Goa Forward Party may form alliance with TMC: মমতা পা দেওয়ার আগেই বড় খবর, গোয়ায় এই দলের সঙ্গে জোট বাঁধতে পারে তৃণমূল

Last Updated:

গোয়া ফরওয়ার্ড পার্টির কার্যকরী সভাপতি কিরণ কানডোলকর শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্গার তুলনা করেছেন (Goa Forward Party may form alliance with TMC)৷

তৃণমূলের জোটসঙ্গী হতে পারে গোয়া ফরওয়ার্ড পার্টি৷
তৃণমূলের জোটসঙ্গী হতে পারে গোয়া ফরওয়ার্ড পার্টি৷
#পানাজি: গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপি, কংগ্রেসের চিন্তা আরও বাড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস (TMC alliance in Goa)৷ সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে আগ্রাহী গোয়া ফরওয়ার্ড পার্টি (Goa Forward Party)৷ ইতিমধ্যেই গোয়া ফরওয়ার্ড পার্টির নেতাদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে৷
প্রসঙ্গত, আগামী ২৮ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া যাওয়ার কথা (Mamata Banerjee in Goa)৷ সেই সময় গোয়ার আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতা তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর৷ শেষ পর্যন্ত গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট হলে গোয়ার নির্বাচনে (Goa Assembly Polls) তৃণমূলও যে বিজেপি, কংগ্রেসের আরও বড় মাথাব্যথার কারণ হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না৷
advertisement
advertisement
২০১৬ সালে পথ চলা শুরু করেছিল গোয়া ফরওয়ার্ড পার্টি৷ গত বিধানসভা নির্বাচনে চারটি আসনে প্রার্থী দিয়ে তিনটি আসনে জয়লাভ করেছিল তাঁরা৷ কংগ্রেসের পাশাপাশি বিজেপি-রও জোটসঙ্গী হয়েছে গোয়ার এই রাজনৈতিক দলটি৷ গোয়ায় বিজেপি-র নেতৃত্বাধীন সরকার গঠনেও গোয়া ফরওয়ার্ড পার্টির বড় ভূমিকা ছিল৷ প্রথমে কংগ্রেসের সঙ্গে জোটের কথা বললেও শেষ পর্যন্ত গোয়া ফরওয়ার্ড পার্টির সমর্থনেই গোয়ায় সরকার গঠন করেছিল বিজেপি৷
advertisement
গোয়া ফরওয়ার্ড পার্টির কার্যকরী সভাপতি কিরণ কানডোলকর শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্গার তুলনা করেছেন৷ একই সঙ্গে বিজেপি-কে অসুরের সঙ্গে তুলনা করেছেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে তিনি বলেন, গোয়ায় অসুরের রাজত্ব শেষ করতে পশ্চিমবঙ্গ থেকে মা দুর্গাকে নিয়ে আসতে হবে৷ টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কিরণ কানডোলকর স্বীকার করে নিয়েছেন যে আগামী বিধানসভা নির্বাচনে জোট গঠনের জন্য তৃণমূলের সঙ্গে গোয়া ফরওয়ার্ড পার্টির আলোচনা শুরু হয়েছে৷
advertisement
গোয়া ফরওয়ার্ড পার্টির নেতার ওই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই তিনি বলেন, 'গোয়ার মানুষই কখনওই এরকম তুলনা টানাকে বরদাস্ত করবে না৷ একজন দেবীর সঙ্গে মানুষের কখনওই তুলনা টানা যায় না৷ তাও আবার এমন একজনের সঙ্গে তুলনা টানা হচ্ছে, যিনি মহিলাদের উপরে ভোটের পর অত্যাচার চালিয়েছেন৷'
advertisement
আগামী বছরের শুরুতেই গোয়ায় নির্বাচন৷ তৃণমূল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা গোয়ার নির্বাচনে লড়বে৷ শেষ পর্যন্ত গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে তৃণমূলের জোট হলে গোয়ার রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Goa Forward Party may form alliance with TMC: মমতা পা দেওয়ার আগেই বড় খবর, গোয়ায় এই দলের সঙ্গে জোট বাঁধতে পারে তৃণমূল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement