Supreme Court On RG Kar: আমরা চিকিৎসকদের অনুরোধ করছি আপনাদের আন্দোলন প্রত্যাহার করুন : সুপ্রিম কোর্ট

Last Updated:

গত রবিবারই স্বতঃপ্রণোদিত ভাবে আরজি কর কাণ্ডের মামলা হাতে নেয় শীর্ষ আদালত। মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চের তরফে আন্দোলনকারীদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।

সুপ্রিম কোর্টে আরজি কর মামলা
সুপ্রিম কোর্টে আরজি কর মামলা
নয়াদিল্লি: আরজি করের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মামলার শুনানি শুরু হয়। গত রবিবারই স্বতঃপ্রণোদিত ভাবে আরজি কর কাণ্ডের মামলা হাতে নেয় শীর্ষ আদালত। মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চের তরফে আন্দোলনকারীদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। প্রধান বিচারপতি ছাড়া এই বেঞ্চে রয়েছেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করছে শীর্ষ আদালত। দেশজুড়ে তাঁরা খতিয়ে দেখবেন সুরক্ষার বিষয়টা। একইসঙ্গে তাঁর পর্যবেক্ষণে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, “আমরা চিকিৎসকদের অনুরোধ করছি আপনাদের আন্দোলন প্রত্যাহার করুন।”
advertisement
advertisement
প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে আরও বলেন, “সব পক্ষ মিলিয়ে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য পদক্ষেপ করতে হবে। আমরা আরও একটা ধর্ষণ হওয়ার অপেক্ষায় বসে থাকতে পারি না।”
দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ১০ সদস্যের ন্যাশনাল টাস ফোর্স গঠন করে সুপ্রিম কোর্ট জানায়, স্বাস্থ্য সম্পর্কিত কর্মক্ষেত্রের উদ্দেশ্যে নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করতে প্রটোকল তৈরি করবেন এই এনটিএফ। এনটিএফে থাকবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। এই ন্যাশনাল টাস্ক ফোর্স সুপারিশ করবে কী ভাবে নিরাপদ করা যায় কর্ম ক্ষেত্র। টাস্ক ফোর্স কোন বিষয়গুলিকে মাথায় রেখে কাজ করবে তা নির্দিষ্ট করে দিল সুপ্রিম কোর্ট।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court On RG Kar: আমরা চিকিৎসকদের অনুরোধ করছি আপনাদের আন্দোলন প্রত্যাহার করুন : সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement