Omicron In India: ওমিক্রন আতঙ্ক! কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র দল পাঠাচ্ছে ১০ রাজ্যে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Covid 19: কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, এই দলগুলি যে কয়েকদিন রাজ্যগুলিতে থাকবে, সেই দিনগুলিতে তারা রাজ্যের সংশ্লিষ্ট স্বাস্থ্য দফতরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে।
#নয়াদিল্লি: প্রতিদিনই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ (Omicron)। সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে তাই বিশেষ ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত দেশের ১০টি রাজ্যে কেন্দ্র সরকারের নির্দিষ্ট দল যাবে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে।
যে রাজ্যগুলিতে সংক্রমণ বাড়ছে ও কোভিডের টিকাকরণের গতি নিয়ে সমস্যা রয়েছে, সেগুলিতে এই দল পাঠানো হবে বলে খবর। নির্দিষ্ট ১০টি রাজ্যে তিন থেকে পাঁচ দিন এই এই দলটি কাজ করবে। কেন্দ্রের এই তালিকায় রয়েছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মিজোরাম, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড ও পঞ্জাব। নির্বাচনমুখী উত্তরপ্রদেশে ওমিক্রন সংক্রমণ নিয়েও চিন্তায় রয়েছে রাজ্য। ইতিমধ্যে এলাহাবাদ হাইকোর্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর দফতরকে নির্বাচন পিছিয়ে দেওয়ার বিষয়ে অনুরোধ করেছে।
advertisement
advertisement
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, এই দলগুলি যে কয়েকদিন রাজ্যগুলিতে থাকবে, সেই দিনগুলিতে তারা রাজ্যের সংশ্লিষ্ট স্বাস্থ্য দফতরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে। দেখা হবে টিকাকরণ কত দ্রুত করা হচ্ছে। করোনা পরীক্ষার হার কতটা বাড়িয়ে দেওয়া সম্ভব থেকে শুরু করে রাজ্যের সর্বত্র করোনা বিধি মেনে চলা হচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখা হবে।
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় এই বিষয়ে কেন্দ্রকে রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় দল। যে রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার চিহ্নিত করেছে, সেখানে সর্বোচ্চ রয়েছে সক্রিয় রোগীর সংখ্যা। ইতিমধ্যে সংক্রমণ রুখে দেশের একাধিক রাজ্যে নাইট কার্ফু জারি করার সিদ্ধান্ত নিয়ে আঞ্চলিক প্রশাসনগুলি। পাশাপাশি, এখন চলছে উৎসবের মরশুম। বড়দিন থেকে বর্ষবরণের রাত, সর্বত্রই পর্যটক বা সাধারণ মানুষের ভিড় উপচে পড়া স্বাভাবিক। সেই সময়ে যাতে সংক্রমণ বৃদ্ধি না পায়, সে দিকেও খেয়াল রাখতে বলেছে কেন্দ্রীয় সরকার।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 25, 2021 3:30 PM IST







