Mamata Banerjee: 'কেউ ছাড় পাবে না', চক্রান্তের অভিযোগ তুলে বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ''আসলে অশান্তি করতে পারছে না, মানুষ খেতে পারছে না একথা বলতে পারছে না। বাচ্চারা মিড ডি মিল পাচ্ছে না, একথা বলতে পারছে না।''
কলকাতা: রামপুরহাট কাণ্ডে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিধবা ভাতা প্রদানের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''খুবই দুঃখজনক ঘটনা। সঙ্গেসঙ্গে ওসি, এডিপিও-কে সরিয়ে দিয়েছি। অন্তত পঞ্চাশ বার রামপুরহাটে ফোন করেছি। আমরা সিট গঠন করেছি। ডিজি আছেন। ফিরহাদ হাকিম, অনুব্রত মণ্ডলরা গিয়েছিলেন। আমিও কাল যাব। কিন্তু আজ কিছু দল ল্যাংচা খেতে খেতে ল্যাংচাতে ল্যাংচাতে ওখানে যাচ্ছেন। এখন নাকি আসানসোল যাবে। সেখান থেকে যাবে। তাই আমি আজ না গিয়ে কাল যাব।''
যাবে যাক, এটা বাংলা, উত্তর প্রদেশ নয়। হাথরসে আমিও প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, ঢুকতে দেয়নি। আমরা সবাইকে অ্যালাউ করি। হাথরস, উন্নাও নিয়ে তো কিছু হয় না। এখানে তোমরা ঘটনা ঘটাবে, আর তারপর টিভি-তে বসে পড়বে। আমরা সবার বিচার করি। কাউকে ছাড়া হবে না।'' রাজ্যপালকেও নাম না করে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ''এখানে আছেন এক লাটসাহেব। সারা দিন বলছে বাংলা খারাপ। শিলিগুড়ি, দার্জিলিং সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, আর নিন্দা করে যাচ্ছে।''
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ''আসলে অশান্তি করতে পারছে না, মানুষ খেতে পারছে না একথা বলতে পারছে না। বাচ্চারা মিড ডি মিল পাচ্ছে না, একথা বলতে পারছে না।''
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''আমরা কি কখনো চাই আমরা চাই কি কখনো রক্ত ঝরুক। কারা করে? যারা সরকার নেই, চক্রান্ত করে তারাই এই ধরনের ঘটনা ঘটায়।'' এদিকে, রামপুরহাট কাণ্ডে রাজভবন নবান্ন সংঘাত অব্য়াহত। চলছে চিঠি, পাল্টা চিঠি। গতকালই রাজ্যপালকে কড়া ভাষায় চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন পাল্টা মুখ্যমন্ত্রীকে চিঠিতে রাজ্যপাল লিখেছেন, "এইরকম একটি ঘটনায় রাজভবন তার মুখ বন্ধ করে রাখতে পারে না। আপনি বলছেন রাজ্য শান্তিপূর্ণ রয়েছে। নির্বাচন-পরবর্তী হিংসায় কী হয়েছে তা দেখা গিয়েছে। সিটের বিশ্বাসযোগ্যতা কি রয়েছে? আপনি সবসময় সংবিধানকে এড়িয়ে গিয়েছেন।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2022 1:06 PM IST