#কলকাতা: সর্বভারতীয় স্তরে নিজেদের বিস্তৃত করার লক্ষ্যে এগোচ্ছে দল৷ তাই তৃণমূলের ওয়ার্কিং কমিটিতেও এবার জায়গা পেতে চলেছেন অন্যান্য রাজ্যের নেতারা৷ এ দিন কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (TMC Working Committee Meeting)৷ একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, দলের পরবর্তী ওয়ার্কিং কমিটির বৈঠক হবে দিল্লিতে৷ যা হবে এই প্রথমবার৷
এ দিন কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল৷ সেই বৈঠকের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ বারো জন কংগ্রেস বিধায়ক তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন৷
আরও পড়ুন: বিজেপি ছাড়ার পর এবার তৃণমূলের মঞ্চে শ্রাবন্তী! শাসক দলের আরও কাছে অভিনেত্রী?
বিজেপি বিরোধিতায় সাংমা সহ বাকি বিধায়কদের আরও সুর চড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ শুধু তাই নয়, গোটা উত্তর-পূর্ব ভারতে দলের সংগঠন বিস্তারে মুকুল সাংমাকেই মমতা বন্দ্যেপাধ্যায় দায়িত্ব দেন বলে খবর৷
তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকেও হরিয়ানার নেতা অশোক তানওয়ার, প্রাক্তন জেডিইউ নেতা পবন বর্মা, তৃণমূলে যোগ দেওয়া লিয়েন্ডার পেজরা উপস্থিত ছিলেন৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দল যেহেতু সর্বভারতীয় স্তরে সংগঠন ছড়িয়ে দিচ্ছে, তাই ওয়ার্কিং কমিটিতেও অন্যান্য রাজ্যের নেতাদের জায়গা দেওয়া হবে৷
আরও পড়ুন: ডাক্তার-মোক্তার-শিক্ষক! পুরভোটে বিজেপির প্রার্থী তালিকায় একগুচ্ছ চমক...
বর্তমানে তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে একুশ জন রয়েছেন৷ তা বাড়িয়ে ওয়ার্কিং কমিটিতে তিরিশ জনকে জায়গা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে৷ অশোক তানওয়ার, মুকুল সাংমা, যশবন্ত সিনহাদেরও ওয়ার্কিং কমিটিতে নিয়ে আসা হচ্ছে বলে খবর৷ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেওয়া হয়েছে বলে খবর৷
সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বিজেপি-র বিরোধিতায় কোনও রকম আপোস করা হবে না৷ এক্ষেত্রে কংগ্রেসের কোনও শর্তও যে মানা হবে না, এ দিন নাম না করে তাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ এ দিনের বৈঠকের আলোচনা থেকে পরিষ্কার, কংগ্রেসকে সরিয়ে প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় রাজনীতিতে জায়গা করে নিতে চাইছে তৃণমূল৷ বিজেপি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ই সবথেকে বিশ্বাসযোগ্য মুখ বলেও মনে করছে দল৷ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, বিজেপি থেকেও অনেকে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন৷
বৈঠক শেষে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, 'দল সর্বভারতীয় স্তরে বিস্তার লাভ করছে৷ তৃণমূলের ডিএনএ-তে কোনও পরিবর্তন হচ্ছে না৷ কিন্তু দলের সংবিধানে কিছু পরিবর্তন করা হবে৷' তৃণমূল সাংসদ আরও জানান, দলের ওয়ার্কিং কমিটির পরবর্তী বৈঠক হবে দিল্লিতে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, TMC