হোম /খবর /দেশ /
দশেরায় শক্তি প্রদর্শনে দুই শিবসেনা, আজ ফের উদ্ধবকে ধাক্কা দিতে পারেন শিন্ডে

Shiv Sena Dussehra Rally: দশেরায় শক্তি প্রদর্শনে দুই শিবসেনা, আজ ফের উদ্ধবকে ধাক্কা দিতে পারেন শিন্ডে

দশেরাকে কেন্দ্র করে আজ শিন্ডে- উদ্ধব শক্তি প্রদর্শনের লড়াইয়ে৷

দশেরাকে কেন্দ্র করে আজ শিন্ডে- উদ্ধব শক্তি প্রদর্শনের লড়াইয়ে৷

নিজেদের দশেরার অনুষ্ঠানকে বেশি সফল করতে কোমর বেঁধে নেমেছে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে শিবির৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বাই: দশেরাকে কেন্দ্র করে মুম্বাইয়ে শক্তি প্রদর্শনের লড়াইয়ে শিবসেনার দুই শিবির৷ ১৯৬৬ সালে শিবসেনার প্রতিষ্ঠার পর থেকেই মুম্বাইয়ের শিবাজি পার্কে দশেরার অনুষ্ঠান আয়োজিত করা হয় দলের পক্ষ থেকে৷ প্রয়াত বাল ঠাকরেই এই রীতি শুরু করেছিলেন৷ কিন্তু শিবসেনায় সাম্প্রতিক বিদ্রোহের পর এবার আলাদা আলাদা করে দশেরার শোভাযাত্রার আয়োজন করেছে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে শিবির৷ তাই ৫৬ বছরের ইতিহাসে এই প্রথমবার মুম্বাইয়ে দশেরা উপলক্ষে শিবসেনার দু'টি আলাদা আলাদা শোভাযাত্রার  আয়োজন করা হয়েছে৷

সূত্রের খবর, দশেরার এই অনুষ্ঠান থেকেই একনাথ শিন্ডের শিবিরে যোগ দিতে পারেন উদ্ধব ঠাকরে শিবিরের পাঁচ বিধায়ক এবং দুই সাংসদ৷ ফলে ফের একবার জোরালো ধাক্কা খেতে চলেছেন উদ্ধব ঠাকরে৷

আরও পড়ুন: আগামী সপ্তাহ থেকেই শুরু টেট-এর ফর্ম ফিল-আপ, পরীক্ষায় বসতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন বিশদে

শিবসেনার দুই শিবিরই দশেরার অনুষ্ঠানের আয়োজনে পরস্পরকে টেক্কা দেওয়ার চেষ্টা করবে৷ ফলে দু'টি শোভাযাত্রা দেখতেই বিপুল ভিড় হবে বলে আন্দাজ করা হচ্ছে৷ দশেরার একটি অনুষ্ঠান হবে শিবাজি পার্কে এবং অন্যটি বান্দ্রা কুরলা কমপ্লেক্সে৷

নিজেদের দশেরার অনুষ্ঠানকে বেশি সফল করতে কোমর বেঁধে নেমেছে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে শিবির৷ সবমিলিয়ে পাঁচ হাজার বাস, ছোট গাড়ি করে সমর্থকদের অনুষ্ঠান স্থলে নিয়ে আসা হবে বলে খবর৷ এর পাশাপাশি একটি ট্রেনও ভাড়া করা হয়েছে৷

আরও পড়ুন: লক্ষ্য ২০২৪, বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে আজই সর্বভারতীয় দল ঘোষণা করবেন কেসিআর

শিবসেনার দুই শিবিরের দশেরার অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক মহলেও ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ শিবাজি পার্কের অনুষ্ঠানটি করবে উদ্ধব ঠাকরে শিবির৷ অন্যদিকে বান্দ্রায় দশেরার অনুষ্ঠান করবে একনাথ শিন্ডে শিবির৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Dussehra, Eknath Shinde, Shiv Sena, Uddhav Thackeray