Tulasi Gowda: খালি পায়েই পদ্মশ্রী মঞ্চে, ‘বনের এনসাইক্লোপেডিয়া’ তুলসী গৌড়াকে কুর্নিশ জানাল ভারত...

Last Updated:

Tulasi Gowda: সোমবার ভারতের রাষ্ট্রপতি ৭ জনকে পদ্মবিভূষণ, ১০ জনকে পদ্মভূষণ এবং ১০২ জনকে পদ্মশ্রী প্রদান করেছেন।

‘বনের এনসাইক্লোপেডিয়া’ তুলসী গৌড়া
‘বনের এনসাইক্লোপেডিয়া’ তুলসী গৌড়া
#নয়াদিল্লি: এমন অনেকেই আছেন, যারা নীরবে দেশের জন্য কাজ করে চলেছেন। অনেক সময় এমনও হয় তাঁরা প্রচারের আলোতেই আসতে পারেন না, থেকে যান কোনও গ্রামের অন্ধকারে। আবার অনেক সময় তাঁদের এই নিঃস্বার্থ অবদানের জন্যই তাঁরা পেয়ে যান দেশের সর্বোচ্চ সম্মান।
advertisement
advertisement
সম্প্রতি ভারতের পদ্মশ্রী মঞ্চে দেখা মিলল এমনই এক মানুষের। সাধারণ নিয়মের বাইরে গিয়ে কাজ করে যাওয়া বিচিত্র এই মানুষটি আজ উঠে এসেছেন দেশের নাগরিক সম্মান অর্থাৎ পদ্মশ্রী (padma shri) প্রাপকদের তালিকায়। এমনকি সোমবার দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে নিলেন পুরস্কারও।
advertisement
সোমবার ভারতের রাষ্ট্রপতি ৭ জনকে পদ্মবিভূষণ, ১০ জনকে পদ্মভূষণ এবং ১০২ জনকে পদ্মশ্রী প্রদান করেছেন। যাদের মধ্যে ছিলেন বছর ৭২-র কর্ণাটকের বাসিন্দা পরিবেশবিদ তুলসী গৌড়াও (Tulasi Gowda), যিনি ‘বনের এনসাইক্লোপিডিয়া’ নামেও পরিচিত।
advertisement
কীভাবে এই উত্থান? কর্ণাটকের হোনালি গ্রামের বাসিন্দা তুলসী গৌড়া ৩ লাখেরও বেশি চারাগাছ রোপণ করেছেন এবং বন বিভাগের নার্সারির রক্ষণাবেক্ষণ করেন।
advertisement
এই মহান পরিবেশবিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় তাঁকে অভিনন্দনও জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ট্র্যাডিশনাল পোশাকে খালি পায়েই পদ্মশ্রী পুরস্কার নিতে দেখা গেল তাঁকে। আবার পুরস্কার নিতে যাওয়ার সময় সামনে থাকা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে জোর হাত করে প্রণামও করলেন তিনি।
advertisement
স্যোশাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি তুলে ধরে বিষ্ণু বর্ধন রেড্ডি জানান, ‘শ্রীমতি তুলসী গৌড়াকে তার সামাজিক কাজের জন্য পদ্মশ্রী পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত ছয় দশক ধরে তিনি পরিবেশ সুরক্ষার কাজ করছেন এবং প্রায় ৩ লাখেরও বেশি চারাগাছ রোপণ করেছেন তিনি’। গাছপালা সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান থাকার দরুণ তাঁকে ‘বনের এনসাইক্লোপিডিয়া’ বলা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tulasi Gowda: খালি পায়েই পদ্মশ্রী মঞ্চে, ‘বনের এনসাইক্লোপেডিয়া’ তুলসী গৌড়াকে কুর্নিশ জানাল ভারত...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement