#কলকাতা: কলকাতায় ফিরলেন তৃণমূলের ৬ প্রতিনিধি ৷ শুক্রবার শিলচর থেকে শহরে ফিরলেন ৬ প্রতিনিধি ৷ রাতভর শিলচর বিমানবন্দরে ছিলেন সকলে ৷ বেলবন্ডে সই করে মুক্তি করা হয় প্রতিনিধিদের ৷ বেলবন্ডে সই করান ডিআইজি দেবরাজ ঠাকুর ৷ প্রায় ১৭ ঘণ্টা আটকে ছিল প্রতিনিধিদল ৷ শিলচরে আছেন সাংসদ মমতাবালা ঠাকুর ৷ শিলচরে আছেন সাংসদ অর্পিতা ঘোষও ৷ দিল্লি যাচ্ছেন মমতাবালা ঠাকুর, অর্পিতা ঘোষ ৷ ‘আমাদের সঙ্গে অনুপ্রবেশকারীর মতো আচরণ’, কলকাতায় ফিরে বললেন সুখেন্দুশেখর রায় ৷
আরও পড়ুন: ১৭ ঘণ্টা বিমানবন্দরে আটকে ছিল তৃণমূলের প্রতিনিধি দল, বেলবন্ডে সই করিয়ে ফেরত পাঠানো হল কলকাতায়
কলকাতায় ফিরে বললেন ফিরহাদ হাকিম জানালেন, ‘ভারত সকলের ৷ সব জায়গায় যাওয়ার অধিকার সকলের ৷ অগণতান্ত্রিকভাবে আমাদের আটকানো হয় ৷ আমরা মানুষের স্বার্থে গিয়েছিলাম ৷ অসমের মানুষকে বঞ্চিত করা হচ্ছে ৷ এর বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ করব ৷ আমরা মানুষের পাশে থাকবই ৷ বিমানবন্দরে আটকে দমানো যাবে না ৷ আমাদের প্রতিবাদ বন্ধ করা যাবে না ৷ বিজেপি দাঙ্গাবাজ দল ৷ ওরা যেখানে যায় দাঙ্গা করে ৷ পশ্চিমবঙ্গ দাঙ্গার জায়গা নয় ৷
আরও পড়ুন: দেশে সুপার এমারজেন্সি চলছে, শিলচর নিয়ে বললেন মমতা
বৃহস্পতিবার বিমানবন্দরে নামতেই আটক। শিলচরে ঢুকতেই দেওয়া হয়নি তৃণমূল প্রতিনিধিদলকে। ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে রাতে গ্রেফতার। আটকাতে গিয়ে মহিলা সাংসদ-বিধায়কদের মারধরেরও অভিযোগ উঠছে। এনআরসিতে বহু মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদে গণ-কনভেনশনে যোগ দিতেই শিলচরে যান তৃণমূল প্রতিনিধিদল।
আরও পড়ুন: শিলচরে গ্রেফতার তৃণমূল প্রতিনিধি দল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।