Abhishek Banerjee Amit Shah Duel in Tripura: যাচ্ছেন অভিষেক, আসতে পারেন শাহ, দুই নেতার বাকযুদ্ধে এবার তপ্ত হবে ত্রিপুরা?

Last Updated:

বাংলায় বিধানসভা নির্বাচনে প্রচারে অমিত শাহের সঙ্গে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের কথার লড়াই রীতিমতো জমে উঠেছিল৷ শেষ হাসি অবশ্য হেসেছিলেন অভিষেকই (Abhishek Banerjee Amit Shah Duel in Tripura)৷

অমিত শাহ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অমিত শাহ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: পুরভোটের প্রচারের শেষ লগ্নে কি অমিত শাহের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধের সাক্ষী থাকবে ত্রিপুরা? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ত্রিপুরা সফরের কর্মসূচি সামনে আসতেই সেই সম্ভাবনা জোরালো হচ্ছে (Abhishek Banerjee Amit Shah Duel in Tripura)৷
বাংলায় বিধানসভা নির্বাচনে প্রচারে অমিত শাহের (Amit Shah) সঙ্গে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের (Abhishek Banerjee) কথার লড়াই রীতিমতো জমে উঠেছিল৷ শেষ হাসি অবশ্য হেসেছিলেন অভিষেকই৷ তার পর তাঁকে আরও বড় দায়িত্ব দিয়েছে দল৷ এবার বিজেপি-র হাত থেকে ত্রিপুরা ছিনিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক৷ পুরসভা নির্বাচনে ত্রিপুরায় প্রথম বড় পরীক্ষা তৃণমূলের৷ তাই সর্বশক্তি দিয়ে সেখানে ঝাঁপাচ্ছে ঘাসফুল শিবির৷
advertisement
advertisement
ইতিমধ্যেই বেশ কয়েকবার ত্রিপুরায় গিয়েছেন অভিষেক৷ আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট৷ তৃণমূল সূত্রে খবর, পুরভোটের শেষ লগ্নের প্রচারে ত্রিপুরাতেই থাকতে চান অভিষেক৷ সম্ভবত আগামী ২২ নভেম্বর ত্রিপুরা পৌঁছবেন তিনি৷ তবে অভিষেক কবে, কোথায় সভা করবেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনও সূচি তৃণমূলের তরফে জানানো হয়নি৷
advertisement
সূত্রের খবর, পুরভোটের প্রচারে আগামী ২১ নভেম্বর আগরতলা যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তার পরের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আগরতলায় পৌঁছনোর কথা৷ ফলে পুরভোটের প্রচারের শেষ লগ্নে অমিত শাহ এবং অভিষেকের উপস্থিতিতে তপ্ত হয়ে উঠতে পারে ত্রিপুরার রাজনীতি৷
advertisement
ইতিমধ্যেই দলের একাধিক নেতাকে পুরভোটের দায়িত্ব দিয়ে ত্রিপুুরায় পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস৷ সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো নেতা, নেত্রীরা ত্রিপুরাতেই রয়েছেন৷ কুণাল ঘোষ, শান্তনু সেনদেরও কলকাতা থেকে পাঠানো হচ্ছে৷ পাশাপাশি, জেলা স্তরের বেশ কয়েকজন নেতা এবং বিধায়ককেও ইতিমধ্যেই ত্রিপুরার বিভিন্ন প্রান্তের ভোটের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে৷ পুরভোটে যে কোনও মূল্যে ভাল ফল করে ত্রিপুরায় নিজেদের পায়ের তলার মাটি আরও শক্ত করে নিতে চাইছে তৃণমূল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee Amit Shah Duel in Tripura: যাচ্ছেন অভিষেক, আসতে পারেন শাহ, দুই নেতার বাকযুদ্ধে এবার তপ্ত হবে ত্রিপুরা?
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement