TMC gives jolt to Congress in Goa: গোয়ায় ফের কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল, ফাটল আরও চওড়া হল দুই দলে?

Last Updated:

মঙ্গলবারই গোয়ার ভারপই ব্লক কংগ্রেস কমিটির সভাপতি দশরথ মান্দ্রেকর এবং আটজন পদাধিকারী তৃণমূলে যোগ দেন (TMC gives jolt to Congress in Goa)৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#পানাজি: গোয়ায় ফের কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস (TMC gives jolt to Congress in Goa)৷ গোয়ার প্রায় দুশো কংগ্রেস (Congress) কর্মী তৃণমূলে যোগ দিলেন৷ ওই কর্মীরা গত সোমবার গোয়ার ভালপই ব্লক কংগ্রেস কমিটির সদস্য ছিলেন৷
মঙ্গলবারই গোয়ার ভারপই ব্লক কংগ্রেস কমিটির সভাপতি দশরথ মান্দ্রেকর এবং আটজন পদাধিকারী তৃণমূলে যোগ দেন (Congress Workers Join TMC in Goa)৷ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়া রাঠোরও তৃণমূলে যোগ দিয়েছেন৷
তৃণমূলের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, 'দুশোরও বেশি কংগ্রেস কর্মী এবং পদাধধিকারীরা গোয়ায় তৃণমূলে যোগদান করেছেন৷ এর থেকেই স্পষ্ট, প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গিরিশ চোদানকার এবং এআইসিসি-র দায়িত্বপ্রাপ্ত পি চিদম্বরমের অধীনে গোয়ায় কংগ্রেস ভেঙে পড়েছে৷ মানুষ দ্রুত নতুন ভোরের দিকে এগিয়ে যাচ্ছেন৷'
advertisement
advertisement
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো তৃণমূলে (TMC in Goa) যোগ দিয়ে জানিয়েছিলেন, কংগ্রেস পরিবারকে ফের একত্রিত করবেন তিনি৷ যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবথেকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা যায়৷
এআইসিসি-র তরফে গোয়ার অন্যতম ভারপ্রাপ্ত নেতা দীনেশ গুন্ডু রাও ইতিমধ্যেই অভিযোগ করেছেন, গোয়ায় কংগ্রেসকে দুর্বল করতে বড়সড় ষড়যন্ত্র করছে তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি৷ তাঁর অভিযোগ ছিল, বিজেপি-র মতো ফ্যাসিস্ট দলের জয় নিশ্চিত করতেই তৃণমূল, আপের মতো দলগুলি কাজ করছে৷ কংগ্রেস নেতা বলেন, 'ধর্মনিরপেক্ষ জোটকে জেতানোর জন্য এরা এখানে আসেনি৷ এরা বিজেপি-কে সুবিধা পাইয়ে দিতে চাইছে৷'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC gives jolt to Congress in Goa: গোয়ায় ফের কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল, ফাটল আরও চওড়া হল দুই দলে?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement