হেডফোন কানে গান শোনার ফল! অন্যমনস্ক কিশোরীকে টেনে নিয়ে ছিঁড়ে খেল চিতা
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
হেডফোন কানে থাকার কারণেই সম্ভবত ওই কিশোরী চিতার ডাক শুনতে পায়নি
#রুদ্রপুর: দিব্যি কানে হেডফোন গুঁজে, খোশমেজাজে গান শুনছিল কিশোরী। নৈনিতালের রুদ্রপুর এলাকায় সেই হেডফোনের নেশাতেই ঘটে গেল দুর্ঘটনা। অন্যমনস্ক কিশোরীকে টেনে নিয়ে গেল চিতা বাঘে। কামড়ে, ছিঁড়ে খেল শরীর। রবিবার বন দফতরের পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।
রবিবার বিকালে বালিপারাও জঙ্গল অঞ্চলের রামনগর এলাকায় একটি স্থানীয় খালের ধারে বসে একমনে হেডফোনে গান শুনছিল ওই কিশোরী। সন্ধ্যাবেলা, অন্ধকার হওয়ার ফলে তাঁকে বারবার নিষেধ করা হয়। কিন্তু কারওর বারণ সে শোনেনি। সন্ধ্যার অন্ধকারে হঠাৎ এক পূর্ণবয়স্ক চিতাবাঘ হামলা করে ওই কিশোরীকে। টেনে নিয়ে যায় জঙ্গলে। পরে জঙ্গল থেকে তার ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়।
advertisement
রামনগরের বনদফতরের আধিকারিক জানিয়েছেন, ‘ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছই। সেখানে একটি চিরুনি আর একটি হেডফোন আমরা পেয়েছি। হেডফোন কানে থাকার কারণেই সম্ভবত ওই কিশোরী চিতার ডাক শুনতে পায়নি।’ এই নিয়ে একমাসে ওই এলাকায় চিতাবাঘের হামলায় মৃত্যু হল আটজনের। বন দফতরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়েছে, সিসি ক্যামেরার সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু তাতে লাভ হয়নি মোটে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2020 7:00 PM IST