হোম /খবর /দেশ /
মহারাষ্ট্রে মহা-চমক! বিজেপি-এনসিপি জোট সরকার, মুখ্যমন্ত্রী ফড়নবীশ

মহারাষ্ট্রে মহা-চমক! বিজেপি-এনসিপি জোট সরকার, মুখ্যমন্ত্রী ফড়নবীশ

Photo Collected

Photo Collected

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: মহারাষ্ট্রে মহা-চমক৷ মহারাষ্ট্রে বিজেপি-এনসিপি জোট৷ মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ৷ উপমুখ্যমন্ত্রী হলেন অজিত পওয়ার৷ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফড়নবীশ৷ সাতসকালেই আরবসাগরের পাড়ে এই চমক৷ শেষ পর্যন্ত বিজেপি-এনসিপি জোট সরকার হচ্ছে মহারাষ্ট্রে৷

    শেষ পর্যন্ত মহারাষ্ট্রে সরকার গড়ল বিজেপি-এনসিপি জোট৷ কোনও দলই ম্যাজিক ফিগার না ছুঁতে পারায় সরকার গড়া নিয়ে নানান জল্পনা চলছিল৷ কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোট সরকার গড়ছে, তা একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল শুক্রবার৷ সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরের নামও ঘোষণা হয়েছিল৷ কিন্তু তার পর দিন সাত সকালেই পাল্টে গেল সব সমীকরণ৷ এনসিপির হাত ধরে জোট সরকার গড়ল বিজেপি৷ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবীশ৷ উপ মুখ্যমন্ত্রী হলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার৷

    উল্লেখ্য গত বুধবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন শরদ পাওয়ার৷ তবে তাতে সরকার গঠন নিয়ে কোনও কথা হয়নি বলেই দাবি করে দুই দল৷ মোদি ও পাওয়ারের বৈঠকের পরপরই তড়িঘড়ি শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের পক্ষে মত দেন সোনিয়া গান্ধি৷ তারপরই শুরু হয় সরকার গঠনের প্রক্রিয়া৷ কিন্তু সেই সব প্রক্রিয়া ভেস্তে শেষ পর্যন্ত শেষ হাসি হাসলেন দেবেন্দ্র ফড়নবীশ৷ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি৷ মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

    First published:

    Tags: BJP NCP, Devendra Fadnavis, Maharashtra