'স্বৈরাচার অন্ধকার পরিস্থিতি!' মেডিক্যাল পড়ুয়াদের দাবিকে সমর্থন রাহুলের
- Published by:Suvam Mukherjee
- Written by:Onkar Sarkar
Last Updated:
কৌশিক সেন, অপর্ণা সেনের পর পড়ুয়াদের পাশে দাঁড়ালেন অভিনেতা রাহুল চট্টোপাধ্যায়।
#ওঙ্কার সরকার, কলকাতা: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনড় মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। কৌশিক সেন, অপর্ণা সেনের পর তাঁদের পাশে দাঁড়ালেন অভিনেতা রাহুল চট্টোপাধ্যায়। একটি ভিডিও বার্তার সাহায্যে পাশে থাকা আশ্বাস দেন তিনি।
রাহুল জানান, "বর্তমানে আমরা একটা স্বৈরাচার অন্ধকার পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। দিনের পর দিন গা-জোয়ারি যে জায়গায় যাচ্ছে, তা অসময়কে চিহ্নিত করে। প্রথমে শাসক দল বইকে ভয় পাচ্ছিলেন, শিক্ষকদের ভয় পাচ্ছিলেন। আর এখন তা ডাক্তারদের উপর নেমে এসেছে। মেডিক্যাল কলেজের পড়ুয়াদের দাবি নির্বাচনের। কিন্তু ভোট আবার কী? আমরা যাকে দাঁড় করাব, সেটাই ফল, এমন মানসিকতার যাঁরা রয়েছে, তাঁদের কাছে এটা অনার্য একটা দাবি। কিন্তু গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক পদ্ধতি সর্বশেষে জয়ী হয়। তাই আমাদের ছাত্র-ছাত্রীরা অনশনে বসেছেন। তাঁদের শরীর ভেঙে আসলেও মনোবল এখনও ভাঙেনি। এখন দেখা যাক, এই অন্যায়টা কতদূর গড়ায়! কতদূর জল গড়াইয়ের!"
advertisement
অন্যদিকে পড়ুয়াদের সমর্থন জানিয়ে সকালে সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোষ্ট করেছিলেন অপর্ণা সেন। বর্তমানে তাঁদের যে অবস্থান তাতে সমর্থন জানিয়েছেন তিনি। এমনকী কিছুদিন আগে পাশে দাঁড়িয়ে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন নাট্যকার কৌশিক সেনও।
advertisement
অন্যদিকে মেডিক্যাল কলেজের নির্বাচন নিয়ে এখনও জট কাটেনি। বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক হলেও এখনও মেলেনি রফাসূত্র। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে পড়ুয়াদের আন্দোলনে যোগ দেন অভিভাবকরা। অনশন আন্দোলনে সামিল হন তাঁরা। একবার অধ্যক্ষের সঙ্গে কথাও বলেন। তাঁরা জানান আজকেই মীমাংসা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ।
advertisement
পরবর্তীকালেই স্বাস্থ্যভবনে একটি জরুরি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য সচিব, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ।
বৈঠক শেষে অধ্যক্ষ জানান, "আলোচনা চলছে। কথা তো আর বন্ধ করা যাবে না। সেই বিষয়ে আলোচনা করে গেলাম। সমস্যা মেটানোটা আমাদের কলেজ কাউন্সিলের হাতে নেই। নির্বাচন হবে না, এমনটা তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়নি। একেবারে পুরোপুরি যাতে বন্ধ না হয়ে যায়, তার জন্যই এই আলোচনা করা।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2022 7:15 AM IST

