The Kashmir Files: "মানুষের মধ্যে বিভেদ চায় দ্য কাশ্মীর ফাইলস, "কেন দেখানো হল না জম্মু কাশ্মীরের তৎকালীন রাজ্যপালের ভূমিকা?" প্রশ্ন ইয়েচুরির

Last Updated:

Sitaram Yechury on The Kashmir Files: সীতারাম ইয়েচুরি চলচ্চিত্রের (The Kashmir Files) বিষয়বস্তুকে ঘিরে প্রশ্ন তোলেন কেন শুধুমাত্র কাশ্মীরি পন্ডিতরাই (Kashmiri Pandits) উপত্যকা ছেড়ে চলে গেলেন?

#নয়াদিল্লি: দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) সিনেমাটির মূল উদ্দেশ্যই আসলে এই দেশের মানুষদের মধ্যে বিভেদ তৈরি করা। বৃহস্পতিবার দ্য কাশ্মীর ফাইলসের নির্মাতাদের নিন্দা করে এমনটাই জানিয়েছেন প্রবীণ কমিউনিস্ট নেতা এবং ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। চলচ্চিত্রের (The Kashmir Files) বিষয়বস্তুকে ঘিরে তিনি প্রশ্ন তোলেন কেন শুধুমাত্র কাশ্মীরি পন্ডিতরাই (Kashmiri Pandits) উপত্যকা ছেড়ে চলে গেলেন? তাঁর দাবি, ওই সমস্যার গোড়ার দিকে মুসলিম, শিখ এবং অন্যান্যরাও সন্ত্রাসবাদের শিকার হয়েছিলেন। বরিষ্ঠ এই সিপিআই(এম) নেতা মনে করেন এই সিনেমার (The Kashmir Files) বিষাক্ত শিকড় ছড়িয়ে পড়বে অনেক দূর কারণ এটি ধর্মের ভিত্তিতে জনগণের মেরুকরণ করছে।
ইয়েচুরির প্রশ্ন, “মুসলিম, শিখ এবং কাশ্মীর পণ্ডিত সহ যেকোনও ধর্ম বা সম্প্রদায়ের মানুষই কাশ্মীরে সমানভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। কেন শুধু কাশ্মীরি পণ্ডিতরাই জায়গা ছেড়ে চলে গেলেন?” তিনি জানান, যে সময়টাতে এই অভিবাসন চলছে তখন তৎকালীন রাজ্যপাল জগমোহন মালহোত্রার (Governor Jagmohan Malhotra) ভূমিকা কী ছিল এই চলচ্চিত্রে তা প্রতিফলিত হয়নি। “এটা সিনেমায় তুলে ধরা হয়নি। তাঁর কী ভূমিকা ছিল সেটাও মানুষের জানা উচিত ছিল,” বলেন ইয়েচুরি।
advertisement
advertisement
“প্রতিটি সম্প্রদায় সমানভাবে সন্ত্রাসবাদের শিকার হয়েছে,” বলে দাবি করেন ইয়েচুরি। শ্রীনগর পুলিশের একটি সাম্প্রতিক RTI-এর উত্তরের উল্লেখ করেন সীতারাম ইয়েচুরি। সেই উত্তরে বলা হয়েছে, সন্ত্রাসবাদের সূচনার সময় থেকে ৮৯ জন পণ্ডিত এবং ১,৬৩৫ জন মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের হত্যা করা হয়েছে।
ইয়েচুরি বলেন, “সিনেমাটি (The Kashmir Files) ধর্মীয় অন্ধ আবেগকে উস্কে দিচ্ছে এবং মানুষের মেরুকরণ করছে। এতে দেশের কোনও লাভ হবে না।” তিনি আরও জানান, এডিটরস গিল্ড অফ ইন্ডিয়াও সিনেমাটি (The Kashmir Files) নিয়ে বিবৃতি দিয়েছে। “আপনি কি ভারতে গোধরা এবং অন্যান্য দাঙ্গার উপর সিনেমা তৈরির অনুমতি দেবেন?” প্রশ্ন করেন ইয়েচুরি।
advertisement
৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশনের দ্রুত শুনানির দাবিও জানিয়েছেন এই প্রবীণ নেতা। তিনি জানান, যতক্ষণ না পর্যন্ত আবেদনটির নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ সরকারের নতুন সিদ্ধান্ত বা নিয়ম নেওয়া উচিত নয়।
বরিষ্ঠ এই সিপিআই (এম) নেতা আরও জানান, বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি জনগণকে অত্যন্ত কষ্টের মধ্যে ফেলছে এবং দেশের সাংবিধানিক স্তম্ভগুলিকে নিয়মিত অবহেলা করা হচ্ছে। তিনি বলেন, “সংসদ এবং দেশের অন্যান্য প্রধান প্রতিষ্ঠান যেমন ভারতের নির্বাচন কমিশন, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে রাজনৈতিক ফায়দা লোটার কাজে অপব্যবহার করা হচ্ছে। সংবিধান ও প্রতিষ্ঠানকে যেভাবে দুর্বল করা হচ্ছে তাতে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
The Kashmir Files: "মানুষের মধ্যে বিভেদ চায় দ্য কাশ্মীর ফাইলস, "কেন দেখানো হল না জম্মু কাশ্মীরের তৎকালীন রাজ্যপালের ভূমিকা?" প্রশ্ন ইয়েচুরির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement