Tripura: ত্রিপুরায় চাপ বাড়ল বিজেপির! জোটসঙ্গীকে বিরাট প্রস্তাব দিয়ে বসল এই দল

Last Updated:

Tripura: সাম্প্রতিক সময়ে ত্রিপুরায় বিজেপি জোট ছেড়ে একাধিক নেতা এবং বিধায়করা অন্য দলে নাম লিখিয়ে চলেছেন।

ত্রিপুরার রাজনীতি
ত্রিপুরার রাজনীতি
আগরতলা: ত্রিপুরায় আরও কাছাকাছি তিপ্রামোথা ও আইপিএফটি? বিজেপির জোট সঙ্গী আইপিএফটি'র ওর্য়াকিং প্রেসিডেন্ট প্রেম কুমার রিয়াংকে তাঁদের দল নিয়ে তিপ্রামোথায় মিশে যাওয়ার প্রস্তাব দিলেন মহারাজা প্রদ্যোত কিশোর মাণিক্য।
সাম্প্রতিক সময়ে ত্রিপুরায় বিজেপি জোট ছেড়ে একাধিক নেতা এবং বিধায়করা অন্য দলে নাম লিখিয়ে চলেছেন। বিগত বছরের শেষ দিনে মেবার কুমার জমাতিয়ার ওপর অস্বস্তি ক্রমাগত বেড়ে চলেছিল। একদিকে যখন মন্ত্রিত্ব পদ থেকে বরখাস্ত করা হয় তাঁকে, আবার অপরদিকে দিল্লিতে একটি কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়ে পড়ে এই বিধায়কের।
advertisement
পুলিশের জেরার মুখেও পড়তে হয়। আর তারপর মেবার কুমারের পক্ষ থেকে বিজেপি জোটের সঙ্গ ছেড়ে দেওয়ার ঘোষণায় শোরগোল সৃষ্টি করেছিল রাজ্য রাজনীতিতে। মেবার কুমার জমাতিয়াকে নিয়ে মোট পাঁচজন বিধায়ক শাসক জোট থেকে পদত্যাগ করেছেন। ইতিমধ্যে বিজেপি ছেড়েছেন সুদীপ রায় বর্মন এবং আশিস দাস। তাঁরা কংগ্রেসের যোগদান করেন আর অপরদিকে আইপিএফটি-র সঙ্গ ছেড়ে ত্রিপুরার বুকে নয়া দল তিপ্রামোথাতে যোগদান করেন বৃষকেতু এবং বুর্বমোহন ত্রিপুরা।
advertisement
যদিও দলীয় বিধায়কদের পদত্যাগের কারণে দলের ওপর বিশেষ কোনো প্রভাব পড়বে না বলেই দাবি ছিল বিজেপি নেতৃত্বের। একইসঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ত্রিপুরার বুকে বিজেপি একাই ক্ষমতায় আসবে বলেই মত বিজেপি শীর্ষ নেতাদের। ত্রিপুরা সম্পর্কে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচন যেখানে আর কয়েক দিন বাদে অনুষ্ঠিত হয়ে চলেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে শাসক জোট ত্যাগ করে একের পর এক বিধায়কের তিপ্রামোথা নামে নয়া দলে যোগদান ও জোট ত্যাগের কারনে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে বড়সড় বদল আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
বিশেষ করে স্বশাসিত পর্ষদের ভোটে যেভাবে মহারাজার দল ব্যাপক ফল করেছে। গত বিধানসভা ভোটে ত্রিপুরায় টানা পঁচিশ বছরের বাম শাসনের পরিবর্তন হয়। বাম জমানায় ত্রিপুরার উপজাতি স্বশাসিত পরিষদ ছিল সিপিআইএম-র শাখা উপজাতি গণমুক্তি পরিষদ নিয়ন্ত্রণে।
advertisement
গত নির্বাচনে সেখানেই আইপিএফটি বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু পরবর্তী সময়ে উপজাতি পরিষদের ক্ষমতায় আসে হয় তিপ্রামোথা। দ্রুত জমি হারায় আইপিএফটি। পরিস্থিতি এখন এমন যে তারা কার্যত অস্তিত্বের সংকটে পড়েছে। ফলে মহারাজের প্রস্তাব মেনেই তারা তিপ্রামোথায় মিশে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura: ত্রিপুরায় চাপ বাড়ল বিজেপির! জোটসঙ্গীকে বিরাট প্রস্তাব দিয়ে বসল এই দল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement