Astrology: নিজের নক্ষত্র গোচর করবে সূর্য, '২৬ সালেই ধামাকা ৪ রাশির কপালে! জানুয়ারি থেকেই শুরু টাকার বৃষ্টি, সাফল্য দরজায় কড়া নাড়ছে দরজায়

Last Updated:
Suriya Gochar Rashifal: সূর্য ১১ জানুয়ারি ২০২৬-এ রবিবার সকাল ০৮:৪২-এ নিজেরই নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে গোচর করবে। এই স্থান বদলের প্রভাব ১২ টি রাশির উপর পড়লেও লাভবান হবে ৪ টি রাশির জাতক জাতিকারা৷
1/9
জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবকে বলা হয় গ্রহের রাজা৷ সূর্যের স্থান পরিবর্তনের বড় প্রভাব পড়ে প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপর৷ ২০২৬-এ নিজের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে সূর্যদেব৷ যার শুভ-অশুভ প্রভাব ১২টি রাশির জাতক জাতিকাদের ওপর পড়বে।
জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবকে বলা হয় গ্রহের রাজা৷ সূর্যের স্থান পরিবর্তনের বড় প্রভাব পড়ে প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপর৷ ২০২৬-এ নিজের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে সূর্যদেব৷ যার শুভ-অশুভ প্রভাব ১২টি রাশির জাতক জাতিকাদের ওপর পড়বে।
advertisement
2/9
সূর্য ১১ জানুয়ারি ২০২৬-এ রবিবার সকাল ০৮:৪২-এ নিজেরই নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে গোচর করবে। এই স্থান বদলের প্রভাব ১২ টি রাশির উপর পড়লেও লাভবান হবে ৪ টি রাশির জাতক জাতিকারা৷
সূর্য ১১ জানুয়ারি ২০২৬-এ রবিবার সকাল ০৮:৪২-এ নিজেরই নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে গোচর করবে। এই স্থান বদলের প্রভাব ১২ টি রাশির উপর পড়লেও লাভবান হবে ৪ টি রাশির জাতক জাতিকারা৷
advertisement
3/9
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের নিজেরই নক্ষত্রে গোচর ইতিবাচক হতে চলেছে৷ কেরিয়ারে উচ্চতায় উঠবে জাতক জাতিকারা৷ চাকরিতে কাজের প্রশংসা হবে আর উন্নতির রাস্তা খুলবে। সিনিয়রের সাহায্যে কাজ শেষ করতে সফল হবে৷ সম্মান বাড়বে আর নেতৃত্বের ক্ষমতাও বাড়বে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল হবে৷
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের নিজেরই নক্ষত্রে গোচর ইতিবাচক হতে চলেছে৷ কেরিয়ারে উচ্চতায় উঠবে জাতক জাতিকারা৷ চাকরিতে কাজের প্রশংসা হবে আর উন্নতির রাস্তা খুলবে। সিনিয়রের সাহায্যে কাজ শেষ করতে সফল হবে৷ সম্মান বাড়বে আর নেতৃত্বের ক্ষমতাও বাড়বে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল হবে৷
advertisement
4/9
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যও সূর্যের গোচর শুভ হতে চলেছে৷ সিংহ রাশির অধিপতি গ্রহই হল সূর্য৷ ফলে ২০২৬ সালে কপাল খুলবে এই রাশির জাতক জাতিকাদের৷ এই রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচকতা আসবে। কেরিয়ারে ভাল সময় আসছে৷
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যও সূর্যের গোচর শুভ হতে চলেছে৷ সিংহ রাশির অধিপতি গ্রহই হল সূর্য৷ ফলে ২০২৬ সালে কপাল খুলবে এই রাশির জাতক জাতিকাদের৷ এই রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচকতা আসবে। কেরিয়ারে ভাল সময় আসছে৷
advertisement
5/9
আইনি বিষয়ে সফল হতে পারে এই জাতক জাতিকারা৷ নিজের শত্রুদের ওপর পুরোপুরি আধিপত্য দেখাবে এই রাশির জাতক জাতিকারা৷ আত্মবিশ্বাস বাড়বে৷ সাহসের সঙ্গে সমস্যার মুখোমুখি হবে এই রাশির জাতক জাতিকারা৷ আর্থিক অবস্থা ভাল হবে।
আইনি বিষয়ে সফল হতে পারে এই জাতক জাতিকারা৷ নিজের শত্রুদের ওপর পুরোপুরি আধিপত্য দেখাবে এই রাশির জাতক জাতিকারা৷ আত্মবিশ্বাস বাড়বে৷ সাহসের সঙ্গে সমস্যার মুখোমুখি হবে এই রাশির জাতক জাতিকারা৷ আর্থিক অবস্থা ভাল হবে।
advertisement
6/9
ধনু রাশি: সূর্যের নিজেরই নক্ষত্রে গোচর ধনু রাশির জাতক জাতিকাদের জন্য লাভদজনক হতে চলেছে৷ হঠাৎ অর্থলাভে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
ধনু রাশি: সূর্যের নিজেরই নক্ষত্রে গোচর ধনু রাশির জাতক জাতিকাদের জন্য লাভদজনক হতে চলেছে৷ হঠাৎ অর্থলাভে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
advertisement
7/9
আটকে থাকা টাকা পেতে পারে। জাতকের সম্মান বাড়তে পারে আর কর্মস্থলে বড় দায়িত্ব দেওয়া হতে পারে। কেরিয়ারে সাফল্যের রাস্তা খুলবে আর বাড়ির সদস্যদের সঙ্গে টানাপোড়েন শেষ হবে।
আটকে থাকা টাকা পেতে পারে। জাতকের সম্মান বাড়তে পারে আর কর্মস্থলে বড় দায়িত্ব দেওয়া হতে পারে। কেরিয়ারে সাফল্যের রাস্তা খুলবে আর বাড়ির সদস্যদের সঙ্গে টানাপোড়েন শেষ হবে।
advertisement
8/9
মীন রাশি: উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্যের গোচর মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভাল সময় আনতে চলেছে৷ আর্থিক অবস্থা ভাল হবে৷ পুরনো পরিকল্পনায় কাজ করলে সাফল্য আসতে পারে।
মীন রাশি: উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্যের গোচর মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভাল সময় আনতে চলেছে৷ আর্থিক অবস্থা ভাল হবে৷ পুরনো পরিকল্পনায় কাজ করলে সাফল্য আসতে পারে।
advertisement
9/9
টাকা জমাতে সফল হবেন এই রাশির জাতক জাতিকারা। সন্তানের দিক থেকেও সুখবর পাওয়ার সম্ভাবনা। তবে নিজের লক্ষ্য অর্জনের জন্য জাতককে বেশি পরিশ্রম করতে হবে। পিতার সঙ্গে ধর্মীয় যাত্রায় যাওয়ার সুযোগ পাবে।
টাকা জমাতে সফল হবেন এই রাশির জাতক জাতিকারা। সন্তানের দিক থেকেও সুখবর পাওয়ার সম্ভাবনা। তবে নিজের লক্ষ্য অর্জনের জন্য জাতককে বেশি পরিশ্রম করতে হবে। পিতার সঙ্গে ধর্মীয় যাত্রায় যাওয়ার সুযোগ পাবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement