্টা জেরাতেও রেহাই নেই, আজ ফের রাহুলকে তলব ইডি-র

Last Updated:

গতকালই রাহুল গান্ধিকে দীর্ঘক্ষণ জেরা করেছিল ইডি৷ রাত বারোটার কিছু আগে ইডি দফতর থেকে ছাড়া পান তিনি৷

রাহুল গান্ধি৷
রাহুল গান্ধি৷
#কলকাতা: চার দিনে চল্লিশ ঘণ্টা জেরা হয়ে গিয়েছে৷ কিন্তু তার পরেও রাহুল গান্ধির জবাবে সন্তুষ্ট নয় ইডি৷ আজ, মঙ্গলবার কংগ্রেস নেতাকে ফের ইডি দফতরে তলব করা হয়েছে বলেই খবর৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক তছরূপের অভিযোগে রাহুল গান্ধিকে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
গতকালই রাহুল গান্ধিকে দীর্ঘক্ষণ জেরা করেছিল ইডি৷ রাত বারোটার কিছু আগে ইডি দফতর থেকে ছাড়া পান তিনি৷ তার পর আজ ফের তাঁকে তলব করা হয়েছে৷
advertisement
এর আগে গত সপ্তাহে সোমবার থেকে বুধবার পর্যন্ত রাহুল গান্ধিকে তিরিশ ঘণ্টা জেরা করে ইডি৷ কিন্তু মা সনিয়া গান্ধি হাসপাতালে ভর্তি থাকায় মাঝে কয়েকদিন জেরায় বিরতি দেওয়া হয়৷ ফের গতকাল ইডি দফতরে হাজিরা দেন কংগ্রেস নেতা৷
advertisement
সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সনিয়া গান্ধি৷ কোভিড পরবর্তী বেশ কিছু সমস্যায় ভুগছিলেন তিনি৷ অসুস্থতার কারণে আগামী ২৩ জুন পর্যন্ত তাঁকে হাজিরা দেওয়ার সময় দিয়েছে ইডি৷
ন্যাশনাল হেরাল্ড মামলায় গান্ধিদের ভূমিকা খতিয়ে দেখছে ইডি৷ কংগ্রেেসর মুখপাত্র ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র যে সংস্থা চালাতো, সেই এজেএল-কে অধিগ্রহণ করে ইয়ং ইন্ডিয়ান৷ ইয়ং ইন্ডিয়ান এজেএল-এর প্রায় ৮০০ কোটির সম্পত্তি অধিগ্রহণ করে বলে দাবি আয়কর দফতরের৷ তাদের অভিযোগ, এর জন্য ইয়ং ইন্ডিয়ানের শেয়ার হোল্ডার রাহুল এবং সনিয়া গান্ধিকে কর দিতে হবে৷ কংগ্রেস পাল্টা দাবি করেছে, ইয়ং ইন্ডিয়ান একটি অলাভজনক প্রতিষ্ঠান৷ ফলে এই সংস্থার সম্পদ থেেক শেয়ার হোল্ডারদের কোনও আর্থিক লাভ হয় না৷
advertisement
ইডি-র অভিযোগ, ইয়ং ইন্ডিয়ান সংস্থা কোনও সমাজ সেবামূলক কাজ করেনি৷ শুধুমাত্র এজেএল-এর ঋণ পরিশোধ করেছে৷ কংগ্রেস আবার যুক্তি দিয়েছে, সংবাদপত্র চালানোটাই সমাজসেবার মধ্যে পড়ে৷ আয়কর দফতরে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলাও চলছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
ED summons Rahul Gandhi again today: চার দিনে ৪০ ঘণ্টা জেরাতেও রেহাই নেই, আজ ফের রাহুলকে তলব ইডি-র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement