Goa Forward Party may form alliance with TMC: মমতা পা দেওয়ার আগেই বড় খবর, গোয়ায় এই দলের সঙ্গে জোট বাঁধতে পারে তৃণমূল

Last Updated:

গোয়া ফরওয়ার্ড পার্টির কার্যকরী সভাপতি কিরণ কানডোলকর শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্গার তুলনা করেছেন (Goa Forward Party may form alliance with TMC)৷

তৃণমূলের জোটসঙ্গী হতে পারে গোয়া ফরওয়ার্ড পার্টি৷
তৃণমূলের জোটসঙ্গী হতে পারে গোয়া ফরওয়ার্ড পার্টি৷
#পানাজি: গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপি, কংগ্রেসের চিন্তা আরও বাড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস (TMC alliance in Goa)৷ সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে আগ্রাহী গোয়া ফরওয়ার্ড পার্টি (Goa Forward Party)৷ ইতিমধ্যেই গোয়া ফরওয়ার্ড পার্টির নেতাদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে৷
প্রসঙ্গত, আগামী ২৮ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া যাওয়ার কথা (Mamata Banerjee in Goa)৷ সেই সময় গোয়ার আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতা তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর৷ শেষ পর্যন্ত গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট হলে গোয়ার নির্বাচনে (Goa Assembly Polls) তৃণমূলও যে বিজেপি, কংগ্রেসের আরও বড় মাথাব্যথার কারণ হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না৷
advertisement
advertisement
২০১৬ সালে পথ চলা শুরু করেছিল গোয়া ফরওয়ার্ড পার্টি৷ গত বিধানসভা নির্বাচনে চারটি আসনে প্রার্থী দিয়ে তিনটি আসনে জয়লাভ করেছিল তাঁরা৷ কংগ্রেসের পাশাপাশি বিজেপি-রও জোটসঙ্গী হয়েছে গোয়ার এই রাজনৈতিক দলটি৷ গোয়ায় বিজেপি-র নেতৃত্বাধীন সরকার গঠনেও গোয়া ফরওয়ার্ড পার্টির বড় ভূমিকা ছিল৷ প্রথমে কংগ্রেসের সঙ্গে জোটের কথা বললেও শেষ পর্যন্ত গোয়া ফরওয়ার্ড পার্টির সমর্থনেই গোয়ায় সরকার গঠন করেছিল বিজেপি৷
advertisement
গোয়া ফরওয়ার্ড পার্টির কার্যকরী সভাপতি কিরণ কানডোলকর শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্গার তুলনা করেছেন৷ একই সঙ্গে বিজেপি-কে অসুরের সঙ্গে তুলনা করেছেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে তিনি বলেন, গোয়ায় অসুরের রাজত্ব শেষ করতে পশ্চিমবঙ্গ থেকে মা দুর্গাকে নিয়ে আসতে হবে৷ টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কিরণ কানডোলকর স্বীকার করে নিয়েছেন যে আগামী বিধানসভা নির্বাচনে জোট গঠনের জন্য তৃণমূলের সঙ্গে গোয়া ফরওয়ার্ড পার্টির আলোচনা শুরু হয়েছে৷
advertisement
গোয়া ফরওয়ার্ড পার্টির নেতার ওই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই তিনি বলেন, 'গোয়ার মানুষই কখনওই এরকম তুলনা টানাকে বরদাস্ত করবে না৷ একজন দেবীর সঙ্গে মানুষের কখনওই তুলনা টানা যায় না৷ তাও আবার এমন একজনের সঙ্গে তুলনা টানা হচ্ছে, যিনি মহিলাদের উপরে ভোটের পর অত্যাচার চালিয়েছেন৷'
advertisement
আগামী বছরের শুরুতেই গোয়ায় নির্বাচন৷ তৃণমূল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা গোয়ার নির্বাচনে লড়বে৷ শেষ পর্যন্ত গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে তৃণমূলের জোট হলে গোয়ার রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Goa Forward Party may form alliance with TMC: মমতা পা দেওয়ার আগেই বড় খবর, গোয়ায় এই দলের সঙ্গে জোট বাঁধতে পারে তৃণমূল
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement