স্ত্রীর সঙ্গে সেক্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিম করল স্বামী
- Published by:Jayita Roy
- news18 bangla
Last Updated:
স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও অনলাইনে বন্ধুর কাছে পাঠাল ব্যক্তি ৷ মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷
#হায়দরাবাদ: স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও অনলাইনে বন্ধুর কাছে পাঠাল ব্যক্তি ৷ মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ অন্তরঙ্গ মুহূর্তের পাশাপাশি স্ত্রীর নগ্ন ভিডিও স্কাইপের মাধ্যমে চেন্নাইয়ের এক বন্ধুর সঙ্গে শেয়ার করেন অভিযুক্ত ব্যক্তি ৷ আকুলা কৃষ্ণ চৈতন্য নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, আকুলা(২৮) একটি ডিজিটাল মার্কেটিং সংস্থার কর্মী ৷
আকুলার স্ত্রী সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন, সন্দেহ হওয়ায় স্বামীর ফোন জোর করে ছিনিয়ে নিয়ে দেখতে পান যে তার নগ্ন ছবি ও ভিডিও বন্ধুর সঙ্গে শেয়ার করেছেন তিনি ৷ অন্তরঙ্গ মুহুর্ত ও স্নানের ভিডিও স্কাইপের মাধ্যমে লাইভ শেয়ার করেছে আকুলা ৷
পুলিশ জানিয়েছে আকুলা পর্ন-আসক্ত ছিলেন ৷ পর্ণ সাইটে গিয়ে সেক্স চ্যাটও করতেন তিনি ৷ ২০ দিন আগে চ্যাটরুমে শ্রীরাম নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় তার ৷ এরপর দু’জনে একে অপরের স্কাইপ আইডি এক্সচেঞ্জ করে ৷ এর মাধ্যমেই দু’জনের মধ্যে চ্যাট শুরু হয় ৷ তাদের মধ্যে নিজেদের স্ত্রীর নগ্ন ছবি শেয়ার করার চুক্তি হয় ৷
advertisement
পুলিশ জানিয়েছে, চুক্তি অনুযায়ী বিভিন্ন সময়ে স্ত্রীর ছবি তুলতে শুরু করে এবং সেই সঙ্গে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের সময় শেয়ার করতে থাকেন ৷ ১৫ মাস আগে আকুলার বিয়ে হয় ৷ সেই সময় থেকে নানাভাবে স্ত্রীকে নিগ্রহ করতে শুরু করেন ৷ স্ত্রীর অজান্তেই তাঁর ছবি ও ভিডিওতুলতেন তিনি ৷ নিজের মোবাইল কখনওই স্ত্রীকে দেখতে দিত না সে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 23, 2017 5:28 PM IST










