Temple in Uttarakhand: দিনে ৩ বার বদলায় দেবী মূর্তির রং! এই মন্দিরে এলেই নাকি সব ইচ্ছা পূরণ হয়
- Published by:Sanchari Kar
- local18
Last Updated:
Temple in Uttarakhand: পুরোহিত জীবন নাথ গোস্বামী জানান, এই মন্দিরটি খুব পুরনো। তাঁর দাবি, একাদশ শতকে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল।
উত্তরাখণ্ড: দেবভূমি উত্তরাখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মন্দির। সেগুলির সঙ্গে জড়িয়ে আসে ইতিহাস, নানা গল্প। আলমোরা থেকে ৩৬ কিলোমিটার দূরত্বে একটি মন্দির আছে। সেটিকে নিয়েও চর্চা কম নয়। পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত সাহী দেবীর মন্দির।
জনশ্রুতি আছে যে, কত্যুরি রাজারা এক রাতে এই মন্দির তৈরি করেন। মন্দিরের চারপাশে ছিল ঘন জঙ্গল। বাঘ, সিংহ ঘোরাফেরা করত সেখানে। ভক্তরা বলেন, এক দিনে দেবী মূর্তির রং তিনবার বদল হয়। সূর্যোদয়ের সময় মায়ের মূর্তির রং হয় সোনালি রঙের। বেলা গড়ালে সেই মূর্তি কালো রং ধারণ করে। সন্ধ্যায় দেবী মূর্তির রং হয় শ্যামবর্ণ। বলা হয়, কোনও মানুষ যদি ভক্তি নিয়ে দেবীর দর্শন করতে আসেন, তা হলে তিনি এই ঘটনাগুলি বুঝতে পারবেন।
advertisement
advertisement
পুরোহিত জীবন নাথ গোস্বামী জানান, এই মন্দিরটি খুব পুরনো। তাঁর দাবি, একাদশ শতকে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। এই মন্দিরে গণেশ ঠাকুরের মূর্তি আছে। সেই মূর্তিই নাকি এই মন্দিরের ইতিহাস বলে দেয়। তিনি আরও বলেন যে, দেবী তিনটি রূপ ধারণ করেন।
advertisement
শঙ্কর দত্ত নামে এক ভক্ত জানান, তিনি সেখানে ১০ বছর ধরে আসছেন। তাঁর মনের সব কামনাই দেবী পূর্ণ করেন। প্রচুর ভক্ত সেই মন্দিরে দেবী দর্শনের জন্য আসেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2023 12:44 PM IST










