ED summons Rahul Gandhi again today: চার দিনে ৪০ ঘণ্টা জেরাতেও রেহাই নেই, আজ ফের রাহুলকে তলব ইডি-র

Last Updated:

গতকালই রাহুল গান্ধিকে দীর্ঘক্ষণ জেরা করেছিল ইডি৷ রাত বারোটার কিছু আগে ইডি দফতর থেকে ছাড়া পান তিনি৷

রাহুল গান্ধি৷
রাহুল গান্ধি৷
#কলকাতা: চার দিনে চল্লিশ ঘণ্টা জেরা হয়ে গিয়েছে৷ কিন্তু তার পরেও রাহুল গান্ধির জবাবে সন্তুষ্ট নয় ইডি৷ আজ, মঙ্গলবার কংগ্রেস নেতাকে ফের ইডি দফতরে তলব করা হয়েছে বলেই খবর৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক তছরূপের অভিযোগে রাহুল গান্ধিকে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
গতকালই রাহুল গান্ধিকে দীর্ঘক্ষণ জেরা করেছিল ইডি৷ রাত বারোটার কিছু আগে ইডি দফতর থেকে ছাড়া পান তিনি৷ তার পর আজ ফের তাঁকে তলব করা হয়েছে৷
advertisement
এর আগে গত সপ্তাহে সোমবার থেকে বুধবার পর্যন্ত রাহুল গান্ধিকে তিরিশ ঘণ্টা জেরা করে ইডি৷ কিন্তু মা সনিয়া গান্ধি হাসপাতালে ভর্তি থাকায় মাঝে কয়েকদিন জেরায় বিরতি দেওয়া হয়৷ ফের গতকাল ইডি দফতরে হাজিরা দেন কংগ্রেস নেতা৷
advertisement
সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সনিয়া গান্ধি৷ কোভিড পরবর্তী বেশ কিছু সমস্যায় ভুগছিলেন তিনি৷ অসুস্থতার কারণে আগামী ২৩ জুন পর্যন্ত তাঁকে হাজিরা দেওয়ার সময় দিয়েছে ইডি৷
ন্যাশনাল হেরাল্ড মামলায় গান্ধিদের ভূমিকা খতিয়ে দেখছে ইডি৷ কংগ্রেেসর মুখপাত্র ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র যে সংস্থা চালাতো, সেই এজেএল-কে অধিগ্রহণ করে ইয়ং ইন্ডিয়ান৷ ইয়ং ইন্ডিয়ান এজেএল-এর প্রায় ৮০০ কোটির সম্পত্তি অধিগ্রহণ করে বলে দাবি আয়কর দফতরের৷ তাদের অভিযোগ, এর জন্য ইয়ং ইন্ডিয়ানের শেয়ার হোল্ডার রাহুল এবং সনিয়া গান্ধিকে কর দিতে হবে৷ কংগ্রেস পাল্টা দাবি করেছে, ইয়ং ইন্ডিয়ান একটি অলাভজনক প্রতিষ্ঠান৷ ফলে এই সংস্থার সম্পদ থেেক শেয়ার হোল্ডারদের কোনও আর্থিক লাভ হয় না৷
advertisement
ইডি-র অভিযোগ, ইয়ং ইন্ডিয়ান সংস্থা কোনও সমাজ সেবামূলক কাজ করেনি৷ শুধুমাত্র এজেএল-এর ঋণ পরিশোধ করেছে৷ কংগ্রেস আবার যুক্তি দিয়েছে, সংবাদপত্র চালানোটাই সমাজসেবার মধ্যে পড়ে৷ আয়কর দফতরে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলাও চলছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ED summons Rahul Gandhi again today: চার দিনে ৪০ ঘণ্টা জেরাতেও রেহাই নেই, আজ ফের রাহুলকে তলব ইডি-র
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement