'আমি তো ওকে রাখি পরাই', ২৮তম চলচ্চিত্র উৎসবের মঞ্চে মমতা , শাহরুখ

Last Updated:
২৮ তম চলচ্চিত্র উৎসবে গ্ল্যামারের ছড়াছড়ি.... কে ছিলেন আর কে ছিলেন না? অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট থেকে শুরু করে জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিং। টলিউডের ব্যক্তিত্বরা তো ছিলেনই। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্যপাল সিভি আনন্দ বোস।
1/13
বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শাহরুখ খান
বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শাহরুখ খান
advertisement
2/13
কিং খানের ছোট পুত্র আব্রামের সঙ্গে মুখ্যমন্ত্রী
কিং খানের ছোট পুত্র আব্রামের সঙ্গে মুখ্যমন্ত্রী
advertisement
3/13
২০১৯ সালের পর অতিমারির বছরে কলকাতা চলচ্চিত্র উৎসব হয়নি। ২০২১ সালেও নয়। ২০২২ সালের এপ্রিলে আগের বছরের চলচ্চিত্র উৎসব দেরিতে উদ্‌যাপিত হয়েছিল। তবে সেখানে তারকাদের উপস্থিতি ছিল কম! সব অভাব পুষিয়ে গেল ২৮তম চলচ্চিত্র উৎসবে
২০১৯ সালের পর অতিমারির বছরে কলকাতা চলচ্চিত্র উৎসব হয়নি। ২০২১ সালেও নয়। ২০২২ সালের এপ্রিলে আগের বছরের চলচ্চিত্র উৎসব দেরিতে উদ্‌যাপিত হয়েছিল। তবে সেখানে তারকাদের উপস্থিতি ছিল কম! সব অভাব পুষিয়ে গেল ২৮তম চলচ্চিত্র উৎসবে
advertisement
4/13
দেব, সায়ন্তনী, শ্রাবন্তী, রুক্মিণী, পাওলমি, শুভশ্রী, মিমি, সোহমের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়
দেব, সায়ন্তনী, শ্রাবন্তী, রুক্মিণী, পাওলমি, শুভশ্রী, মিমি, সোহমের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement
5/13
কুমার শানু ও মমতা বন্দ্যোপাধ্যায়
কুমার শানু ও মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement
6/13
জয়া বচ্চন ও মমতা বন্দ্যোপাধ্যায়
জয়া বচ্চন ও মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement
7/13
শত্রুঘ্ণ সিনহা, মহেশ ভাট, বাবুল সুপ্রিয়র সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়
শত্রুঘ্ণ সিনহা, মহেশ ভাট, বাবুল সুপ্রিয়র সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement
8/13
২৮ তম চলচ্চিত্র উৎসবে গ্ল্যামারের ছড়াছড়ি.... কে ছিলেন আর কে ছিলেন না? অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট থেকে শুরু করে জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিং। টলিউডের ব্যক্তিত্বরা তো ছিলেনই। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্যপাল সিভি আনন্দ বোস।
২৮ তম চলচ্চিত্র উৎসবে গ্ল্যামারের ছড়াছড়ি.... কে ছিলেন আর কে ছিলেন না? অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট থেকে শুরু করে জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিং। টলিউডের ব্যক্তিত্বরা তো ছিলেনই। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্যপাল সিভি আনন্দ বোস।
advertisement
9/13
অমিতা বচ্চন ও  রাজ্যপাল সিভি আনন্দ বোস
অমিতা বচ্চন ও রাজ্যপাল সিভি আনন্দ বোস
advertisement
10/13
'ফ্রেম হো তো অ্যায়সি'...অমিতাভ, মমতা, শাহরুখ
'ফ্রেম হো তো অ্যায়সি'...অমিতাভ, মমতা, শাহরুখ
advertisement
11/13
ডায়াসে দাঁড়িয়ে জয়া বাংলাতেই বললেন, ‘‘আমি আর কী বলব, বলবেন তো উনি, যিনি তিন বছর ধরে না বলা সব কথা বুকে পেটে ভরে এনেছেন।... জামাইয়ের সামনে মেয়ের দাম অনেক কম।’’
ডায়াসে দাঁড়িয়ে জয়া বাংলাতেই বললেন, ‘‘আমি আর কী বলব, বলবেন তো উনি, যিনি তিন বছর ধরে না বলা সব কথা বুকে পেটে ভরে এনেছেন।... জামাইয়ের সামনে মেয়ের দাম অনেক কম।’’
advertisement
12/13
একেবারে প্রথম সারির মাঝখানের আসনটি ছিল মমতার। তাঁর এক পাশে রাজ্যপাল বোস, অমিতাভ, জয়া, সৌরভ, মহেশ ভাট। অন্যপাশে শাহরুখ, রানি, শত্রুঘ্ন, কুমার শানু।
একেবারে প্রথম সারির মাঝখানের আসনটি ছিল মমতার। তাঁর এক পাশে রাজ্যপাল বোস, অমিতাভ, জয়া, সৌরভ, মহেশ ভাট। অন্যপাশে শাহরুখ, রানি, শত্রুঘ্ন, কুমার শানু।
advertisement
13/13
শাহরুখ ও অমিতাভ। অনুষ্ঠানের শুরু উদ্বোধনী নৃত্যানুষ্ঠানে। যার পরিকল্পনা করেছেন মমতা নিজেই। নেপথ্যে স্তোত্রপাঠ অমিতাভের। বন্দিশে উস্তাদ রাশিদ খান। নৃত্য পরিকল্পক ডোনা গঙ্গোপাধ্যায় এবং গান গেয়েছেন বাংলার খ্যাতনামী শিল্পীরা।
শাহরুখ ও অমিতাভ। অনুষ্ঠানের শুরু উদ্বোধনী নৃত্যানুষ্ঠানে। যার পরিকল্পনা করেছেন মমতা নিজেই। নেপথ্যে স্তোত্রপাঠ অমিতাভের। বন্দিশে উস্তাদ রাশিদ খান। নৃত্য পরিকল্পক ডোনা গঙ্গোপাধ্যায় এবং গান গেয়েছেন বাংলার খ্যাতনামী শিল্পীরা।
advertisement
advertisement
advertisement