SIR: বঙ্গের চেয়ে বেশি নাম বাদ! গুজরাতে SIR-র তালিকা থেকে কাটা পড়ল প্রায় এক কোটি নাম
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
দেশজুড়ে ১২ টি রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া৷ শুক্রবার এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার গুজরাতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন
আহমেদাবাদ: দেশজুড়ে ১২ টি রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া৷ শুক্রবার এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার গুজরাতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন৷ খসড়া তালিকা থেকে প্রায় ৯৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে৷
খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে, ৫১.৮৬ লক্ষকে স্থানান্তরিত বা অনুপস্থিত, ১৮.০৭ লক্ষ ভোটারকে মৃত এবং ৩.৮১ লক্ষ ভোটারকে একাধিক স্থানে নিবন্ধিত (ডুপ্লিকেট) হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ৪.৩৪ কোটি ভোটারের কাছ থেকে এন্যুমারেশন ফর্ম সংগ্রহ করা হয়েছে, যা রাজ্যের মোট ৫.০৮ কোটি ভোটারের প্রায় ৮৫ শতাংশের বেশি।
advertisement
advertisement
এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবে গুজরাতে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া চলেছে নভেম্বর ৪ তারিখ থেকে ডিসেম্বরের ১৪ তারিখ পর্যন্ত৷ আগামী নির্বাচনকে সামনে রেখেই দেশের একাধিক রাজ্যে চলেছে এসআইআর প্রক্রিয়া৷
খসড়া তালিকা প্রকাশ পেয়েছে তামিলনাড়ুতেও৷ সেরাজ্যেও নাম বাদ পড়া ভোটারের সংখ্যা প্রায় ৯৭ লক্ষ৷ স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় চেন্নাই, কোয়েম্বাটোর, ডিন্ডিগুল, কারুর ও কাঞ্চিপুরম-সহ বহু জেলা থেকে খসড়া তালিকাতে বড় সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। খসড়া SIR তালিকা অনুসারে, চেন্নাইতে ১৪.২৫ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যার ফলে ভোটার সংখ্যা আগের ৪০.০৪ লক্ষ থেকে কমে ২৫.৭৯লাখে এসে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন একাধিক কারণ দর্শিয়ে নাম বাদের তালিকা প্রকাশ করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2025 8:57 PM IST









