চাপ বাড়াচ্ছে তৃণমূল! সংসদে এই বিষয় নিয়ে সরব দলের একের পর এক সাংসদ
- Published by:Suvam Mukherjee
- Written by:Rajib Chakraborty
Last Updated:
লোকসভায় জিরো আওয়ারে বিষয়টি তোলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: গোবিন্দভোগ চালের উপর থেকে রফতানি শুল্ক ইস্যুতে সংসদে বৃহস্পতিবার সরব হয় তৃণমূল কংগ্রেস। লোকসভায় জিরো আওয়ারে বিষয়টি তোলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। তাঁর বক্তব্য, বিপুল পরিমাণে রফতানি শুল্ক থাকায় মার খাচ্ছেন কৃষকরা।
প্রসঙ্গত, গোবিন্দভোগ চালের ওপর ২০ শতাংশ রফতানি শুল্ক ধার্য করেছে কেন্দ্রীয় সরকার। অপরূপা বলেন, আরামবাগের বিভিন্ন এলাকায় আতপ এবং গোবিন্দভোগ চালের উৎপাদন হয়। তাঁর কথায়, সারের দাম বিপুল পরিমাণে বৃদ্ধি হওয়ায় এমনিতেই চাপে রয়েছেন কৃষকরা। তাঁর মধ্যে ২০ শতাংশ রফতানি শুল্ক থাকায় চাষিরা লাভের মুখ দেখতে পাচ্ছেন না। কেন্দ্রীয় সরকারকে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করার আবেদন জানান তিনি।
advertisement
এবারে শীতকালীন অধিবেশনে বিষয়টি প্রথম তোলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাজেটের অতিরিক্ত বরাদ্দ নিয়ে আলোচনায় একই দাবি তুলেছিলেন তিনি। তাঁর দাবি, গোবিন্দভোগ চালের খ্যাতি রয়েছে দেশজুড়ে। বাসমতি চালকে ২০ শতাংশ আমদানি শুল্কের বাইরে রাখা হয়েছে। অথচ কেন গোবিন্দভোগ চালের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন তিনি।
advertisement
advertisement
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, গোবিন্দভোগ চাল বাসমতি চালের থেকে কোনও অংশে কম নয়। অবিলম্বে গোবিন্দভোগ চালের ক্ষেত্রেই একই কর কাঠামো চালুর দাবি করেন তিনি। এরপর বুধবার ফের গোবিন্দ ভোগ চালের ওপর ধার্য করা রফতানি শুল্কের বিষয়টি তোলেন রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ আবীর রঞ্জন বিশ্বাস। রাজ্যসভায় জিরো আওয়ারে বিষয়টি তোলেন তৃণমূল সাংসদ আবীররঞ্জন বিশ্বাস।
advertisement
তিনি বলেন, এই চালের সঙ্গে ভগবান গোবিন্দের নাম জড়িয়ে রয়েছে। তাঁর কথায়, গোবিন্দভোগ চাল পশ্চিমবঙ্গের একটি সুগন্ধি খাদ্য সামগ্রী। এর জিআই ট্যাগ পেয়েছে বাংলা।
আবীরের কথায়, "গোবিন্দভোগ চাল পশ্চিমবঙ্গের একটি সুগন্ধী চাল। ২০১৭ সালে এই চাল জিআই ট্যাগ পেয়েছে। গোবিন্দভোগ চাল থেকে অনেক সুস্বাদু খাবার তৈরি হয়। এটির সঙ্গে নাম জড়িয়ে রয়েছে দেবতা গোবিন্দের। ইউরোপ, তেল উৎপাদক দেশগুলিতে এই চাল রফতানি করা হয়।"
advertisement
তাঁর মতে, "রাজ্য সরকার এই চাল উৎপাদনের জন্য কৃষকদের উৎসাহিত করে। রাজ্যের নির্দিষ্ট কিছু জায়গায় এই চালের চাষ হয়। অথচ এই চাল রফতানিতে কেন্দ্রীয় সরকার ২০ শতাংশ শুল্ক বসিয়েছে। যার ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2022 7:44 AM IST