Goa Case: হোলি পার্টিতে চলছিল আনন্দ, ফাঁকা মাঠে ডেকে নিয়ে গিয়ে তার শরীরে ঝাঁপিয়ে পড়ে, শরীরে ছিল না সুতোও, অভিযুক্ত এখন দোষী সব্যস্ত, আইরিশ মা সুবিচারের অপেক্ষায়

Last Updated:

Goa Rape and Murder Case: ১৭ ফেব্রুয়ারি অপরাধীর শাস্তি ঘোষণা করা হবে। ওয়াকিবহাল মহলের ধারণা অভিযুক্তের মৃত্যুদণ্ড হবে৷ 

ঘটনাটি  ৮ বছরের পুরনো। গোয়ায় যখন এক ব্রিটিশ তরুণীকে রেপ ও ও খুনের ঘটনায় শিউরে উঠেছিল সকলে - Photo - Representative
ঘটনাটি  ৮ বছরের পুরনো। গোয়ায় যখন এক ব্রিটিশ তরুণীকে রেপ ও ও খুনের ঘটনায় শিউরে উঠেছিল সকলে - Photo - Representative
নয়াদিল্লি: বসন্ত এসে গেছে। শীতের শেষ ছোঁওয়া চলে গিয়ে গরম পড়তে শুরু করেছে। হোলির রঙে রঙিন সমুদ্র তিরের আবহাওয়া। সৈকতে যানজট শুরু হয়েছে। ভারত-বিদেশের পর্যটকরা এসেছিলেন হোলির ছুটি কাটাতে। দেশ জুড়ে ছিল হোলির উৎসাহ। সেই সময়েই গোয়ার সমুদ্র তিরে এমনই এক ঘটনা ঘটেছিল, যার জেরে সারা বিশ্বের সামনে মাথা হেঁট হয়েছিল ভারতের। জঘন্য নৃশংসতার জন্য  লজ্জিত হয়েছিল মানবতা। এই ঘটনাটি  ৮ বছরের পুরনো। গোয়ায় যখন এক ব্রিটিশ তরুণীকে রেপ ও ও খুনের ঘটনায় শিউরে উঠেছিল সকলে৷
তারিখটি ছিল ১৩ মার্চ। হোলি উৎসবকে কেন্দ্র করে গোয়ায় ভিড় বেড়েছে। অনেক পর্যটকের মতোই আইরিশ-ব্রিটিশ মেয়েটিও ছিলেন। তিনি উত্তর পশ্চিম আয়ারল্যান্ডের ডোনেগালের বাসিন্দা ছিলেন। তিনি গোয়া খুব পছন্দ করেন। এই সময়ে গোয়ায় ভিকট ভগতের সঙ্গে এক আইরিশ-ব্রিটিশ মেয়েটির বন্ধুত্ব হয়। তিনি স্থানীয় ছিলেন। তিনি ড্যানিয়েলের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। মেয়েটি তাঁকে বিশ্বাস করেছিল। তার মনে হয়েছিল অচেনা শহরে সে ভাল বন্ধু পেয়েছে। সে ওই ছেলেটির সঙ্গে সম্পর্কে খুশি ছিল।
advertisement
advertisement
ভিকট ভগত তাঁকে তার প্রেমের জালে এমনভাবে ফাঁদে ফেলে যে সে চক্রব্যূহের ফাঁদে পড়ে যায়। এরপর একটি নিষ্ঠুর ঘটনার পর ওই মেয়েটির সব শেষ করে দেওয়া হয়৷ ভিকট ভগতের ভিতর আসলে লুকিয়ে ছিল একটা দানব৷
advertisement
কি অবস্থায় লাশ পাওয়া গেল?
১৩ মার্চ অর্থাৎ হোলির আগের দিন, ভিকট ভগত তাঁর সঙ্গে একটি সন্ধ্যা কাটিয়েছিলেন। এরপর তাকে আবারও নৃশংসভাবে হত্যা করা হয়। ১৪ মার্চ, আইরিশ মেয়েটির মৃতদেহ গোয়ার কানাকোনা গ্রামের জঙ্গল এলাকায় পাওয়া যায়। ১৪ মার্চ সমুদ্র সৈকতের থেকে কিছুটা দূরে নির্জন জায়গায় মেয়েটির দেহ যখন পাওয়া যায় তখন সেটি নগ্ন অবস্থায় ছিল৷  ড্যানিয়েলের বয়স তখন ২৮ বছর। এ ঘটনার পর হইচই পড়ে যায়। তা নিয়ে দেশ-বিদেশে আলোচনা হয়। ময়নাতদন্তে জানা যায়, খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছিল। ড্যানিয়েল ভারতকে এতটাই পছন্দ করেছিলেন যে এটা তার  তৃতীয়বার ভারত সফর ছিল৷  কিন্তু এবার ভগতের নৃশংসতার দৌলতে সেটাই হয়ে গেল ওই মেয়ের শেষ যাত্রা।
advertisement
কি হয়েছিল সেই রাতে
১৩-১৪ মার্চ রাত ছিল। রাত ১০টা থেকে সকাল ৭টার মধ্যে পুরো ঘটনাটি ঘটে। হোলির একদিন আগে হোলি পার্টি হচ্ছিল। সবাই মজা করছিল। অন্ধকার রাতে ড্যানিয়েলের বন্ধুত্বের সুযোগ নিয়ে ভগত তাকে একটি খোলা মাঠের নির্জন স্থানে নিয়ে যায়। যখন সে তার ভদ্রতার সীমা অতিক্রম করে তখন মেয়েটি প্রতিবাদ করে৷  ভগত তখন বলপ্রয়োগ শুরু করেন। সে মেয়েটিকে রেপ করে৷ এরপর মেয়েটি যখন প্রতিবাদ করলে তখন তাঁর মাথায় বোতল দিয়ে আঘাত করা হয়। এরপর সে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সকালে এক কৃষক তাঁর ক্ষেতে এসে মেয়েটির নগ্ন লাশ দেখতে পান।
advertisement
এখন আদালতের রায় এসেছে
এখন সেই ঘটনার আট বছর পর আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। শুক্রবার গোয়ার আদালত ৩১ বছর বয়সী অভিযুক্ত ভিকট ভগতকে ড্যানিয়েল ম্যাকলাফলিনের ২০১৭ ধর্ষণ-হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেছে। আদালত সব প্রমাণ ও সাক্ষী বিবেচনা করেছে, এরপর স্বীকার করা হয় ভগত ওই মেয়েটিকে খুন করেছে। মেয়েটির ইজ্জত লুঠ হয়েছে।
advertisement
১৭ ফেব্রুয়ারি অপরাধীর শাস্তি ঘোষণা করা হবে। ওয়াকিবহাল মহলের ধারণা অভিযুক্তের মৃত্যুদণ্ড হবে৷   আদালতের রায়ের জন্য ওই ব্রিটিশ তরুণীর মা গোয়ায় রয়েছেন। একজন সাক্ষীর সাক্ষ্য অবশেষে প্রকাশ্যে এনেছে ভিকট ভগতের অপরাধ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Goa Case: হোলি পার্টিতে চলছিল আনন্দ, ফাঁকা মাঠে ডেকে নিয়ে গিয়ে তার শরীরে ঝাঁপিয়ে পড়ে, শরীরে ছিল না সুতোও, অভিযুক্ত এখন দোষী সব্যস্ত, আইরিশ মা সুবিচারের অপেক্ষায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement