#ক্যানিং: বিজেপি ছেড়েছেন কয়েকদিন আগে৷ এবার তৃণমূলের মঞ্চে দেখা গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)৷ জল্পনা উস্কে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার দাবি, অন্যান্য অনেকের মতোই শ্রাবন্তী তৃণমূলেই ফিরে এসেছেন (Srabanti Chatterjee attends a TMC program)৷
এ দিন ক্যানিং মহকুমার চার তৃণমূল বিধায়কের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি দিয়ে স্বাগত জানানো হয়৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ক্যানিংয়ের বিধায়ক শ্যামল মণ্ডল৷
আরও পড়ুন: ডাক্তার-মোক্তার-শিক্ষক! পুরভোটে বিজেপির প্রার্থী তালিকায় একগুচ্ছ চমক...
অনুষ্ঠানে হাজির ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, 'আমাদের দল থেকে অনেকেই ভোটের আগে বিজেপি-তে চলে গিয়েছিলেন৷ তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে আবার ফিরে এসেছেন৷ তাঁদের সবাইকেই আমরা স্বাগত জানাচ্ছি৷'
বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ বেহালা পশ্চিম কেন্দ্র থেকে তাঁকে প্রার্থীও করে দল৷ কিন্তু বিজেপি প্রার্থী হওয়ার পরেও শ্রাবন্তীকে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা যায়৷ যা নিয়ে তুমুল বিতর্ক হয়৷ নির্বাচনে অবশ্য তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷
আরও পড়ুন: ত্রিপুরায় শক্তিবৃদ্ধিতে খুশির জোয়ার? 'সাগর কিনারে' খোশমেজাজে কুণাল ঘোষ! ভাইরাল ভিডিও
কয়েকদিন আগে বিজেপি ত্যাগের কথা জানান অভিনেত্রী৷ ট্যুইটারে বিজেপি ত্যাগের বার্তা দিতে গিয়ে শ্রাবন্তী অভিযোগ করেন, বাংলার উন্নয়নে বিজেপি-র উদ্যোগের অভাব থাকার কারণেই দল ছাড়লেন তিনি৷
শ্রাবন্তী বিজেপি ছাড়ার পর থেকেই তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা ছড়ায়৷ শ্রাবন্তী অবশ্য সরাসরি সেই সম্ভাবনা খারিজও করেননি৷ ফলে এ দিন তাঁকে তৃণমূলের রাজনৈতিক অনুষ্ঠানের মঞ্চে দেখার পর অভিনেত্রীর শাসক দলে যোগ দেওয়ার নিয়ে চর্চা আরও জোরাল হয়েছে৷
Arpan Mondal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Srabanti Chatterjee, TMC