Locust Swarms: কোটি কোটি পঙ্গপাল পৌঁছে গেল গুরুগ্রাম! গায়ে কাঁটা দেওয়া ভিডিও

Last Updated:

গুরুগ্রামের সাইবার সিটি এলাকায় প্রতিটি বাড়ি ঢেকে গিয়েছে পঙ্গপালে৷ শুধু গুরুগ্রামই নয়, হরিয়ানার বিস্তীর্ণ এলাকাতেই পঙ্গপালের দল হানা দিয়েছে৷ টুইটারে গুরুগ্রামের বাসিন্দারা সেই ভিডিও ও ছবি পোস্ট করেছেন৷ ভিডিওগুলি দেখলে হাড়হিম হয়ে যায়৷

#গুরুগ্রাম: সকালে হঠাত্‍ ওদের আগমন৷ ঝাঁকে ঝাঁকে আসছে৷ আকাশ ছেয়ে গিয়েছে৷ সে ভয়াবহ দৃশ্য দেখলে গায়ে কাঁটা দেয়৷
advertisement
শনিবার কোটি কোটি পঙ্গপাল হানা দিল হরিয়ানার গুরুগ্রামে৷ গুরুগ্রাম মানেই রাজধানী সংলগ্ন এলাকা৷ অর্থাত্‍ দিল্লি আর দূরে নেই৷
advertisement
গুরুগ্রামের সাইবার সিটি এলাকায় প্রতিটি বাড়ি ঢেকে গিয়েছে পঙ্গপালে৷ শুধু গুরুগ্রামই নয়, হরিয়ানার বিস্তীর্ণ এলাকাতেই পঙ্গপালের দল হানা দিয়েছে৷ টুইটারে গুরুগ্রামের বাসিন্দারা সেই ভিডিও ও ছবি পোস্ট করেছেন৷ ভিডিওগুলি দেখলে হাড়হিম হয়ে যায়৷
advertisement
গুরুগ্রামে প্রশাসন অ্যাডভাইজারিতে জানিয়ে দিয়েছে, কোনও বাড়ির জানলা খোলা যাবে না যতটা সম্ভব৷ দরজাও বন্ধ রাখতে হবে পারতপক্ষে৷ পঙ্গপাল তাড়াতে বাসন বা ঢোল বাজাতে পারেন৷
advertisement
IRS অফিসার নাভিদ ট্রামবু তাঁর বাড়ির ব্যালকনিতে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের সেই ছবি পোস্ট করে লিখেছেন, 'অযাচিত অতিথি অবশেষে গুরুগ্রামে চলে এল৷ গত মাসে মধ্যপ্রদেশ ও রাজস্থানে তাণ্ডব চালানোর পরে ওরা কোথায় গেল, আমি কয়েকদিন আগেও ভাবছিলাম৷'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Locust Swarms: কোটি কোটি পঙ্গপাল পৌঁছে গেল গুরুগ্রাম! গায়ে কাঁটা দেওয়া ভিডিও
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement