গাছ থেকে দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা না খুন ধন্দে পুলিশ
Last Updated:
গাছ থেকে দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার। নয়ডার ৪৯ সেক্টরের বারোলা গ্রামের ঘটনা।
#নয়ড়া: গাছ থেকে দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার। নয়ডার ৪৯ সেক্টরের বারোলা গ্রামের ঘটনা। মৃতদের পৈতৃক বাড়ি উত্তরপ্রদেশের বুলন্দশহরে। মৃত দুই নাবালিকা সম্পর্কে বোন। আত্মহত্যা না খুন , তাই নিয়ে ধন্দে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, বাড়ির ঠিক পিছনেই গাছ থেকে উদ্ধার হয় দুজনের ঝুলন্ত দেহ। বাবা মায়ের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। পুলিশ এসে তাঁদের বাইরে বের করে। রবি নামে এক আত্মীয়ের বিরুদ্ধে দুই বোনকে খুনের অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, রবি কিছুদিন আগে মুম্বই থেকে একটি মেয়েকে নিয়ে এসেছিল। এই বাড়িতেই ছিল তারা। পরে মেয়েটিকে নিয়ে যায় তার বাবা, মা। তাঁরাই মুম্বইয়ে মেয়েটির পরিবারকে খবর দেন বলে অভিযোগ করে রবি। তারপর থেকেই তাঁদের দুই মেয়েকে মেরে ফেলার হুমকি দিত রবি। পুলিশে অভিযোগ দায়ের মৃতদের পরিবারের। মৃতের পরিবারের বয়ান রেকর্ড করেছে পুলিশ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2017 10:51 AM IST