Covid Lockdown: লকডাউনে বিনা ভাড়ায় যাত্রীদের পৌঁছে দিয়ে এখন অর্থকষ্টে ভুগছেন অটোচালক; সরকারের সাহায্যের প্রার্থনা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Free Auto Rides: বর্তমানে অটোর যাত্রীর সংখ্যা কমে গিয়েছে। সিটি বাসে বিনামূল্যে ভ্রমণের ঘোষণায় সমস্ত অটো চালক ক্ষতিগ্রস্ত হয়েছেন
#তামিলনাড়ু: তামিলনাড়ুর থেনিতে অটোরিকশা চালান কার্তিক। যখন সারা দেশে লকডাউন (Covid Lockdown), জরুরি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে সবার আগে নেমে পড়তেন কার্তিক, তাঁর অটো নিয়ে। কোভিড-১৯ সংক্রমণের জেরে লকডাউনের (Covid Lockdown) কারণে সরকারি ও ব্যক্তিগত পরিবহন মাধ্যম বন্ধ থাকায় চিকিৎসা পরিষেবা পেতে যাতে মানুষের অসুবিধা না হয় তাই বিনামূল্যে নিজের অটো করে মানুষকে পৌঁছে দিয়েছিলেন কার্তিক। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো সেই আলোর মানুষ এখন গুরুতর আর্থিক সংকটে ভুগছেন। কার্তিকের আর্জি রাজ্য সরকার এই বিপদে পাশে দাঁড়াক তাঁর। বছর সাঁইত্রিশের অটোরিকশা চালক কার্তিক নিজের গাড়িতে একটি সাইনবোর্ড লিখিয়ে রেখেছেন, তাতে লেখা আছে, ‘চিকিৎসার জন্য বিনামূল্যে’। তামিলনাড়ুতে যতবার লকডাউন (Covid Lockdown) কার্যকর করা হয়েছে, কার্তিক প্রমাণ হিসাবে ডাক্তারের প্রেসক্রিপশনের প্রতিলিপি নিয়ে গর্ভবতী মহিলা সহ অন্যান্য রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন।
প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে এই পরিষেবা দিয়ে এসেছেন কার্তিক। তাঁর দাবি, এখনও পর্যন্ত ১,০০০-এরও বেশিবার ভাড়া ছাড়াই গাড়ি চালিয়ে মানুষকে গন্তব্যে (Covid Lockdown) পৌঁছে দিয়েছেন তিনি৷ থেনির জেলা কালেক্টর যখন অটোচালক কার্তিকের এই মানবিক কাজের বিষয়ে জানতে পারেন, তখন ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে আলাপ করতে যান এবং তাঁর প্রশংসাও করেন।
advertisement
advertisement
অবশ্য এখন আর্থিক সংকটের সম্মুখীন হয়েছেন কার্তিক এবং রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছেন। “আমি লোন নিয়েছিলাম এবং আমার স্ত্রীর ৩ লাখ টাকার গয়না বন্ধকও রেখেছিলাম। সংকটের সময়ে মানুষকে সাহায্য করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমার তেমন কোনও রোজগার তো নেই, তবুও ভবিষ্যতে উপার্জনের আশায় বিনামূল্যে পরিষেবা প্রদান করেছি। অন্যান্য অটো চালকরা আমাকে নিয়ে ঠাট্টা করেছে, কিন্তু আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি,” বলেন কার্তিক।
advertisement
বর্তমানে অটোর যাত্রীর সংখ্যা কমে গিয়েছে। সিটি বাসে বিনামূল্যে ভ্রমণের ঘোষণায় সমস্ত অটো চালক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমি তাঁদের মধ্যেই একজন। আমি ১৭ মাসেরও বেশি সময় ধরে আমার অটোর বকেয়া শোধ করতে পারিনি, স্ত্রীর গয়নাও ফেরত পেতে পারিনি। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও এবং জ্বালানির মূল্যবৃদ্ধির মধ্যেও আমি বয়স্ক ব্যক্তিদের হাসপাতালে যাওয়ার জন্য বিনামূল্যে পরিষেবা দিয়ে যাচ্ছি। আমি জনগণের জন্য কাজ চালিয়ে যেতে চাই এবং আমার আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে আর্থিক সাহায্যের জন্য উন্মুখ। আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কাছে একটি দরখাস্ত জমা দেব এবং ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি চাইব,” বলেন কার্তিক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2022 9:21 PM IST