Locust Swarms: কোটি কোটি পঙ্গপাল পৌঁছে গেল গুরুগ্রাম! গায়ে কাঁটা দেওয়া ভিডিও
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
গুরুগ্রামের সাইবার সিটি এলাকায় প্রতিটি বাড়ি ঢেকে গিয়েছে পঙ্গপালে৷ শুধু গুরুগ্রামই নয়, হরিয়ানার বিস্তীর্ণ এলাকাতেই পঙ্গপালের দল হানা দিয়েছে৷ টুইটারে গুরুগ্রামের বাসিন্দারা সেই ভিডিও ও ছবি পোস্ট করেছেন৷ ভিডিওগুলি দেখলে হাড়হিম হয়ে যায়৷
#গুরুগ্রাম: সকালে হঠাত্ ওদের আগমন৷ ঝাঁকে ঝাঁকে আসছে৷ আকাশ ছেয়ে গিয়েছে৷ সে ভয়াবহ দৃশ্য দেখলে গায়ে কাঁটা দেয়৷
Unwanted guests ! #LocustsAttack pic.twitter.com/3QMHNtEil3
— Arvind Jha (@jalajboy) June 27, 2020
advertisement
শনিবার কোটি কোটি পঙ্গপাল হানা দিল হরিয়ানার গুরুগ্রামে৷ গুরুগ্রাম মানেই রাজধানী সংলগ্ন এলাকা৷ অর্থাত্ দিল্লি আর দূরে নেই৷
Swarms of locust flying across Gurgaon skies ... @I_Am_Gurgaon @gurgaon_live pic.twitter.com/AfeZyGjluA
— Prativa (@Prativa_M) June 27, 2020
advertisement
গুরুগ্রামের সাইবার সিটি এলাকায় প্রতিটি বাড়ি ঢেকে গিয়েছে পঙ্গপালে৷ শুধু গুরুগ্রামই নয়, হরিয়ানার বিস্তীর্ণ এলাকাতেই পঙ্গপালের দল হানা দিয়েছে৷ টুইটারে গুরুগ্রামের বাসিন্দারা সেই ভিডিও ও ছবি পোস্ট করেছেন৷ ভিডিওগুলি দেখলে হাড়হিম হয়ে যায়৷
WTH. Locusts swarms in Gurgaon. Photos by my colleague @RejeetMathews pic.twitter.com/G2GacOEz7u
— Bodhisattva Sen Roy (@insenroy) June 27, 2020
advertisement
গুরুগ্রামে প্রশাসন অ্যাডভাইজারিতে জানিয়ে দিয়েছে, কোনও বাড়ির জানলা খোলা যাবে না যতটা সম্ভব৷ দরজাও বন্ধ রাখতে হবে পারতপক্ষে৷ পঙ্গপাল তাড়াতে বাসন বা ঢোল বাজাতে পারেন৷
Locust attack in Gurgaon. Just another 2020 thing. pic.twitter.com/1iWPPf0bnU
— Deep Halder (@deepscribble) June 27, 2020
advertisement
IRS অফিসার নাভিদ ট্রামবু তাঁর বাড়ির ব্যালকনিতে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের সেই ছবি পোস্ট করে লিখেছেন, 'অযাচিত অতিথি অবশেষে গুরুগ্রামে চলে এল৷ গত মাসে মধ্যপ্রদেশ ও রাজস্থানে তাণ্ডব চালানোর পরে ওরা কোথায় গেল, আমি কয়েকদিন আগেও ভাবছিলাম৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2020 1:27 PM IST








