Rampurhat violence update: রামপুরহাটে কী ঘটেছে, বিশদে জানাতে অমিত শাহের সময় চাইল তৃণমূল! উত্তপ্ত লোকলভা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিজেপি-র অভিযোগ নস্যাৎ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রামপুরহাটের বগটুই গ্রামে (Rampurhat Violence) যে ঘটনা ঘটেছে তা পারিবারিক বিবাদের জের৷
#দিল্লি: রামপুরহাট কাণ্ডের (Rampurhat Violence) বিষয়ে বিশদে জানানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করতে চান তৃণমূল সাংসদরা৷ এ দিন লোকসভায় এমনই জানিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)৷ তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই অমিত শাহের সময় চাওয়া হয়েছে৷
একই সঙ্গে বিজেপি-র অভিযোগ নস্যাৎ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছে তা পারিবারিক বিবাদের জের৷ তৃণমূল সাংসদ বলেন, 'এখানে বিজেপি- তৃণমূল বা তৃণমূলের সঙ্গে অন্য কোনও দলের বিবাদ নয়। দুই পরিবারের অভ্যন্তরীণ বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে৷ মুখ্যমন্ত্রী সিট গঠন করেছেন।কুড়িজনকে গ্রেফতার করা হয়েছে৷ এটা নিয়ে রাজনীতি করবেন না৷' তৃণমূল সাংসদ আরও জানান, 'আমরা অমিত শাহর সঙ্গে দেখা করতে সময় চেয়েছি। তাঁকে সব বিস্তারিত জানাবো।'
advertisement
advertisement
এর আগে লোকসভায় বগটুই গ্রামের ঘটনার কথা তুলে সুর চড়ান বিজেপি সাংসদ এবং রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি অভিযোগ করেন, রাজ্যের আইনশৃঙ্খলা এবং শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে৷
আরও পড়ুন: 'কেউ ছাড় পাবে না', চক্রান্তের অভিযোগ তুলে বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়!
advertisement
কেন্দ্রীয় সরকার যাতে পশ্চিমবঙ্গে নিজেদের অধিকার প্রয়োগ করে, সেই দাবিও জানান বালুরঘাটের সাংসদ৷ সুকান্ত মজুমদার আরও দাবি করেন, এখনও বগটুই গ্রামের অন্তত কুড়িজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন৷ বগটুইয়ের ঘটনা নিয়ে লোকসভায় এদিন স্লোগানও দেন বিজেপি সাংসদরা৷
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার বগটুই গ্রামের ঘটনা সামনে আসার পরই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার৷ এবার পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বগটুই গ্রামের ঘটনা নিয়ে নিজেদের বক্তব্য জানাতে চায় তৃণমূল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2022 2:25 PM IST