Tmc in Tripura: মমতা-অভিষেকের মতোই 'জনপ্রিয়তা', ত্রিপুরা তৃণমূলের দাবি 'অনুব্রতকে চাই'!

Last Updated:

Tmc in Tripura: বিজেপি বিরোধিতায় ইতিমধ্যেই ত্রিপুরায় আন্দোলন কর্মসূচী শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেখানেই প্রয়োজন অনুব্রত মণ্ডলের।

#ত্রিপুরা: শুধু নিজের রাজ্যে নয়, তাঁকে পাশে পেতে চেয়ে এবার আবেদন আসছে ভিন রাজ্য থেকেও। কেষ্ট দা'র জন্যে কষ্ট করতেও যেন ইচ্ছুক ভিন রাজ্যের তৃণমূল নেতারা। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে আসছেন ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। উত্তর-পূর্বের এই ছোট রাজ্যে আগামী দিনে কী পরিকল্পনা করে দল এগোবে, তা জানতেই মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করতে চান তাঁরা। আর সেই পর্বে এসে তাদের আবদার, একটি বার যদি দেখা পাওয়া যায় কেষ্ট দা'র অর্থাৎ বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের।
বিজেপি বিরোধিতায় ইতিমধ্যেই ত্রিপুরায় আন্দোলন কর্মসূচী শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু রাজনৈতিক ভাবে বিজেপির মোকাবিলা কীভাবে করবেন, তা নিয়ে মতামত চাইছেন তাঁরা। ত্রিপুরার তৃণমূল নেতারা চাইছেন, মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় একবার ত্রিপুরায় আসুন। তাঁদের দেখলে আরও উজ্জীবিত হবেন দলের কর্মী-সমর্থকরা। আর ত্রিপুরা জুড়ে হাওয়া তুলতে তাঁরা চাইছেন এখন থেকেই আসুন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। কিন্তু কেষ্ট কেন? ত্রিপুরা তৃণমূলের নেতা আশিষলাল সিং জানাচ্ছেন, "কেষ্ট দা'র মধ্যে একটা ব্যাপার আছে৷ ওনার গরম-গরম বক্তব্য ভীষণ আকৃষ্ট করে মানুষকে। ওনার একাধিক বক্তব্য ভাইরাল। আমাদের রাজ্যেও ওনার বক্তব্য শুনে শুনে এমন অভ্যাস হয়ে গেছে যে কেষ্ট দা'র ডায়লগ সবাই বলতে শুরু করেন। তাই দিদি ও অভিষেকের পাশাপাশি আমাদের আবদার থাকবে অনুব্রত মণ্ডলকে ত্রিপুরায় মাঝে মাঝে পাঠানো হোক।"
advertisement
কখনও 'চড়াম-চড়াম', কখনও আবার 'গুড়-বাতাসা', কখনও আবার বিরোধীদের তাঁর কন্ঠে যেভাবে তিনি আক্রমণ শানিয়েছেন, তাতে ত্রিপুরা জুড়ে ব্যাপক অনুগামী তৈরি হয়েছে অনুব্রত মণ্ডলের। সেই কারণেই কলকাতায় এসে মমতা-অভিষেককে আমন্ত্রণের পাশাপাশি তাঁরা আবেদন জানিয়ে যাবেন, অনুব্রত মণ্ডলকে ত্রিপুরায় নিয়ে যাওয়ার জন্যে। ত্রিপুরার ৮ জেলা থেকে প্রায় ২০ জনের প্রতিনিধি আসবে কলকাতায়। তাঁরা জেলাওয়ারি রাজনৈতিক অবস্থান জানাবে মমতা-অভিষেককে। ছাত্র-যুব-মহিলা-সংখ্যালঘু-তফশিলী সহ সব বিভাগের প্রতিনিধিরা দেখা করতে চান মমতা বন্দোপাধ্যায়ের সাথে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tmc in Tripura: মমতা-অভিষেকের মতোই 'জনপ্রিয়তা', ত্রিপুরা তৃণমূলের দাবি 'অনুব্রতকে চাই'!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement