‘এটা বিস্কুট বিলি নয়’, ইরাকে মৃত ভারতীয়দের নিয়ে দেশে ফিরেই বিতর্কে জড়ালেন ভি কে সিং

Last Updated:

ইরাকে আইএস জঙ্গিদের হাতে নিহত ৩৮ জন ভারতীয়ের মৃহদেহ নিয়ে দেশের মাটিতে পা রেখেই বিতর্কে জড়ালেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং ৷

#নয়াদিল্লি: ইরাকে আইএস জঙ্গিদের হাতে নিহত ৩৮ জন ভারতীয়ের মৃহদেহ নিয়ে দেশের মাটিতে পা রেখেই বিতর্কে জড়ালেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং ৷ বিমানবন্দরে মৃতদের পরিবারের সদস্যকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতির কথা জিজ্ঞাসা করতেই মেজাজ হারিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেন ভি কে সিং ৷ বলেন, ‘এটা বিস্কুট বিলি করার নয়, মানুষের জীবনের ব্যপার ৷’
গতকালই সেনার বিশেষ সি-১৭ বিমানে ৩৮টি কফিনবন্দী ভারতীয়র দেহ নিয়ে প্রথমেই তিনি অমৃতসরে পৌঁছন ৷ সেখানে তাঁকে মৃতের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার প্রশ্ন করলে ভি কে সিং বলেন, ‘এটা বিস্কুট বিলি নয় ৷ এটা মানুষের জীবনের প্রশ্ন ৷ আমার এখন কী করার আছে ? আমি কী পকেটে কিছু রেখেছি ?’
advertisement
advertisement
তাঁর এই মন্তব্যের জেরে বিতর্কের ঝড় উঠেছে বিভিন্ন মহেলে ৷ বিদেশ প্রতিমন্ত্রী এবং একজন প্রাক্তণ সেনাপ্রধান হয়েও কী করে এমন অসংবেদনশীল মন্তব্য করতে পারেন তিনি, প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷
তবে এখানেই থেমে থাকেননি তিনি ৷ ওই ভারতীয়রা বেআইনি ট্র্যাভেল এজেন্টদের হাত ধরে বেআইনিভাবে ইরাকে গিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি ৷ বেআইনি সংস্থা সম্পর্কে ভারত সরকারের কাছে কোনও তথ্য না থাকার কারণেই সরকার আগে থেকে কোনও ব্যবস্থা নিতে পারেনি বলেও এ দিন মন্তব্য করেন ভি কে সিং ৷
advertisement
ইরাকে মৃত ৩৯ জনের মধ্যে একজনের দেহ নিয়ে আইনি জটিলতা থাকায় সেই দেহটি ছাড়া বাকি ৩৮ জনের দেহই দেশে ফিরিয়ে নিয়ে এনেছেন বিদেশ প্রতিমন্ত্রী ৷ এঁদের মধ্যে রয়েছেন ২ বাঙালিও ৷ নিহত খোকন শিকদার তেহট্টের বাসিন্দা এবং নিহত সমর টিকাদার চাপড়ার বাসিন্দা ৷ তাঁদের দেহ গতকাল কল্যাণীর জেএনএম হাসপাতাল রাখা ছিল ৷ আজ সকালে হাসপাতালে যান মন্ত্রী উজ্বল বিশ্বাস ৷ নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি ৷ এরপরেই ২ শ্রমিকের দেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা
advertisement
বাড়ির উদ্দেশে রওনা দেন পরিজনরা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘এটা বিস্কুট বিলি নয়’, ইরাকে মৃত ভারতীয়দের নিয়ে দেশে ফিরেই বিতর্কে জড়ালেন ভি কে সিং
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement