‘এটা বিস্কুট বিলি নয়’, ইরাকে মৃত ভারতীয়দের নিয়ে দেশে ফিরেই বিতর্কে জড়ালেন ভি কে সিং
Last Updated:
ইরাকে আইএস জঙ্গিদের হাতে নিহত ৩৮ জন ভারতীয়ের মৃহদেহ নিয়ে দেশের মাটিতে পা রেখেই বিতর্কে জড়ালেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং ৷
#নয়াদিল্লি: ইরাকে আইএস জঙ্গিদের হাতে নিহত ৩৮ জন ভারতীয়ের মৃহদেহ নিয়ে দেশের মাটিতে পা রেখেই বিতর্কে জড়ালেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং ৷ বিমানবন্দরে মৃতদের পরিবারের সদস্যকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতির কথা জিজ্ঞাসা করতেই মেজাজ হারিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেন ভি কে সিং ৷ বলেন, ‘এটা বিস্কুট বিলি করার নয়, মানুষের জীবনের ব্যপার ৷’
গতকালই সেনার বিশেষ সি-১৭ বিমানে ৩৮টি কফিনবন্দী ভারতীয়র দেহ নিয়ে প্রথমেই তিনি অমৃতসরে পৌঁছন ৷ সেখানে তাঁকে মৃতের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার প্রশ্ন করলে ভি কে সিং বলেন, ‘এটা বিস্কুট বিলি নয় ৷ এটা মানুষের জীবনের প্রশ্ন ৷ আমার এখন কী করার আছে ? আমি কী পকেটে কিছু রেখেছি ?’
advertisement
advertisement
তাঁর এই মন্তব্যের জেরে বিতর্কের ঝড় উঠেছে বিভিন্ন মহেলে ৷ বিদেশ প্রতিমন্ত্রী এবং একজন প্রাক্তণ সেনাপ্রধান হয়েও কী করে এমন অসংবেদনশীল মন্তব্য করতে পারেন তিনি, প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷
তবে এখানেই থেমে থাকেননি তিনি ৷ ওই ভারতীয়রা বেআইনি ট্র্যাভেল এজেন্টদের হাত ধরে বেআইনিভাবে ইরাকে গিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি ৷ বেআইনি সংস্থা সম্পর্কে ভারত সরকারের কাছে কোনও তথ্য না থাকার কারণেই সরকার আগে থেকে কোনও ব্যবস্থা নিতে পারেনি বলেও এ দিন মন্তব্য করেন ভি কে সিং ৷
advertisement
ইরাকে মৃত ৩৯ জনের মধ্যে একজনের দেহ নিয়ে আইনি জটিলতা থাকায় সেই দেহটি ছাড়া বাকি ৩৮ জনের দেহই দেশে ফিরিয়ে নিয়ে এনেছেন বিদেশ প্রতিমন্ত্রী ৷ এঁদের মধ্যে রয়েছেন ২ বাঙালিও ৷ নিহত খোকন শিকদার তেহট্টের বাসিন্দা এবং নিহত সমর টিকাদার চাপড়ার বাসিন্দা ৷ তাঁদের দেহ গতকাল কল্যাণীর জেএনএম হাসপাতাল রাখা ছিল ৷ আজ সকালে হাসপাতালে যান মন্ত্রী উজ্বল বিশ্বাস ৷ নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি ৷ এরপরেই ২ শ্রমিকের দেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা
advertisement
বাড়ির উদ্দেশে রওনা দেন পরিজনরা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2018 9:18 AM IST