ভাইয়ের মৃত্যুতে আকাশ ভেঙে পড়েছিল মাথায়! সংসারের সুরাহা করে দিল আরব আমিরশাহি!

Last Updated:

২৫ বছরের জন্য সুনির্দিষ্ট আয়ের ব্যবস্থা করে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির একটি নতুন মেগা পুরস্কার।

মাথার উপর অনেক দায়িত্ব। চিন্তায় খানিকটা হিমসিম খাচ্ছিলেন ভারতীয় স্থপতি মহম্মদ আদিল। ঠিক সেই সময় ঘটল তাঁর সমস্ত চিন্তার অবসান। আগামী ২৫ বছরের জন্য সুনির্দিষ্ট আয়ের ব্যবস্থা করে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির একটি নতুন মেগা পুরস্কার। জানা গিয়েছে, আদিল আগামী ২৫ বছর প্রতিমাসে ৫.৬ লক্ষের কিছু বেশি টাকা ভাতা পাবেন।
আসলে দুবাইতে কর্মরত এই ভারতীয় স্থপতি পুরস্কারের প্রথম স্থানটি জিতে নিয়েছেন। বৃহস্পতিবার সংবাদিক সম্মেলন করে এই পুরস্কার জয়ের কথা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরশাহির ওই সংস্থা।
advertisement
আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা মহম্মদ আদিল খানকে ‘ফাস্ট ফাইভ ড্র’-এর বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর পুরস্কার মূল্য হিসাবে আগামী ২৫ প্রতি মাসে এই টাকা তিনি পাবেন। ভারতীয় মুদ্রায় এর মূল্য ৫.৬ লক্ষ টাকারও বেশি। সংবাদ মাধ্যম সূত্রে এমনই জানা গিয়েছে।
advertisement
বর্তমানে আদিল দুবাইয়ের একটি রিয়েল এস্টেট কোম্পানির ইন্টিরিয়র ডিজাইন কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন। তাঁর পরিবারে তিনিই একমাত্র উপার্জনকারী। ভারতে তাঁর দেশের বাড়িতে রয়েছেন স্ত্রী, পাঁচ বছরের কন্যা, বৃদ্ধ বাবা-মা। সেই সঙ্গে তাঁর উপর দায়িত্ব রয়েছে তাঁর ভাইয়ের সংসারের। কোভিড অতিমারীতে তাঁর ভাইয়ের মৃত্যু হয়। এই পরিস্থিতিতে বিদেশে কাজ করে সংসার চালানোর চেষ্টা করেন আদিল। তারই মধ্যে পাওয়া এই পুরস্কার যেন তাঁর কাছে কোনও অলৌকিক ঘটনা।
advertisement
আদিল বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ। আমার জীবনে অর্থের প্রয়োজন। অনেকগুলি মুখ তাকিয়ে রয়েছে আমার দিকে। সেই সময় এই খবরে আমি অভিভূত।’ তাঁর আশা, এবার তাঁর এবং ভাইয়ের সন্তানরা একটু ভাল ভাবে বড় হতে পারবে। বাবা-মায়ের চিকিৎসা নিয়েও খানিকটা নিশ্চিন্ত তিনি। যদিও প্রাথমিক ভাবে যখন তিনি এই খবর শোনেন, তখন নিজের কানকে যেন বিশ্বাস করতে পারেননি।
advertisement
Emirates Draw-এর অধীনে Tycheros এই পুরস্কার দিয়েছে FAST 5 ড্র-এ। এই সংস্থার মার্কেটিং বিভাগের প্রধান পল শ্যাডার বলেছেন, ‘ড্র চালু হওয়ার মাত্র ৮ সপ্তাহের মধ্যে আমরা ফাস্ট ফাইভ-এর প্রথম বিজয়ী ঘোষণা করতে পেরেছি। এটা খুবই আনন্দের খবর। এটি মাল্টি-মিলিওনিয়ার হওয়ার দ্রুততম উপায়।’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভাইয়ের মৃত্যুতে আকাশ ভেঙে পড়েছিল মাথায়! সংসারের সুরাহা করে দিল আরব আমিরশাহি!
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement