ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার, বৃষ্টির জেরে আরও বাড়তে পারে ঠান্ডা

Last Updated:

মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, এদিনও তাপমাত্রা ৭ ডিগ্রির আশপাশে থাকবে ৷

#নয়াদিল্লি: কাশ্মীরের একাধিক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তুষারপাত ৷ এর জেরে উত্তরভারতে ভালই ঠান্ডা পড়তে শুরু করেছে ৷ এবছরে এখন পর্যন্ত যা ঠান্ডা পড়েছে তা গত ১৭ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে ৷ রাজধানীতে মঙ্গলবার ন্যূনতম তাপমাত্রা ছিল ৬.৩ ডিগ্রি, যা ২০০৩ সালের পর নভেম্বর মাসে হওয়া সবচেয়ে কম তাপমাত্রা ৷
মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, এদিনও তাপমাত্রা ৭ ডিগ্রির আশপাশে থাকবে ৷ অন্যদিকে বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচার আরও গভীর হচ্ছে ৷ বুধবার আরও ভয়ঙ্কর রূপ ধারন করে ঘূর্ণিঝড় নিভার আছড়ে পড়তে চলেছে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলবর্তী অঞ্চলে ৷
ঘূর্ণিঝড়ের জেরে তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকলের বেশিরভাগ এলাকায় এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই এনডিআরএফ-এর দল মোতায়েন করা হয়েছে ৷ ২৫ ও ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরির সমস্ত বিমান পরিষেবা আপাতত স্থগিত রেখেছে ৷ তিন রাজ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে এবং সকলে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
advertisement
advertisement
মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, পাহাড়ে তুষারপাত ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এর জেরে রাজধানীতে আরও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে ৷ মৌসম বিভাগের তরফে জানানো হয়েছিল ২৪ ও ২৫ নভেম্বর আকাশ আঁশিক মেঘলা থাকবে ৷ ২৬ নভেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ২৭ নভেম্বর ন্যূনতম তাপমাত্রা আরও পড়ার সম্ভাবনা রয়েছে ৷ এখনও পর্যন্ত নভেম্বর মাসে দিল্লিতে সবচেয়ে কম তাপমাত্রা ৩.৯ ডিগ্রি ছিল ২৮ নভেম্বর ১৯৩৮ সালে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার, বৃষ্টির জেরে আরও বাড়তে পারে ঠান্ডা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement