Exclusive Offer:গ্রিপেন যুদ্ধবিমানের ব্যাপারে মোদিকে প্রস্তাব সুইডেনের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ভারতের ক্ষেত্রেও এই প্রস্তাব রাখছে তাঁরা। ভারত ছাড়া এই প্রস্তাব অন্য কোনও বিমান বাহিনীকে দেয়নি স্যাব
ভারতীয় প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বিশ্বাসী। বিদেশ থেকে যুদ্ধবিমান না কিনে, ভারতীয় সংস্থার সঙ্গে যৌথভাবে দেশের মাটিতে বিমান তৈরি এবং প্রয়োজনীয় প্রযুক্তি হস্তান্তর করার পক্ষপাতি তিনি। সুইডিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারতের প্রস্তাবে রাজি তাঁরা। স্যাব গ্রিপেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধবিমান জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে ব্রাজিল বিমান বাহিনী এই যুদ্ধ বিমান ব্যবহার করছে। এখন নিজেরাই প্রযুক্তি হস্তান্তর হওয়ার পর থেকে এই বিমান উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ করছে। ব্রাজিল এই আধুনিক যুদ্ধবিমানের নতুন উৎপাদক দেশে পরিণত হয়েছে।
advertisement
ভারতের ক্ষেত্রেও এই প্রস্তাব রাখছে তাঁরা। ভারত ছাড়া এই প্রস্তাব অন্য কোনও বিমান বাহিনীকে দেয়নি স্যাব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনীর হাতে প্রয়োজনের তুলনায় স্কোয়াড্রন সংখ্যা কম আছে। তবে সুইডেনের প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছেন মাত্র। নরেন্দ্র মোদি একা সিদ্ধান্ত নিতে পারেন না।
advertisement
বিমান বাহিনীর শীর্ষকর্তা এবং প্রয়োজনীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন তিনি। তবে রাফালের পর সুইডেনের মাল্টিরোল ফাইটার গ্রিপেনকে যদি গ্রিন সিগন্যাল দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে বিমান বাহিনীর শক্তি অনেকটাই বেড়ে যাবে। লড়াইয়ে রয়েছে রুশ, মার্কিন, ফরাসি সংস্থারাও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 07, 2021 7:09 PM IST