হোম /খবর /কলকাতা /
ডাক্তার-মোক্তার-শিক্ষক! পুরভোটে বিজেপির প্রার্থী তালিকায় একগুচ্ছ চমক

KMC Election 2021 | BJP Candidate List: ডাক্তার-মোক্তার-শিক্ষক! পুরভোটে বিজেপির প্রার্থী তালিকায় একগুচ্ছ চমক...

পুরভোটে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ

পুরভোটে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ

KMC Election 2021 | BJP Candidate List: বিজেপির প্রার্থী তালিকায় স্থান করে নিয়েছেন ৪৮ জন নতুন মুখ। মহিলা রয়েছেন ৫০ জন।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন (KMC Election 2021 | BJP Candidate List)। ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে সিপিআইএম, তৃণমূল ও কংগ্রেস। সোমবার, ১৪৪ জনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রার্থী তালিকায় প্রায় ৪৮-এর বেশি তরুণ মুখ, মহিলা রয়েছেন ৫০ জন। এছাড়াও, ২২ নং ওয়ার্ডের প্রার্থী (BJP Candidates) মীনা দেবী পুরোহিত। তালিকায় মহিলা রয়েছেন ৫০ জন, যুব প্রার্থী ৪৮ জন। রয়েছেন ৫ জন উকিল, ৩ ডাক্তার ১ প্রাক্তন সেনা কর্তা। শিক্ষক  অধ্যাপক রয়েছেন ৪ জন। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী রয়েছেন ৯ জন।

আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর আর্জিতে সাড়া দেবে সুপ্রিম কোর্ট? নন্দীগ্রাম মামলায় তাকিয়ে সব পক্ষ

বিজেপির প্রার্থী (BJP Candidates) তালিকায় (KMC Election 2021 | BJP Candidate List) স্থান করে নিয়েছেন ৪৮ জন নতুন মুখ। রয়েছেন বেশ কয়েকজন শিক্ষক অধ্যাপক। ১ নম্বর ওয়ার্ডে লড়ছেন আশিস কুমার ত্রিবেদী। ২ নম্বর ওয়ার্ডে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন রাজেন্দ্রপ্রসাদ সাউ। ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী অনিমা সিং। ৫ নম্বর ওয়ার্ডে শ্রীরাম যাদব। বিজয় ওঝা প্রার্থী হয়েছেন ২৩ নম্বর ওয়ার্ডে। ৩৮ নম্বর ওয়ার্ডে রমেশ জয়সওয়াল। ৫০ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়াচ্ছেন সজল ঘোষ (KMC Election 2021 | BJP Candidate List)।

পুরভোটে গেরুয়া শিবির পুরভোটে গেরুয়া শিবির

প্রার্থী তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,

১ নম্বর ওয়ার্ডের প্রার্থী আশীষ ত্রিবেদী

২ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাজেন্দ্র কুমার সাউ

৪ নং ওয়ার্ডের প্রার্থী সব্যসাচী চক্রবর্তী

৫ নং ওয়ার্ডের প্রার্থী শ্রীরাম যাদব

সাত নম্বর ওয়ার্ডের প্রার্থী ব্রজেশ ঝা৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনোজ সিংহ

৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী রুবি বন্দ্যোপাধ্যায়

১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী ঈশ্বর সাহু

পুরভোটে গেরুয়া শিবির পুরভোটে গেরুয়া শিবির

১১ নম্বর ওয়ার্ড- মানস সেন চৌধুরী১২ নম্বর ওয়ার্ড- তনুশ্রী রায়১৩ নম্বর ওয়ার্ড- কর্নেল কুণাল ভট্টাচার্য১৪ নম্বর ওয়ার্ড- দেবরাজ সাহা১৫ নম্বর ওয়ার্ড- অনিতা দাস১৬ নম্বর ওয়ার্ড- শরৎ সিং১৭ নম্বর ওয়ার্ড- প্রতিমা বন্দ্যোপাধ্যায় জয়সওয়াল১৮ নম্বর ওয়ার্ড- অনুরাধা শীল১৯ নম্বর ওয়ার্ড- দেবাশিস শীল২০ নম্বর মুকুন্দ ঝাওয়াল

আরও পড়ুন:লোকসভার পুনরাবৃত্তি রাজ্যসভায়, ধ্বনি ভোটে পাশ কৃষি আইন প্রত্যাহার বিল!

২১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী

২২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত২৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বিজয় ওঝা২৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কামিনী তিওয়ারি২৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সুনীল হর্ষ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শশী গণ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মঞ্জু জয়সওয়াল২৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অমিয় হাজরা২৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মহম্মদ মোক্তার৩০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মঞ্জুরী ধর কউর৩১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী নারায়ণ চৌধুরী৩২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রুবি সান্যাল৩৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রীতা দেবনাথ মণ্ডল৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সোমা দাস৩৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী গিরীশ শুক্লা৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রবিকান্ত সিংহ৩৭ ওয়ার্ড :৩৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রমেশ ঠাকুর জয়সওয়াল৩৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মহম্মদ জাহাঙ্গির

৪০ ওয়ার্ডে বিজেপি প্রার্থী শেফালি শর্মা৪১ ওয়ার্ডে বিজেপি প্রার্থী রাজীব সিন্হা৪২ ওয়ার্ডে বিজেপি প্রার্থী সুনীতা ঝাওয়ারা৪৩ ওয়ার্ডে বিজেপি প্রার্থী ছন্দা কানওয়ার৪৪ ওয়ার্ডে বিজেপি প্রার্থীমুকেশ সিংহ৪৫ ওয়ার্ডে বিজেপি প্রার্থী কুশল পাণ্ডে৪৬ ওয়ার্ডে বিজেপি প্রার্থী৪৭ ওয়ার্ডে বিজেপি প্রার্থী চিত্রা পাল ভাসানিয়া৪৮ ওয়ার্ডে বিজেপি প্রার্থী৪৯ ওয়ার্ডে বিজেপি প্রার্থী রাজলক্ষ্মী বিশ্বাস৫০ ওয়ার্ডে বিজেপি প্রার্থী সজল ঘোষ৫১ ওয়ার্ডে বিজেপি প্রার্থী সঞ্জীব গুঁই৫২ ওয়ার্ডে বিজেপি প্রার্থী কামিনী খটিক৫৩ ওয়ার্ডে বিজেপি প্রার্থী গৌতম দাশগুপ্ত৫৪ ওয়ার্ডে বিজেপি প্রার্থী দেবাশিস দত্ত৫৫ ওয়ার্ডে বিজেপি প্রার্থী অমৃতা ঘোষ৫৬ ওয়ার্ডে বিজেপি প্রার্থী৫৭ ওয়ার্ডে বিজেপি প্রার্থী মিলন ধারে৫৮ ওয়ার্ডে বিজেপি প্রার্থী চন্দন দাস৫৯ ওয়ার্ডে বিজেপি প্রার্থী ঐশী মাঝি
Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Bengal BJP, KMC, KMC Elections 2021