Supreme Court on Unnao Case: উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বিশেষ অবসরকালীন বেঞ্চ এ দিন এই নির্দেশ দিয়েছে৷
উন্নাও ধর্ষণ কাণ্ডে বিজেপি-র প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ উন্নাও ধর্ষণ মামলায় দিল্লি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন সেঙ্গার৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই৷
এ দিন এই নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত পর্যবেক্ষণে জানান, সেঙ্গারের জামিন মঞ্জুর করার আগে তাঁকে যে যে বিষয়গুলির উপরে ভিত্তি করে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেগুলি দিল্লি হাইকোর্টের নজর এড়িয়ে গিয়েছে বলেই মনে হচ্ছে৷ এই পরিস্থিতিকে অদ্ভুত বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি৷
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বিশেষ অবসরকালীন বেঞ্চ এ দিন এই নির্দেশ দিয়েছে৷ প্রধান বিচারপতি সূর্য কান্ত ছাড়াও বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি অগস্টিন জর্জ মাসিহ-র বেঞ্চ এ দিন সিবিআই-এর আবেদনের শুনানি করে৷
advertisement
advertisement
২০১৭ সালের উন্নাও ধর্ষণ মামলায় ২০১৯ সালে কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছিল নিম্ন আদালত৷ নিজেকে নির্দোষ বলে দাবি করে এই রায়ের বিরোধিতায় দিল্লি হাইকোর্টে আবেদন করেন সেঙ্গার৷ দিল্লি হাইকোর্ট কুলদীপ সেঙ্গারের জামিন মঞ্জুর করার পরই দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়৷ দিল্লি হাইকোর্ট এই নির্দেশ দেওয়ার পরই সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সিদ্ধান্ত নেয় সিবিআই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2025 12:39 PM IST






