Schengen Visa: শেঙ্গেন ভিসায় বিলম্ব! ইউরোপ সফরের পরিকল্পনা বদলাচ্ছেন পর্যটকরা, জানুন বিস্তারিত

Last Updated:

Schengen Visa: ভ্রমণপিপাসু ভারতীয়রা একপ্রকার বাধ্য হয়েই ইউরোপের পরিবর্তে অন্য স্থানে ভ্রমণের পরিকল্পনা করছেন।

#নয়াদিল্লি: ইউরোপ ভ্রমণের স্বপ্ন বোধহয় অধিকাংশ ভারতীয়ই মনের মধ্যে লালন করে থাকেন। আসলে গত দুই বছর ধরে কোভিড ১৯-এর জেরে ইউরোপ ভ্রমণে বিধিনিষেধ জারি হয়েছিল। ফলে ইচ্ছে থাকলেও উপায় ছিল না! এ-বার করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় অনেকেই ফের ইউরোপ ভ্রমণের স্বপ্ন বুনতে শুরু করেছিলেন। কিন্তু বাধ সাধছে ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে বৈধ শেঙ্গেন ভিসা বা পর্যটন ভিসা (Schengen Visa)-য় বিলম্ব! আর সেই কারণে ভ্রমণপিপাসু ভারতীয়রা একপ্রকার বাধ্য হয়েই ইউরোপের পরিবর্তে অন্য স্থানে ভ্রমণের পরিকল্পনা করছেন।
আসলে দীর্ঘ দু'বছর ধরে বিশ্বব্যাপী মহামারীর জেরে এমনিতেও ঘরবন্দি ছিল মানুষ। এ-হেন বন্দিদশাই হাঁসফাঁস অবস্থা হয়েছিল মানুষের। তাই করোনার প্রকোপ অল্প কমলেই মানুষ বেরিয়ে পড়ছিল ঘুরতে। সে কাছে-পিঠেই হোক কিংবা দেশের বিভিন্ন প্রান্তে। আর যাঁরা বিদেশ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাঁদের সেই পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি। আসলে করোনার জেরে বিশ্বের বিভিন্ন দেশও ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে এবার করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। জনজীবনও স্বাভাবিক ছন্দে ফিরছে, খুলছে স্কুল-কলেজ ও অফিস-কাছারিও। আর সেই সঙ্গে ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞাও শিথিল হতে শুরু করছে। ফলে এত দিন ধরে অপেক্ষা করে থাকা পর্যটকেরা নিজেদের পছন্দের জায়গায় ভ্রমণের জন্য বেরিয়ে পড়বেন। কিন্তু এত কিছুর পরেও ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে পর্যটন ভিসা বা শেঙ্গেন ভিসার খাঁড়া সেই ঝুলেই রইল!
advertisement
ইউরোপ ভ্রমণের পর্যটন ভিসা আসতে দেরি হওয়ায় অনেকেই ইউরোপ ভ্রমণের পরিকল্পনা বাতিল করছে, এমনটাই দাবি করছে পর্যটন সংস্থাগুলি (Travel Companies)। ওই সব সংস্থার তরফে জানানো হয়েছে যে, পর্যটকদের বড় দল কিংবা পরিবার নিয়ে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকেরা এমন সব দেশে ভ্রমণের বিকল্প খুঁজছেন, যেখানে ভিসার প্রক্রিয়া খুবই সহজ-সরল। শুধু তা-ই নয়, পর্যটকেরা এমন দেশে ভ্রমণে যেতে চাইছেন, যে দেশের ভিসা খুব তাড়াতাড়ি পাওয়া যায়।
advertisement
advertisement
আর ভারতীয়দের পছন্দের এই সব ভ্রমণ স্থানের তালিকায় রয়েছে মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিই। যেমন - সিঙ্গাপুর, তাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। শুধু তা-ই নয়, পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে ভিয়েতনাম এবং কম্বোডিয়াও। এ-ছাড়া তুরস্ক, মিশর, মলদ্বীপ এবং মরিশাসের মতো জায়গাতেও ভারতীয় পর্যটকের ভিড় ক্রমেই বাড়ছে।
এই প্রসঙ্গে একটা উদাহরণ দেওয়া যাক। দিল্লি থেকে ১৫ জনের বড় একটি দল জুনে একটা দুর্দান্ত ছুটি কাটানোর জন্য তুরস্কে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। আর এর জন্য তাঁরা দ্বারস্থ হয়েছিলেন নয়াদিল্লিরই ওয়েলগ্রো ট্রাভেলস (Welgrow Travels) নামে একটি ভ্রমণ সংস্থার। ওয়েলগ্রো ট্রাভেলস-এর ম্যানেজিং ডিরেক্টর রাধিকা খাঞ্জিও জানিয়েছেন যে, ওই পরিবারের কাছে প্রয়োজনীয় শেঙ্গেন ভিসা বা পর্যটন ভিসা ছিল না। আর এই শেঙ্গেন ভিসা আসলে ইউরোপের মোট ২৬টি দেশে ঘোরার অনুমতি দেয়। অথচ ওই পরিবারটা জুনের একদম শেষে দিন পনেরোর ভ্রমণের পরিকল্পনা করেছিল। এর জন্য ভ্রমণ সংস্থার তরফ থেকে অ্যান্টালেয়া (Antalya), ক্যাপ্পাডোশিয়া (Cappadocia) এবং ইস্তানবুল (Istanbul) ভ্রমণের দারুণ একটা পরিকল্পনা দেয়। রাধিকা আরও বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই ভিসা আসতে দেরি হচ্ছে, আর বিমানের ভাড়াও প্রায় আকাশ ছুঁয়েছে। যার ফলে অনেক ভ্রমণ পিপাসুই নিজেদের সুবিধা অনুযায়ী অন্য বিকল্প বেছে নিতে বাধ্য হচ্ছেন। আবার বেশির ভাগ পরিবারই বাচ্চাদের স্কুলের গরমের ছুটিকেই কাজে লাগাতে চাইছে। তাই তাঁরা জুলাইয়ের আগেই ভ্রমণ সেরে নেওয়ার পরিকল্পনা করেছেন। আর তুরস্কের মতো কিছু দেশ এই বিষয়ে পর্যটকদের সুবিধা করে দিচ্ছে। যাঁদের কাছে আমেরিকা কিংবা কানাডার বৈধ ভিসা রয়েছে, তাঁদের জন্য তুরস্কের মতো দেশগুলি ই-ভিসার ব্যবস্থা করেছে।
advertisement
দিল্লির অন্য একটি পরিবারও ইউরোপ ভ্রমণের জন্য উদগ্রীব হয়ে রয়েছে। তবে ইউরোপের অন্যান্য দেশে ভ্রমণের ভিসা পেতে বেশি সময় লাগতে পারে ভেবে তাঁরা মতবদল করছেন। ফলে এখন আইসল্যান্ড ভ্রমণ পরিকল্পনার দিকেই এগোচ্ছেন।
advertisement
আবার ভ্রমণ সংস্থা লাক্সারি এসকেপস (Luxury Escapes) এই মাসে বহু মানুষকে ভারত থেকে তুরস্ক ভ্রমণে নিয়ে গিয়েছে। সেই সংস্থার মতে, জুনেই বোধহয় সবথেকে বেশি মানুষকে তুরস্ক ভ্রমণের স্বাদ দেওয়া হয়েছে। আগে যদিও এই দেশে ঘোরার সে-রকম উন্মাদনা দেখা যেত না। ভারত এবং পশ্চিম এশিয়ার জন্য নিযুক্ত সংস্থার আঞ্চলিক প্রধান অরুণ অশোক জানিয়েছেন যে, তুরস্ক ভ্রমণের ১১ দিনের প্যাকেজ পড়ে জনপ্রতি প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা। আর আগের থেকে এবার সেই প্যাকেজই নিয়েছে বেশির ভাগ মানুষ।
advertisement
আর যাঁরা ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন ওয়েলগ্রো ট্রাভেলস-এর রাধিকা। তিনি জানান যে, ইউরোপ ভ্রমণে একান্তই ইচ্ছুক থাকলে তাঁর ক্ষেত্রে ভ্রমণ পরিকল্পনা করা হচ্ছে স্পেনের মাধ্যমে। কারণ স্পেন ভ্রমণের ভিসা ও অ্যাপয়েন্টমেন্টের জন্য বেশি সময় নয়, মাত্র দুসপ্তাহ অপেক্ষা করতে হবে। চলতি সপ্তাহের গোড়ার দিকে নয়াদিল্লিতে গ্রীক দূতাবাসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, তাদের কনস্যুলার অফিসে শেঙ্গেন ভিসার আবেদন সংক্রান্ত একটা অস্থায়ী সমস্যা তৈরি হয়েছিল। যা নিষ্পত্তিও ঘটে গিয়েছে। ফলে যাঁরা ওই দেশে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের ভিসা অ্যাপ্লিকেশনের প্রক্রিয়া দুই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে।
advertisement
ইউরোপ ভ্রমণের ভিসা সংক্রান্ত এই সমস্যার জেরে ভ্রমণ সংস্থা থমাস কুক (Thomas Cook)-এর বেশির ভাগ গ্রাহকই এমন দেশে বেড়াতে যেতে চাইছেন, যেখানে ভারতীয়দের জন্য ভিসা লাগে না। কিংবা ই-ভিসার সুবিধা অথবা দেশে পৌঁছনোর পর ভিসা পাওয়া যায়, এমন দেশগুলিতেই মূলত ঘোরার পরিকল্পনা করছেন পর্যটকেরা। ওই ভ্রমণ সংস্থার প্রেসিডেন্ট এবং ছুটি, এমআইসিই ও ভিসার দেশীয় প্রধান রাজীব কালে (Rajeev Kale) বলেন যে, "আমরা লক্ষ্য করছি যে, গত দুমাসে সিঙ্গাপুর, তাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতেই ভ্রমণের পরিকল্পনা বেড়েছে প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ। শুধু তা-ই নয়, ভিয়েতনাম এবং কম্বোডিয়াতেও যাচ্ছেন প্রচুর ভারতীয় পর্যটক। আবার তুরস্ক,মিশর, মলদ্বীপ এবং মরিশাসেও ভিসা সুবিধার জন্য পর্যটকদের ভিড় বেড়েছে প্রায় ২০ থেকে ২৫ শতাংশ।"
এখানেই শেষ নয়, ভ্রমণের ক্ষেত্রে আরও কিছু নতুন বিকল্পের দিকেও ঝুঁকছেন পর্যটকরা, এমনটাই মত ওই ভ্রমণ সংস্থার। এই তালিকায় জায়গা করে নিয়েছে জর্ডন (Jordan), সেশেলস (Seychelles), কাজাখস্থান (Kazakhstan) এবং আজারবাইজান (Azerbaijan)। রাজীব কালে আরও জানিয়েছেন যে, অস্ট্রেলিয়া ভ্রমণের ঝোঁকও বাড়ছে পর্যটকদের মধ্যে। আর পরিসংখ্যান বলছে সেখানে যাওয়ার চাহিদা বেড়ে গিয়েছে ১৫ থেকে ২০ শতাংশ। অবসর এবং এমআইসিই সেগমেন্টের জন্যই মূলত এই চাহিদা বেড়েছে। আবার সামনেই অক্টোবরে শুরু হচ্ছে ২০২২ আইসিসি মেনস টি২০ ওয়ার্ল্ড কাপ (2022 ICC Men’s T20 World Cup)। আর এই চাহিদার জেরেই বেঙ্গালুরু-সিডনি উড়ান চালু করতে হয়েছে।
থমাস কুকের সঙ্গেই যুক্ত আর একটি ফার্ম এসওটিসি (SOTC)-র তরফেও জানানো হয়েছে যে, ভিসা অন অ্যারাইভাল বা ক্যুইক ভিসা সুবিধা দেয় এমন দেশগুলির প্রতিও পর্যটকদের আকর্ষণ ক্রমেই বাড়ছে। আর এই দুই ধরনের ভিসা দেয় যে দেশগুলি, তার মধ্যে অন্যতম দুবাই, আবু ধাবি, সিঙ্গাপুর, তাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম এবং কম্বোডিয়া। ফলে এই সব দেশেই মূলত ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। এসওটিসি ট্রাভেল (SOTC Travel)-এর প্রেসিডেন্ট এবং ছুটি সংক্রান্ত দেশীয় প্রধান ড্যানিয়েল ডিসুজা (Daniel D’Souza) আবার জানাচ্ছেন, প্রায় দুই সপ্তাহ ধরে করোনা পরিস্থিতির জেরে গৃহবন্দি ছিল মানুষ। ফলে ভারতীয়রা এখন বহু প্রতীক্ষিত ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লেগেছেন। শুধু তা-ই নয়, এত দিন ধরে ঘরবন্দি থাকার পরে স্বাভাবিক ভাবেই ভারতীয় পর্যটকদের মধ্যে ভ্রমণের প্রবণতাও রয়েছে অনেকটাই বেশি।
আবার অন্য দিকে, মেকমাইট্রিপ (MakeMyTrip)-এর চিফ অপারেটিং অফিসার বিপুল প্রকাশ (Vipul Prakash) বলেছেন যে, "ধীরে ধীরে আন্তর্জাতিক ভ্রমণের ঝোঁক বাড়বে। এমনকী বাচ্চাদের স্কুলের গ্রীষ্মের ছুটির পরে স্কুল খুললেও বিদেশ ভ্রমণের প্রবণতায় ভাটা একেবারেই পড়বে না। বরং আগামী দিনে তা আরও বাড়তে চলেছে। এ-ছাড়াও অগাস্ট এবং অক্টোবর মাসে আবার লম্বা সপ্তাহান্তের ছুটিও রয়েছে। যার ফলে বহু মানুষ সেই সপ্তাহান্তের ছুটিকে কাজে লাগিয়ে বেড়াতে বেরিয়ে পড়তে চাইবে। এঁদের মধ্যে বহু পর্যটকই যাবেন বিদেশ ভ্রমণে। তবে সময় অনুযায়ী ভ্রমণের স্থান বা গন্তব্য পরিবর্তন হতে পারে। আসলে আবহাওয়াটাও এ-ক্ষেত্রে বড় বিষয়। তাই কোন দেশে কেমন আবহাওয়া থাকবে এবং সংশ্লিষ্ট দেশের ভিসা সংক্রান্ত নিয়মকানুন কেমন, তার উপর ভিত্তি করেই মূলত ভ্রমণ স্থল নির্দিষ্ট করবেন পর্যটকরা। আর সময়ের সঙ্গে সঙ্গে সেটা বাড়তেও থাকবে। কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করছি, আর সেটা হল - ইদানীং পর্যটকদের মধ্যে বিদেশ ভ্রমণের প্রবণতা অনেকটাই বেড়়ে গিয়েছে।"
বাংলা খবর/ খবর/দেশ/
Schengen Visa: শেঙ্গেন ভিসায় বিলম্ব! ইউরোপ সফরের পরিকল্পনা বদলাচ্ছেন পর্যটকরা, জানুন বিস্তারিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement