TMC Working Committee Meeting: লক্ষ্য দিল্লি, সংবিধানে বদল আনছে তৃণমূল! ওয়ার্কিং কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত

Last Updated:

তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকেও হরিয়ানার নেতা অশোক তানওয়ার, প্রাক্তন জেডিইউ নেতা পবন বর্মা, তৃণমূলে যোগ দেওয়া লিয়েন্ডার পেজরা উপস্থিত ছিলেন (TMC Working Committee Meeting)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: সর্বভারতীয় স্তরে নিজেদের বিস্তৃত করার লক্ষ্যে এগোচ্ছে দল৷ তাই তৃণমূলের ওয়ার্কিং কমিটিতেও এবার জায়গা পেতে চলেছেন অন্যান্য রাজ্যের নেতারা৷ এ দিন কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (TMC Working Committee Meeting)৷ একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, দলের পরবর্তী ওয়ার্কিং কমিটির বৈঠক হবে দিল্লিতে৷ যা হবে এই প্রথমবার৷
এ দিন কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল৷ সেই বৈঠকের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ বারো জন কংগ্রেস বিধায়ক তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন৷
advertisement
advertisement
বিজেপি বিরোধিতায় সাংমা সহ বাকি বিধায়কদের আরও সুর চড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ শুধু তাই নয়, গোটা উত্তর-পূর্ব ভারতে দলের সংগঠন বিস্তারে মুকুল সাংমাকেই মমতা বন্দ্যেপাধ্যায় দায়িত্ব দেন বলে খবর৷
তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকেও হরিয়ানার নেতা অশোক তানওয়ার, প্রাক্তন জেডিইউ নেতা পবন বর্মা, তৃণমূলে যোগ দেওয়া লিয়েন্ডার পেজরা উপস্থিত ছিলেন৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দল যেহেতু সর্বভারতীয় স্তরে সংগঠন ছড়িয়ে দিচ্ছে, তাই ওয়ার্কিং কমিটিতেও অন্যান্য রাজ্যের নেতাদের জায়গা দেওয়া হবে৷
advertisement
বর্তমানে তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে একুশ জন রয়েছেন৷ তা বাড়িয়ে ওয়ার্কিং কমিটিতে তিরিশ জনকে জায়গা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে৷ অশোক তানওয়ার, মুকুল সাংমা, যশবন্ত সিনহাদেরও ওয়ার্কিং কমিটিতে নিয়ে আসা হচ্ছে বলে খবর৷ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেওয়া হয়েছে বলে খবর৷
advertisement
সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বিজেপি-র বিরোধিতায় কোনও রকম আপোস করা হবে না৷ এক্ষেত্রে কংগ্রেসের কোনও শর্তও যে মানা হবে না, এ দিন নাম না করে তাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ এ দিনের বৈঠকের আলোচনা থেকে পরিষ্কার, কংগ্রেসকে সরিয়ে প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় রাজনীতিতে জায়গা করে নিতে চাইছে তৃণমূল৷ বিজেপি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ই সবথেকে বিশ্বাসযোগ্য মুখ বলেও মনে করছে দল৷ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, বিজেপি থেকেও অনেকে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন৷
advertisement
বৈঠক শেষে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, 'দল সর্বভারতীয় স্তরে বিস্তার লাভ করছে৷ তৃণমূলের ডিএনএ-তে কোনও পরিবর্তন হচ্ছে না৷ কিন্তু দলের সংবিধানে কিছু পরিবর্তন করা হবে৷' তৃণমূল সাংসদ আরও জানান, দলের ওয়ার্কিং কমিটির পরবর্তী বৈঠক হবে দিল্লিতে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Working Committee Meeting: লক্ষ্য দিল্লি, সংবিধানে বদল আনছে তৃণমূল! ওয়ার্কিং কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement