TMC on Suspension of MPs: সাংসদদের শাস্তিতেও দমছে না তৃণমূল, কংগ্রেসের ডাকা বৈঠকে আবার না

Last Updated:

গত বাদল অধিবেশনের শেষ দিন ১১ অগাস্ট অভিযুক্ত সাংসদদের বিরুদ্ধে অসংসদীয় আচরণের অভিযোগ তোলা হয়েছে (TMC on Suspension of MPs)।

সংসদ ভবনে ধর্নায় তৃণমূল সাংসদরা৷
সংসদ ভবনে ধর্নায় তৃণমূল সাংসদরা৷
#নয়াদিল্লি : বাদল অধিবেশনে রাজ্যসভায় বিশৃ্ঙ্খল আচরণ করায় বিরোধী দলের ১২ জন সাংসদকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করলেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু।  সেই তালিকায় রয়েছেন তৃণমূলের দুই সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী (TMC MPs Suspended)। রাজ্যসভার তরফে এই ১২ জন সাংসদের বিরুদ্ধে "অধ্যক্ষের পদকে অসম্মান করা, সংসদীয় আইন অগ্রাহ্য করে সংসদের কাজে বিঘ্ন ঘটানো, দুর্ব্যবহার করা, হিংসাত্মক আচরণ করা"-র অভিযোগ আনা হয়েছে।
এদিকে, আগামিকাল সকালে সংসদভবনে মল্লিকার্জুন খাড়গের ঘরে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক ডাকা হয়েছে। যদিও তৃণমূল সেই বৈঠকে যোগ দেবে কিনা তা এখনও স্থির করা হয়নি বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে (TMC on Suspension of MPs)।
advertisement
advertisement
গত বাদল অধিবেশনের শেষ দিন ১১ অগাস্ট অভিযুক্ত সাংসদদের বিরুদ্ধে অসংসদীয় আচরণের অভিযোগ তোলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সেদিনই রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ করার সময় অজ্ঞান হয়ে গিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। ফলে তাঁকে শাস্তি দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব।
সুখেন্দুশেখর রায় এই নিয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, "এই বিষয়টি কারও আগে থেকে জানা ছিল না। এমন কি, উপদেষ্টা কমিটিতেও এই নিয়ে কোনও আলোচনা করা হয়নি।" তিনি বলেন, "যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তা নিয়ে তদন্ত করা উচিত। চেয়ারম্যান একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন। কমিটি কী রিপোর্ট দিয়েছে আমরা জানি না। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের কোনও সুযোগ দেওয়া হয়নি। এটা সংবিধানে দেওয়া ন্যায়ের অধিকার লঙ্ঘন।"
advertisement
তৃণমূলের দাবি, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াই সাংবিধানিক রীতি। এখানে কোনও সুযোগ না গিয়ে কর্তৃপক্ষ সংবিধানকে অসম্মান করেছে। সুখেন্দুশেখর বলেন, "এটা অগণতান্ত্রিক, বেআইনি, অসাংবিধানিক এবং অবৈধ।"
যে অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে, সেই ঘটনার ভিডিও রেকর্ড প্রকাশ করারও দাবি জানিয়েছেন সুখেন্দুশেখর রায়। শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদি টুইটারে লিখেছেন, "১২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে বিমা বিলে ক্ষতিগ্রস্ত লক্ষাধিক বিমা কর্মী, উপদেষ্টা কমিটিতে আলোচনা না করে বিল আনার বিরুদ্ধে এবং কৃষকদের পক্ষে ও বিজেপি-র অহংকারের বিরুদ্ধে কথা বলার জন্য।"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC on Suspension of MPs: সাংসদদের শাস্তিতেও দমছে না তৃণমূল, কংগ্রেসের ডাকা বৈঠকে আবার না
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement